Wednesday, April 11, 2018

বাংলাদেশে অভিশাপই নিয়তি


বাংলাদেশে অভিশাপই নিয়তি

বাংলাদেশে চলছে দুর্নীতি স্বজনপ্রীতি লুটপাটের বৈষম্যের সামাজিক ব্যাধি
এই অভিশপ্ত ব্যধিতে আক্রান্ত সমস্ত দেশ
যদি বলা হয় দুর্নীতি দূর করার জন্য কাজ করা হচ্ছে ।
তবে তা একটি নিদারুন বাস্তব প্রতারণা মাত্র
এক্ষেত্রে দুর্নীতি দূর করার বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রয়াস বড় কিছু লাভ করার নিমিত্ত নিজেকে সাধু বলে প্রচারণার উপলক্ষ হতে পারে মাত্র।
উপলক্ষে ক্ষমতার অপব্যবহার করে বংশবদ চেতনাধারীদের দ্বারা বেআইনী বিচারহীনতায় ক্ষমতার অপব্যবহারের দাম্ভিক চেতনায় ভোক্তভোগীর বিচারের নামে হতে পারে জেল জুলুম লাঞ্চনা গঞ্জনা হয়রানী ।
এক অভিশপ্ত পরিবেশ
বিপদে মানুষ হিসাবে মানুষের পাশে কেউ কোথাও কেউ নেই
আছে শুধু দম্ভ অহংকার ক্ষমতার অপব্যবহার করে হয়রানী করার মনোবৃত্তি।
দেশের দম্ভের বিচারহীন অবিচারে ক্ষমতার অপব্যবহারকারীর কাছেই লাঞ্চিত অবসন্ন চেতনাহীন বাঁচার আর্জি।
তারপর চলতে পারে দুর্নীতি যুক্ত পরিবেশেই দাম্ভিক দোষারোপের উপদেশ বানী।
যা এক বৈষম্যের দম্ভের মুর্তিমান অভিশাপ বলে মনে হতে পারে।
কী অদ্ভুদ !দুর্নীতি দূর করার প্রচারণা চলে দুর্নীতিময় পরিবেশে।
দুর্নীতিময় পরিবেশে সাধারণ মানুষের বৈষম্যে বেঁচে থাকার চেতনাই মুখ্য
দুর্নীত দূর করা প্রচারণা মাত্র
ফলাফল জন হয়রানী
পরিবেশে জনা কয়েককে শান্তি দিয়ে দুর্নীতি দূর করা যা্য় না বরং মানব সত্তাকে মির্মম অপমান জনক ভাবে লাঞ্চিত করা হয় দাম্ভিক স্বৈরাচারী আচরণে
কিন্ত দুর্নীতি অনিয়মের অভিশপ্ত পরিবেশের কখনো উন্নতি হয় না।
হতে পারে না।
কারণ দুর্নীতিতে কিছু মানুষের জীবন দুর্বিসহ করে চমক দেয়া যায়।
এরূপ পরিস্থিতিতে আত্ম প্রাসাদের বিকৃত মানুষিক বিক্রিয়া প্রতিক্রিয়া বিকশিত পারে।
কেউ কেউ সমবেদনা জানাতে  দুর্নীতিময় পরিবেশ উল্লেখ করে ভগ্যের লিখন বলতে পারেন
কিন্তু চীর বৈষম্যের বাংলাদেশে দুর্নীত মুক্তির পরিবেশ সৃষ্টির পথ রুদ্ধ
এরূপ বৈষম্যময় পরিবেশে সামাজিক অবনতি তিলে তিলে অবধারিত
অতএব বাংলাদেশে অভিশাপই নিয়তি

আল্লাহ মাফ করুন

Wednesday, March 21, 2018

বাংলাদেশের রাজনীতিবিদ ও সরকারী কর্মচারী

বাংলাদেশের রাজনীতিবিদরা হলো স্বজনপ্রীতি মনষ্ক আইন ভঙ্গকারী লুটপাটকারী।
তাদের সহযোগী সরকারী কর্মচারীরা হলো দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদদের পূজারী ।
এর প্রধাণ কারণ হলো রাজনীতিবিদরা জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না। বরং মনোনয়নে প্রধাণ বিবেচ্য বিষয় হলো- দলীয় পূজারী হওয়া, অর্থ বিত্ত ও পেশী শক্তিই রাজনীতিবিদ নেতা হওয়ার যোগ্যতা তথা এম পি মন্ত্রী হওয়ার প্রধাণ নিয়ামক ।
আর সরকারী কর্মচারীরা হলো বেতন বৈষম্য ,পদ বৈষম্য ,ক্ষমতা ও সুযোগ বৈষম্যে মধ্যে সুবিধা আদায়ের জন্য দুর্নীতি পরায়ণ এবং আরো সুবিধা ও দুর্নীতিকে নিশ্চিত করার সহজাত করার প্রবৃত্তির নিমিত্ত ঐ সমস্ত রাজনীতিবিদদের পূজারী হওয়া ।
আর জনগণ হলো রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের
ভার বহন করার জন্য চীরঅভিশপ্ত অসহায় ভারবাহী গাধা।
তাই কেন কামনা করা যায় না যে,-
বর্তমানের অভিশপ্ত নিয়মের অনুশীলন অবসানে জনগণ কর্তৃক তাদের নেতা সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হয়।
বৃটিশ-পকিস্তানের শাসন শোষনের বেতন বৈষম্যে তথা সকল বৈষম্য অবসানে প্রশাসন সংস্কার করে জনসেবা মূলক বেতন বৈষম্যহীন প্রশাসন হোক।

Monday, March 19, 2018

আশার বাস্তবতা



আশার বাস্তবতা

আপনি কি ছুঁতে পেরেছেন ?
স্বর্গ রাজ্যে তুলা মেঘের কোমলতায় পৌঁছেছেন ?
হাসলেন তিনি কোকিল কন্ঠী হাসি   রিন ঝিন তানে!
গব্বরের মানব আবার জিজ্ঞাসিল আপনি কি কোন মানবী ?
নাহ্..
সুদর্শণ ছেলে ?
নাহ্..
কে তবে ?
আবার রিন ঝিন শব্দে হাসলেন,-
আমি আশার বাস্তবতা , জানালেন
অন্ধকার গব্বরে পরে থাকা অলীক মায়ায় আচ্ছন্ন মানবটিকে,
তিনি আন্তরিক আহ্বান জানালেন চলে আসুন না এই যে এখানে
সত্য সুন্দর বিশ্বাসের আনন্দলোকে
সত্যি বলছি খুবই সহজ পথ জানেন ,-
একটু বিশ্বাস রাখুন সংঙ্গে আশা যদি একটু মানেন !
গব্বরের মানব ভাবনায় এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন অনেক দিনের বাস
এর অলীক মায়ার টান শত শত বছর অমোঘ নিরুৎসাহী স্বপ্নের দীর্ঘশ্বাস ,
বিশ্বাস হীনতার দ্বন্দে শত সংশয়ের বেরী শ্বাপদের হিংস্রতার
ছিন্ন করার প্রত্যয় নাশ নিত্য সৃষ্ট জড়ায় আচ্ছন্ন কুসংস্কার
স্বার্থ এখনে তরবারির ক্ষুরধার নিষ্টুর আঘাত করে নিত্য মানবতা
নিয়তির ভাগ্য নির্ভর অসহায় জীবন অন্ধ বিশ্বাসের পূজারী মেলা
এক দল নর মানব মংস খায় অন্য দল করে রক্ত পানের উল্লাস
সত্য প্রতিষ্ঠা নয় প্রচারে চলতে থাকে মিথ্যার বেসাতির স্বার্থের কোরাস
এক পূজারী পূজার দুধ অভাবনীয় অপর পূজারীর মন্দিরে অনল সামাজিকতায়
এখানে বিষ মননের দম্ভ সে ভাল নেই আমি ভাল আছি রূপক অমানবিকতায়
বিদ্বেষে বেড়ে উঠা জীবনে স্বার্থের অশান্তির ভাবনায়
বৈষম্য এখানে অহংকারের স্বস্থি অভিশাপ দরিদ্রতায়
শান্তি এখানে হাসিলে স্বার্থ নামক ভোগবাদ তার কৃপা যেনো উপরিওলা
এই অভিশপ্ত নিয়ম ভাঙার নেইকো আশার সাহস সবি ভাগ্য বিধাতা
তাইতো চীরদিন এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন হতাশ বসবাস
অনিয়মই নিয়ম, অনিয়ম ভেংগে নিয়ম করার হয়না সাহস
গব্বরের মানব স্তবিরতায় অতিষ্ঠ সময়ে চকিতে দূরের আলোক প্রান্ত দেখে দেথে
শান্তনা খোঁজে অবুঝ মনে আশার বাস্তবতা হেসে ছিল চলে গিয়েছিল সে পথ দিয়ে !!


Wednesday, April 11, 2018

বাংলাদেশে অভিশাপই নিয়তি


বাংলাদেশে অভিশাপই নিয়তি

বাংলাদেশে চলছে দুর্নীতি স্বজনপ্রীতি লুটপাটের বৈষম্যের সামাজিক ব্যাধি
এই অভিশপ্ত ব্যধিতে আক্রান্ত সমস্ত দেশ
যদি বলা হয় দুর্নীতি দূর করার জন্য কাজ করা হচ্ছে ।
তবে তা একটি নিদারুন বাস্তব প্রতারণা মাত্র
এক্ষেত্রে দুর্নীতি দূর করার বিচ্ছিন্ন ব্যক্তিগত প্রয়াস বড় কিছু লাভ করার নিমিত্ত নিজেকে সাধু বলে প্রচারণার উপলক্ষ হতে পারে মাত্র।
উপলক্ষে ক্ষমতার অপব্যবহার করে বংশবদ চেতনাধারীদের দ্বারা বেআইনী বিচারহীনতায় ক্ষমতার অপব্যবহারের দাম্ভিক চেতনায় ভোক্তভোগীর বিচারের নামে হতে পারে জেল জুলুম লাঞ্চনা গঞ্জনা হয়রানী ।
এক অভিশপ্ত পরিবেশ
বিপদে মানুষ হিসাবে মানুষের পাশে কেউ কোথাও কেউ নেই
আছে শুধু দম্ভ অহংকার ক্ষমতার অপব্যবহার করে হয়রানী করার মনোবৃত্তি।
দেশের দম্ভের বিচারহীন অবিচারে ক্ষমতার অপব্যবহারকারীর কাছেই লাঞ্চিত অবসন্ন চেতনাহীন বাঁচার আর্জি।
তারপর চলতে পারে দুর্নীতি যুক্ত পরিবেশেই দাম্ভিক দোষারোপের উপদেশ বানী।
যা এক বৈষম্যের দম্ভের মুর্তিমান অভিশাপ বলে মনে হতে পারে।
কী অদ্ভুদ !দুর্নীতি দূর করার প্রচারণা চলে দুর্নীতিময় পরিবেশে।
দুর্নীতিময় পরিবেশে সাধারণ মানুষের বৈষম্যে বেঁচে থাকার চেতনাই মুখ্য
দুর্নীত দূর করা প্রচারণা মাত্র
ফলাফল জন হয়রানী
পরিবেশে জনা কয়েককে শান্তি দিয়ে দুর্নীতি দূর করা যা্য় না বরং মানব সত্তাকে মির্মম অপমান জনক ভাবে লাঞ্চিত করা হয় দাম্ভিক স্বৈরাচারী আচরণে
কিন্ত দুর্নীতি অনিয়মের অভিশপ্ত পরিবেশের কখনো উন্নতি হয় না।
হতে পারে না।
কারণ দুর্নীতিতে কিছু মানুষের জীবন দুর্বিসহ করে চমক দেয়া যায়।
এরূপ পরিস্থিতিতে আত্ম প্রাসাদের বিকৃত মানুষিক বিক্রিয়া প্রতিক্রিয়া বিকশিত পারে।
কেউ কেউ সমবেদনা জানাতে  দুর্নীতিময় পরিবেশ উল্লেখ করে ভগ্যের লিখন বলতে পারেন
কিন্তু চীর বৈষম্যের বাংলাদেশে দুর্নীত মুক্তির পরিবেশ সৃষ্টির পথ রুদ্ধ
এরূপ বৈষম্যময় পরিবেশে সামাজিক অবনতি তিলে তিলে অবধারিত
অতএব বাংলাদেশে অভিশাপই নিয়তি

আল্লাহ মাফ করুন

Wednesday, March 21, 2018

বাংলাদেশের রাজনীতিবিদ ও সরকারী কর্মচারী

বাংলাদেশের রাজনীতিবিদরা হলো স্বজনপ্রীতি মনষ্ক আইন ভঙ্গকারী লুটপাটকারী।
তাদের সহযোগী সরকারী কর্মচারীরা হলো দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদদের পূজারী ।
এর প্রধাণ কারণ হলো রাজনীতিবিদরা জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না। বরং মনোনয়নে প্রধাণ বিবেচ্য বিষয় হলো- দলীয় পূজারী হওয়া, অর্থ বিত্ত ও পেশী শক্তিই রাজনীতিবিদ নেতা হওয়ার যোগ্যতা তথা এম পি মন্ত্রী হওয়ার প্রধাণ নিয়ামক ।
আর সরকারী কর্মচারীরা হলো বেতন বৈষম্য ,পদ বৈষম্য ,ক্ষমতা ও সুযোগ বৈষম্যে মধ্যে সুবিধা আদায়ের জন্য দুর্নীতি পরায়ণ এবং আরো সুবিধা ও দুর্নীতিকে নিশ্চিত করার সহজাত করার প্রবৃত্তির নিমিত্ত ঐ সমস্ত রাজনীতিবিদদের পূজারী হওয়া ।
আর জনগণ হলো রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের
ভার বহন করার জন্য চীরঅভিশপ্ত অসহায় ভারবাহী গাধা।
তাই কেন কামনা করা যায় না যে,-
বর্তমানের অভিশপ্ত নিয়মের অনুশীলন অবসানে জনগণ কর্তৃক তাদের নেতা সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হয়।
বৃটিশ-পকিস্তানের শাসন শোষনের বেতন বৈষম্যে তথা সকল বৈষম্য অবসানে প্রশাসন সংস্কার করে জনসেবা মূলক বেতন বৈষম্যহীন প্রশাসন হোক।

Monday, March 19, 2018

আশার বাস্তবতা



আশার বাস্তবতা

আপনি কি ছুঁতে পেরেছেন ?
স্বর্গ রাজ্যে তুলা মেঘের কোমলতায় পৌঁছেছেন ?
হাসলেন তিনি কোকিল কন্ঠী হাসি   রিন ঝিন তানে!
গব্বরের মানব আবার জিজ্ঞাসিল আপনি কি কোন মানবী ?
নাহ্..
সুদর্শণ ছেলে ?
নাহ্..
কে তবে ?
আবার রিন ঝিন শব্দে হাসলেন,-
আমি আশার বাস্তবতা , জানালেন
অন্ধকার গব্বরে পরে থাকা অলীক মায়ায় আচ্ছন্ন মানবটিকে,
তিনি আন্তরিক আহ্বান জানালেন চলে আসুন না এই যে এখানে
সত্য সুন্দর বিশ্বাসের আনন্দলোকে
সত্যি বলছি খুবই সহজ পথ জানেন ,-
একটু বিশ্বাস রাখুন সংঙ্গে আশা যদি একটু মানেন !
গব্বরের মানব ভাবনায় এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন অনেক দিনের বাস
এর অলীক মায়ার টান শত শত বছর অমোঘ নিরুৎসাহী স্বপ্নের দীর্ঘশ্বাস ,
বিশ্বাস হীনতার দ্বন্দে শত সংশয়ের বেরী শ্বাপদের হিংস্রতার
ছিন্ন করার প্রত্যয় নাশ নিত্য সৃষ্ট জড়ায় আচ্ছন্ন কুসংস্কার
স্বার্থ এখনে তরবারির ক্ষুরধার নিষ্টুর আঘাত করে নিত্য মানবতা
নিয়তির ভাগ্য নির্ভর অসহায় জীবন অন্ধ বিশ্বাসের পূজারী মেলা
এক দল নর মানব মংস খায় অন্য দল করে রক্ত পানের উল্লাস
সত্য প্রতিষ্ঠা নয় প্রচারে চলতে থাকে মিথ্যার বেসাতির স্বার্থের কোরাস
এক পূজারী পূজার দুধ অভাবনীয় অপর পূজারীর মন্দিরে অনল সামাজিকতায়
এখানে বিষ মননের দম্ভ সে ভাল নেই আমি ভাল আছি রূপক অমানবিকতায়
বিদ্বেষে বেড়ে উঠা জীবনে স্বার্থের অশান্তির ভাবনায়
বৈষম্য এখানে অহংকারের স্বস্থি অভিশাপ দরিদ্রতায়
শান্তি এখানে হাসিলে স্বার্থ নামক ভোগবাদ তার কৃপা যেনো উপরিওলা
এই অভিশপ্ত নিয়ম ভাঙার নেইকো আশার সাহস সবি ভাগ্য বিধাতা
তাইতো চীরদিন এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন হতাশ বসবাস
অনিয়মই নিয়ম, অনিয়ম ভেংগে নিয়ম করার হয়না সাহস
গব্বরের মানব স্তবিরতায় অতিষ্ঠ সময়ে চকিতে দূরের আলোক প্রান্ত দেখে দেথে
শান্তনা খোঁজে অবুঝ মনে আশার বাস্তবতা হেসে ছিল চলে গিয়েছিল সে পথ দিয়ে !!