Showing posts with label Mobile phone মোবাইল ফোন. Show all posts
Showing posts with label Mobile phone মোবাইল ফোন. Show all posts

Friday, December 4, 2015

মোবাইল ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার

মোবাইল ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার

পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম যন্ত্র মোবাইল ফোন ৪৪ বছরে পা দিলো।
মোবাইল  ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার :-
১.)১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল। মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার প্রথমবারের মতো সেলুলার টেলিফোনে বিশ্বের প্রথম ফোনকলটি করেছিলেন।

২.)মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর।

৩.)বিশ্বে সবচেয়ে বেশী বিক্রীত হয়েছে নোকিয়া ১১০০ মডেলের মোবাইল সেট। এই সেটটি এতো জনপ্রিয় ছিল যে,২৫০ মিলিয়নের চেয়ে বেশী বিক্রী হয়েছে।

৪.) সবাই মোবাইল ফোন ব্যবহার করেন যত্নের সাথে।কিন্তু একথা সত্য যে,টয়লেটের ব্যাকটেরিয়ার চেয়ে মোবাইল ফোনে আঠার গুণ বেশী ব্যকটেরিয়া বাসা বাঁধে।অতএব আপনার মোবাইল ফোনটিকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

৫.) সাবধাণতা অবলম্বন করুন ,কারণ অসাবধাণতা বসত আপনার মোবাইল ফোনটি টয়েলেটে পরে যেতে পারে। শুধুমাত্র ব্রিটেনে প্রতিবছর ১ লক্ষ ফোন মানুষের হাত থেকে টয়লেটে পরে যায়।

৬.) ১৯৮৩ সালে আমেরিকায় সর্ব প্রথম বানিজ্যিক ভাবে মোবাইল ফোন ব্যবহার করা হয়।সেই ফোন সেটটির দাম ছিল চার হাজার ডলার।

৭.)বর্তমানে সবচেয়ে কম দামের মোবাইল সেট এক হাজার টাকায় পাওয়া যায়।

৮.)বিশ্বের সবচেয়ে দামী মোবাইল সেটের নাম নাম আইফোন প্রিন্সেস প্লাস। আইফোন প্রিন্সেস প্লাসের অন্যান্য আইফোনের মতই দেখতে, তাহলে কি আছে এই মোবাইলের ভেতর যে বিশ্বের দামি মোবাইল হিসেবে স্থান করে নিল। বিশ্বের দামি সোনা দিয়ে তৈরী ফোন আইফোন প্রিন্সেস প্লাস। এই ফোনে আছে ১৮০টি সবচেয়ে দামি এবং সুন্দর হীরার টুকরা। আইফোন প্রিন্সেস প্লাস ডিজাইন করেছেন পিটার আলোসন, অস্ট্রিয়া। ফোনটির দাম ১, ৭৬, ৪০০ ডলার, যা বাংলাদেশী টাকায় পরিবর্তন করলে হবে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।

৯.) মোবাইল ফোন ব্যবহার করলে কল বাবত টাকা খরচ হয় ।প্রাতি মাসে একশত টাকা হতে হাজার টাকা খরচ হয় মোবাইল ফোনের কল বাবত।এক মাসে সবচেয়ে বেশী মোবাইল বিল দিয়েছেন ‘সেলিনা এরোনে ’তিনি এক মাসে ১ লক্ষ ৪২ হাজার পাউন্ড মোবাইল ফোন বিল পরিশোধ করে বিশ্ব রেকর্ড করেছেন।

ছবির ব্যাক গ্রাউন্ডে পৃথিবীর উচ্চতম টাউয়ারগুলোর উচ্চতা ।
Showing posts with label Mobile phone মোবাইল ফোন. Show all posts
Showing posts with label Mobile phone মোবাইল ফোন. Show all posts

Friday, December 4, 2015

মোবাইল ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার

মোবাইল ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার

পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম যন্ত্র মোবাইল ফোন ৪৪ বছরে পা দিলো।
মোবাইল  ফোন সম্পর্কে যে তথ্য সবার জানা দরকার :-
১.)১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোন থেকে প্রথমবার কল করা হয়েছিল। মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার প্রথমবারের মতো সেলুলার টেলিফোনে বিশ্বের প্রথম ফোনকলটি করেছিলেন।

২.)মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। বর্তমানে তাঁর বয়স ৮৭ বছর।

৩.)বিশ্বে সবচেয়ে বেশী বিক্রীত হয়েছে নোকিয়া ১১০০ মডেলের মোবাইল সেট। এই সেটটি এতো জনপ্রিয় ছিল যে,২৫০ মিলিয়নের চেয়ে বেশী বিক্রী হয়েছে।

৪.) সবাই মোবাইল ফোন ব্যবহার করেন যত্নের সাথে।কিন্তু একথা সত্য যে,টয়লেটের ব্যাকটেরিয়ার চেয়ে মোবাইল ফোনে আঠার গুণ বেশী ব্যকটেরিয়া বাসা বাঁধে।অতএব আপনার মোবাইল ফোনটিকে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

৫.) সাবধাণতা অবলম্বন করুন ,কারণ অসাবধাণতা বসত আপনার মোবাইল ফোনটি টয়েলেটে পরে যেতে পারে। শুধুমাত্র ব্রিটেনে প্রতিবছর ১ লক্ষ ফোন মানুষের হাত থেকে টয়লেটে পরে যায়।

৬.) ১৯৮৩ সালে আমেরিকায় সর্ব প্রথম বানিজ্যিক ভাবে মোবাইল ফোন ব্যবহার করা হয়।সেই ফোন সেটটির দাম ছিল চার হাজার ডলার।

৭.)বর্তমানে সবচেয়ে কম দামের মোবাইল সেট এক হাজার টাকায় পাওয়া যায়।

৮.)বিশ্বের সবচেয়ে দামী মোবাইল সেটের নাম নাম আইফোন প্রিন্সেস প্লাস। আইফোন প্রিন্সেস প্লাসের অন্যান্য আইফোনের মতই দেখতে, তাহলে কি আছে এই মোবাইলের ভেতর যে বিশ্বের দামি মোবাইল হিসেবে স্থান করে নিল। বিশ্বের দামি সোনা দিয়ে তৈরী ফোন আইফোন প্রিন্সেস প্লাস। এই ফোনে আছে ১৮০টি সবচেয়ে দামি এবং সুন্দর হীরার টুকরা। আইফোন প্রিন্সেস প্লাস ডিজাইন করেছেন পিটার আলোসন, অস্ট্রিয়া। ফোনটির দাম ১, ৭৬, ৪০০ ডলার, যা বাংলাদেশী টাকায় পরিবর্তন করলে হবে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।

৯.) মোবাইল ফোন ব্যবহার করলে কল বাবত টাকা খরচ হয় ।প্রাতি মাসে একশত টাকা হতে হাজার টাকা খরচ হয় মোবাইল ফোনের কল বাবত।এক মাসে সবচেয়ে বেশী মোবাইল বিল দিয়েছেন ‘সেলিনা এরোনে ’তিনি এক মাসে ১ লক্ষ ৪২ হাজার পাউন্ড মোবাইল ফোন বিল পরিশোধ করে বিশ্ব রেকর্ড করেছেন।

ছবির ব্যাক গ্রাউন্ডে পৃথিবীর উচ্চতম টাউয়ারগুলোর উচ্চতা ।