Tuesday, June 28, 2016

Love is not defeat



Love is not defeat.

Love sky
Love the moon
Love river
Love flowers
Dear ones love
Love the country
This love does not have any bass
Love is not defeat.
 Love is never defeated.

Love the name of loving kindness.
Love is the duty of responsibility where there is a strong presence of love.
Increases the strength of love, peace and happiness in the society.
The mother loves the child, for the love of the mother and the child is not to give evidence.
Love is an instinct of the creature,
Love is not by works,
Love becomes automatically.
But it is the duty of love is involved with.
When a child loves his father or mother shall be the duty of responsibility with love.
Or else the world may well be the cause of evil in society.
Oiysi felt bitterness towards such parents.
She became a woman unloved.
Because he had killed his father and mother.
  Missing due to his duty of responsible conduct because the parents were evil.
The children of parents killed by an abnormal event.
This is the tragic and very sad to say that the father of one society could not accept.
Love should be mutual understanding between husband and wife.
Mutual respect between husband and wife will be staying.
Otherwise, they might fall in love rhythm.



Friday, June 24, 2016

বাংলা বই ডাউনলোডের নতুন একটা সাইট রিভিউ বই পাগলরা ঘুরে আসুন



বাংলা বই ডাউনলোডের নতুন একটা সাইট রিভিউ  বই পাগলরা ঘুরে আসতে পারেন

অনেকেই অন লাইনে বই পড়তে ভালবাসেন।বই পড়ুয়াদের জন্য নিম্নে একটি সাইটের সন্ধান দিলাম ।বই পডুন আর অবসর সময়ে প্রিয় বই পড়ার জন্য ডাউন লোড করে রাখতে পারেন।
অনলাইনে বাংলা বই পড়া ও ডাউনলোডের নতুন একটা ওয়েবসাইট  ঠিকানা বলব আজ। ওয়েবসাইটির উপরে স্লাইড আকারে জনপ্রিয় বই গুলো প্রদর্শিত হয়। ক্যাটাগরী ও লেখকের নাম অনুযায়ী বাংলাদেশী ও ভারতীয় লেখকদের বই এর লিঙ্ক দেয়া আছে। এছাড়া সাইটটিতে বই সার্চ করে ডাউনলোডের ব্যবস্থা আছে। জনপ্রিয় ও সম্প্রতি আপলোড করা বইগুলো পাওয়া যাবে সাইডবারে। এছাড়া অনুবাদকৃত, বইমেলা, পাঠ্যবই, ম্যাগাজিন, ইসলামিক, কম্পিউটার, উপন্যাস, কবিতা, সাইন্সফিকশন, শিশুতোষ, নারীদের, ভ্রমণ কাহিনীসহ অসংখ্য  বই রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে বাংলা সাহিত্যের জনপ্রিয় ২০০ বই এর বিরল সংগ্রহ আছে। কোন রকম রেজিষ্ট্রেশনের ঝামেলা ছাড়াই অনলাইনে পড়া ও ডাউনলোড করা যায় সহজেই। ওয়েবসাইটটিতে ঢুঁ মারতে চাইলে এখানে ক্লিক করুন।

Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

Tuesday, June 21, 2016

হুমাযূন আহমেদ এবং তাঁর ২০০+PDF Books


হুমাযূন আহমেদের ২০০+PDF Books
 আহমেদ, হুমায়ূন (১৯৪৮-২০১২)  কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে। তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)। ফয়জুর রহমান আহমেদ পুলিশ বিভাগে চাকরি করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় পাকবাহিনীর হাতে শহীদ হন। সঙ্গত কারণেই হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ছিলেন। ১৯৭১ সালে পাকবাহিনী তাঁকে ধরে নিয়ে কিছুদিন আটক করে রাখে এবং দৈহিক নির্যাতন করে।
 পারিবারিক পরিমন্ডলে সাহিত্য-সংস্কৃতি চর্চার অনুকূল আবহে হুমায়ূন আহমেদের শৈশব জীবন অতিবাহিত হয়। তাঁর পিতার সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল। তিনি সমকালীন পত্র-পত্রিকায় লেখা প্রকাশ করতেন। বগুড়ায় অবস্থানকালে দীপ নেভা যার ঘরে শিরোনামে তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়। সন্তানদেরও তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চার জন্য উৎসাহ দিতেন। হুমায়ূনের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। তিনি মূলত শিশু-কিশোরদের জন্য কল্পবিজ্ঞান গল্প ও কাহিনী রচনা করেন। তাঁর সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্যলেখক ও কার্টুন ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সম্পাদক। তাঁদের মা আয়েশা ফয়েজও লেখালেখি করতেন। জীবন যেরকম শিরোনামে তাঁর একটি আত্মজৈবনিক গ্রন্থ প্রকাশিত হয় ২০০৮ সালে। শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান। তাঁর একটি লেখা থেকে জানা যায়, তাঁদের পিতা ছেলেমেয়েদের নাম পরিবর্তন করতেন। তাই তিনি নিজেই পুত্রের আগের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ূন আহমেদ। ছয় ভাই-বোনের মধ্যে হুমায়ূন ছিলেন সবার বড়।
পিতার সরকারি চাকরির সুবাদে হুমায়ূন আহমেদ বাংলাদেশের সিলেট, জগদ্দল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরোজপুরে অবস্থান করেন। সিলেট জেলা শহরের কিশোরীমোহন পাঠশালায় তাঁর শিক্ষাজীবনের সূচনা। ১৯৬৫ সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিক পাস করেন (রাজশাহী শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান)  ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি মহসিন হলে অবস্থান করতেন। পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যর্চ্চায় মনোনিবেশ করেন। এর পাশাপাশি চলে নাটক ও চলচ্চিত্র নির্মাণ।
বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন ব্যতিক্রমী লেখক। রচনার ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, রচনাশৈলী, সংলাপ প্রভৃতি মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন, যা  একান্তই তাঁর নিজস্ব শৈলী হিসেবে স্বীকৃত। তাঁর উপস্থিত বুদ্ধিজাত প্রকাশ ও রসবোধের কারণে তাঁর রচনা সহজেই পাঠকের চিত্ত স্পর্শ করে। বাংলাদেশের কথাসাহিত্যের গতানুগতিক ধারাকে অতিক্রম করে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন এক স্বতন্ত্র ভুবন। একজন সফল লেখক হিসেবে সাহিত্য-শিল্পের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। বহুমাত্রিকতা তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য ।
ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব। ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প। হুমায়ূন আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়। তাঁর অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। আত্মজৈবনিক রচনায়ও তিনি স্বচ্ছন্দ। তাঁর স্মৃতিকথাগুলো সুখপাঠ্য।

Monday, June 13, 2016

বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান

বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান

শুদ্ধ বানানে বাংলা লেখায় যেমনি ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হয় তেমনি শিাক্ষত মার্জিত সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ পায়।তাই সকলের উচিৎ শুদ্ধ বানানে প্রিয়  বাংলা ভাষার চর্চা করা ।নিম্নে কিছু বহুল ব্যবহৃত কিছু শুদ্ধ বানান দেয় হল।পাশাপাশি প্রচলিত অশুদ্ধ বা বর্জনীয়  বানান গুলো দেখানো হল।
অ আ ই ঈ
শুদ্ধ ……………....(অশুদ্ধ বা বর্জনীয়)
অকালপ্রয়াণ --- --(অকাল প্রয়াণ)
অগণিত --- --- - (অগনিত)
অগ্রসর --- --- -- (অগ্রসরমান
  অধীন --- --- --- (অধীনস্থ)
অগ্রগণ্য --- --- -- (অগ্রগন্য)
অঙ্ক [ঙ+ক] --- --- (অংক)
অঙ্কন [ঙ+ক]--- ---(অংকন)
অঙ্গ [ঙ+গ] --- -- - (অংগ)
অতিথি --- --- ---- (অতিথী)
অতিষ্ঠ --- --- ---- (অতিষ্ট)
অত্যধিক --- --- --(অত্যাধিক)
অধীনস্থ --- --- --- (অধীনস্ত)
অধ্যবসায় --- ---- (অধ্যাবসায়)
অনন্যসাধারণ --- (অনন্য সাধারণ)
অনিষ্ট --- --- ----- (অনিষ্ঠ)
অনুকূল --- --- --- (অনুকুল)
অনেককিছু --- --- (অনেক কিছু)
অন্তঃসত্ত্বা --- --- -- (অন্তঃসত্তা)
অপ্রতুল --- ---- --(অপ্রতুলতা)
অশ্রু --- ---- ---- --(অশ্রুজল)
অপদস্থ --- --- --- (অপদস্ত)
অপেক্ষমাণ --- --- (অপেক্ষমান)
অভিভূত --- --- -- (অভিভুত)
অমানুষিক --- ---- (অমানুসিক)
অস্বস্তি --- --- ---- (অস্বস্থি)
 অর্ধশিক্ষিত --- -- (অর্ধ শিক্ষিত)
অসাধারণ --- ---- (অসাধারন)
অসুখবিসুখ --- -- (অসুখ-বিসুখ)
আকস্মিক -- --- --(আকষ্মিক)
আকাঙ্ক্ষা [ঙ+ক্ষ] --------(আকাংখা)

Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব

Tuesday, June 28, 2016

Love is not defeat



Love is not defeat.

Love sky
Love the moon
Love river
Love flowers
Dear ones love
Love the country
This love does not have any bass
Love is not defeat.
 Love is never defeated.

Love the name of loving kindness.
Love is the duty of responsibility where there is a strong presence of love.
Increases the strength of love, peace and happiness in the society.
The mother loves the child, for the love of the mother and the child is not to give evidence.
Love is an instinct of the creature,
Love is not by works,
Love becomes automatically.
But it is the duty of love is involved with.
When a child loves his father or mother shall be the duty of responsibility with love.
Or else the world may well be the cause of evil in society.
Oiysi felt bitterness towards such parents.
She became a woman unloved.
Because he had killed his father and mother.
  Missing due to his duty of responsible conduct because the parents were evil.
The children of parents killed by an abnormal event.
This is the tragic and very sad to say that the father of one society could not accept.
Love should be mutual understanding between husband and wife.
Mutual respect between husband and wife will be staying.
Otherwise, they might fall in love rhythm.



Friday, June 24, 2016

বাংলা বই ডাউনলোডের নতুন একটা সাইট রিভিউ বই পাগলরা ঘুরে আসুন



বাংলা বই ডাউনলোডের নতুন একটা সাইট রিভিউ  বই পাগলরা ঘুরে আসতে পারেন

অনেকেই অন লাইনে বই পড়তে ভালবাসেন।বই পড়ুয়াদের জন্য নিম্নে একটি সাইটের সন্ধান দিলাম ।বই পডুন আর অবসর সময়ে প্রিয় বই পড়ার জন্য ডাউন লোড করে রাখতে পারেন।
অনলাইনে বাংলা বই পড়া ও ডাউনলোডের নতুন একটা ওয়েবসাইট  ঠিকানা বলব আজ। ওয়েবসাইটির উপরে স্লাইড আকারে জনপ্রিয় বই গুলো প্রদর্শিত হয়। ক্যাটাগরী ও লেখকের নাম অনুযায়ী বাংলাদেশী ও ভারতীয় লেখকদের বই এর লিঙ্ক দেয়া আছে। এছাড়া সাইটটিতে বই সার্চ করে ডাউনলোডের ব্যবস্থা আছে। জনপ্রিয় ও সম্প্রতি আপলোড করা বইগুলো পাওয়া যাবে সাইডবারে। এছাড়া অনুবাদকৃত, বইমেলা, পাঠ্যবই, ম্যাগাজিন, ইসলামিক, কম্পিউটার, উপন্যাস, কবিতা, সাইন্সফিকশন, শিশুতোষ, নারীদের, ভ্রমণ কাহিনীসহ অসংখ্য  বই রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে বাংলা সাহিত্যের জনপ্রিয় ২০০ বই এর বিরল সংগ্রহ আছে। কোন রকম রেজিষ্ট্রেশনের ঝামেলা ছাড়াই অনলাইনে পড়া ও ডাউনলোড করা যায় সহজেই। ওয়েবসাইটটিতে ঢুঁ মারতে চাইলে এখানে ক্লিক করুন।

Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

Tuesday, June 21, 2016

হুমাযূন আহমেদ এবং তাঁর ২০০+PDF Books


হুমাযূন আহমেদের ২০০+PDF Books
 আহমেদ, হুমায়ূন (১৯৪৮-২০১২)  কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক। হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে। তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন (বর্তমানে আয়েশা ফয়েজ নামে পরিচিত)। ফয়জুর রহমান আহমেদ পুলিশ বিভাগে চাকরি করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় পাকবাহিনীর হাতে শহীদ হন। সঙ্গত কারণেই হুমায়ূন আহমেদ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত ছিলেন। ১৯৭১ সালে পাকবাহিনী তাঁকে ধরে নিয়ে কিছুদিন আটক করে রাখে এবং দৈহিক নির্যাতন করে।
 পারিবারিক পরিমন্ডলে সাহিত্য-সংস্কৃতি চর্চার অনুকূল আবহে হুমায়ূন আহমেদের শৈশব জীবন অতিবাহিত হয়। তাঁর পিতার সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল। তিনি সমকালীন পত্র-পত্রিকায় লেখা প্রকাশ করতেন। বগুড়ায় অবস্থানকালে দীপ নেভা যার ঘরে শিরোনামে তাঁর একটি গ্রন্থ প্রকাশিত হয়। সন্তানদেরও তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চার জন্য উৎসাহ দিতেন। হুমায়ূনের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। তিনি মূলত শিশু-কিশোরদের জন্য কল্পবিজ্ঞান গল্প ও কাহিনী রচনা করেন। তাঁর সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্যলেখক ও কার্টুন ম্যাগাজিন ‘উন্মাদ’-এর সম্পাদক। তাঁদের মা আয়েশা ফয়েজও লেখালেখি করতেন। জীবন যেরকম শিরোনামে তাঁর একটি আত্মজৈবনিক গ্রন্থ প্রকাশিত হয় ২০০৮ সালে। শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান। তাঁর একটি লেখা থেকে জানা যায়, তাঁদের পিতা ছেলেমেয়েদের নাম পরিবর্তন করতেন। তাই তিনি নিজেই পুত্রের আগের নাম পরিবর্তন করে রাখেন হুমায়ূন আহমেদ। ছয় ভাই-বোনের মধ্যে হুমায়ূন ছিলেন সবার বড়।
পিতার সরকারি চাকরির সুবাদে হুমায়ূন আহমেদ বাংলাদেশের সিলেট, জগদ্দল, পঞ্চগড়, রাঙামাটি, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও পিরোজপুরে অবস্থান করেন। সিলেট জেলা শহরের কিশোরীমোহন পাঠশালায় তাঁর শিক্ষাজীবনের সূচনা। ১৯৬৫ সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিক পাস করেন (রাজশাহী শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান)  ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) এবং ১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি মহসিন হলে অবস্থান করতেন। পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে ১৯৮২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন। ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যর্চ্চায় মনোনিবেশ করেন। এর পাশাপাশি চলে নাটক ও চলচ্চিত্র নির্মাণ।
বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ একজন ব্যতিক্রমী লেখক। রচনার ব্যাপ্তি, বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, রচনাশৈলী, সংলাপ প্রভৃতি মিলিয়ে তিনি এক অভিনব ধারা সৃষ্টি করেন, যা  একান্তই তাঁর নিজস্ব শৈলী হিসেবে স্বীকৃত। তাঁর উপস্থিত বুদ্ধিজাত প্রকাশ ও রসবোধের কারণে তাঁর রচনা সহজেই পাঠকের চিত্ত স্পর্শ করে। বাংলাদেশের কথাসাহিত্যের গতানুগতিক ধারাকে অতিক্রম করে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন এক স্বতন্ত্র ভুবন। একজন সফল লেখক হিসেবে সাহিত্য-শিল্পের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। বহুমাত্রিকতা তাঁর রচনার অন্যতম বৈশিষ্ট্য ।
ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব। ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, শিশুতোষ গ্রন্থ, নাটক, প্রবন্ধ, আত্মজৈবনিক রচনা প্রভৃতি মিলিয়ে তাঁর গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তাঁর শেষ উপন্যাস দেয়াল (অপ্রকাশিত-পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প। হুমায়ূন আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়। তাঁর অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা। ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। আত্মজৈবনিক রচনায়ও তিনি স্বচ্ছন্দ। তাঁর স্মৃতিকথাগুলো সুখপাঠ্য।

Monday, June 13, 2016

বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান

বহুব্যবহৃত ও প্রয়োজনীয় কিছু শব্দের শুদ্ধ বানান

শুদ্ধ বানানে বাংলা লেখায় যেমনি ভাষার প্রতি শ্রদ্ধা জানানো হয় তেমনি শিাক্ষত মার্জিত সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ পায়।তাই সকলের উচিৎ শুদ্ধ বানানে প্রিয়  বাংলা ভাষার চর্চা করা ।নিম্নে কিছু বহুল ব্যবহৃত কিছু শুদ্ধ বানান দেয় হল।পাশাপাশি প্রচলিত অশুদ্ধ বা বর্জনীয়  বানান গুলো দেখানো হল।
অ আ ই ঈ
শুদ্ধ ……………....(অশুদ্ধ বা বর্জনীয়)
অকালপ্রয়াণ --- --(অকাল প্রয়াণ)
অগণিত --- --- - (অগনিত)
অগ্রসর --- --- -- (অগ্রসরমান
  অধীন --- --- --- (অধীনস্থ)
অগ্রগণ্য --- --- -- (অগ্রগন্য)
অঙ্ক [ঙ+ক] --- --- (অংক)
অঙ্কন [ঙ+ক]--- ---(অংকন)
অঙ্গ [ঙ+গ] --- -- - (অংগ)
অতিথি --- --- ---- (অতিথী)
অতিষ্ঠ --- --- ---- (অতিষ্ট)
অত্যধিক --- --- --(অত্যাধিক)
অধীনস্থ --- --- --- (অধীনস্ত)
অধ্যবসায় --- ---- (অধ্যাবসায়)
অনন্যসাধারণ --- (অনন্য সাধারণ)
অনিষ্ট --- --- ----- (অনিষ্ঠ)
অনুকূল --- --- --- (অনুকুল)
অনেককিছু --- --- (অনেক কিছু)
অন্তঃসত্ত্বা --- --- -- (অন্তঃসত্তা)
অপ্রতুল --- ---- --(অপ্রতুলতা)
অশ্রু --- ---- ---- --(অশ্রুজল)
অপদস্থ --- --- --- (অপদস্ত)
অপেক্ষমাণ --- --- (অপেক্ষমান)
অভিভূত --- --- -- (অভিভুত)
অমানুষিক --- ---- (অমানুসিক)
অস্বস্তি --- --- ---- (অস্বস্থি)
 অর্ধশিক্ষিত --- -- (অর্ধ শিক্ষিত)
অসাধারণ --- ---- (অসাধারন)
অসুখবিসুখ --- -- (অসুখ-বিসুখ)
আকস্মিক -- --- --(আকষ্মিক)
আকাঙ্ক্ষা [ঙ+ক্ষ] --------(আকাংখা)

Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব