যারা সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করেন তাদের জন্য সফটওয়ারের Serial Key একটা সমস্যা। কারণ এই Serial Key এর জন্য সয়টাওয়ার গুলো একটা নিদৃষ্ট সময়ের পর অকার্যকর হয়ে পড়ে অথবা সফটওয়ারের শতভাগ কার্যক্ষমতার সুবিধা পাওয়া যায় না।
কারণ আমাদের ব্যবহারকৃত বেশীরভাগ সফটওয়্যার ডেমো ভার্সন । আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key.
এই Serial Key বের করার সহজ উপায় দেখাবো আজ।
আশা করি এর মাধ্যমে সহজেই প্রয়েজনীয় সফটওয়্যারের Serial Key বের করতে পারবেন।
এবার দেখুন কিভাবে কাঙ্খিত সফটওয়ারের Serial Key পেতে পারেন।
ধরুন আপনার WinUtilities PRO 11.4 সফটওয়ার ও সফটওয়ারের Serial Key প্রয়োজন।
২। তারপর Google সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (+94fbr) লিখুন।
৩। Google সার্চ বক্সে
আপনার লেখাটি হবে এমন -WinUtilities PRO 11.4 Setup+94fbr
উপরের ছবিটি দেখুন।ঠিক এভাবেই লিখুন ।
নিচের ছবির মত আসবে।
এখানে থেকেই আপনি নিয়ে নিন আপনার কাঙ্খিত সফটওয়ার + সফটওয়ারের Serial Key।
No comments:
Post a Comment