Showing posts with label Bangladesh's politics বাংলাদেশের রাজরীতি. Show all posts
Showing posts with label Bangladesh's politics বাংলাদেশের রাজরীতি. Show all posts

Wednesday, March 21, 2018

বাংলাদেশের রাজনীতিবিদ ও সরকারী কর্মচারী

বাংলাদেশের রাজনীতিবিদরা হলো স্বজনপ্রীতি মনষ্ক আইন ভঙ্গকারী লুটপাটকারী।
তাদের সহযোগী সরকারী কর্মচারীরা হলো দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদদের পূজারী ।
এর প্রধাণ কারণ হলো রাজনীতিবিদরা জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না। বরং মনোনয়নে প্রধাণ বিবেচ্য বিষয় হলো- দলীয় পূজারী হওয়া, অর্থ বিত্ত ও পেশী শক্তিই রাজনীতিবিদ নেতা হওয়ার যোগ্যতা তথা এম পি মন্ত্রী হওয়ার প্রধাণ নিয়ামক ।
আর সরকারী কর্মচারীরা হলো বেতন বৈষম্য ,পদ বৈষম্য ,ক্ষমতা ও সুযোগ বৈষম্যে মধ্যে সুবিধা আদায়ের জন্য দুর্নীতি পরায়ণ এবং আরো সুবিধা ও দুর্নীতিকে নিশ্চিত করার সহজাত করার প্রবৃত্তির নিমিত্ত ঐ সমস্ত রাজনীতিবিদদের পূজারী হওয়া ।
আর জনগণ হলো রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের
ভার বহন করার জন্য চীরঅভিশপ্ত অসহায় ভারবাহী গাধা।
তাই কেন কামনা করা যায় না যে,-
বর্তমানের অভিশপ্ত নিয়মের অনুশীলন অবসানে জনগণ কর্তৃক তাদের নেতা সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হয়।
বৃটিশ-পকিস্তানের শাসন শোষনের বেতন বৈষম্যে তথা সকল বৈষম্য অবসানে প্রশাসন সংস্কার করে জনসেবা মূলক বেতন বৈষম্যহীন প্রশাসন হোক।

Tuesday, December 15, 2015

নয় ও ছয় নয়ছয়!

নয় ও ছয় নয়ছয়!

নয়ছয় একটি বিশেষ্য পদ
নয়ছয় এর অর্থ নষ্ট,অপচয় ,ক্ষতি,তছনছ;বিশৃঙ্খলতা।
এখানে আওয়ামীলীগ ঐতিহাসিক ৬ দফা দাবী মতো তাদের শাসন সঠিক দাবী করছেন ।
অপরদিকে বি এন পি দাবী করছে আওয়ামীলীগের দাবী সঠিক নয়।তারা নয় দাবী করছেন ।কারণ তারা নয় দেখতে পাচ্ছেন ।
কেউ কারো দাবী মানতে রাজী নয় ।নিজেদের অবস্থান, দৃষ্টিভংগী ও বিশ্বাসে অটল।
কেউ অপরের মতো করে দেখতে রাজী নয়।
এজন্য অনাকাংঙ্খিত কলহ বিবাদ চলছে।
এই বিতর্কে জনগণের কোন স্বার্থ নেই।
এই অনাকাঙ্খিত বিতর্ক জনগণের কোন উপকারেই লাগছে না!
ক্ষতি হচ্ছে দেশের।
তাহলে জনগণ কি বলতে পারে না দেশের এই পরিস্থিতির অপর নাম বি এন পি ও আওয়ামী লীগের নয়ছয়?
Showing posts with label Bangladesh's politics বাংলাদেশের রাজরীতি. Show all posts
Showing posts with label Bangladesh's politics বাংলাদেশের রাজরীতি. Show all posts

Wednesday, March 21, 2018

বাংলাদেশের রাজনীতিবিদ ও সরকারী কর্মচারী

বাংলাদেশের রাজনীতিবিদরা হলো স্বজনপ্রীতি মনষ্ক আইন ভঙ্গকারী লুটপাটকারী।
তাদের সহযোগী সরকারী কর্মচারীরা হলো দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদদের পূজারী ।
এর প্রধাণ কারণ হলো রাজনীতিবিদরা জনগণের ভোটে নির্বাচিত হতে হয় না। বরং মনোনয়নে প্রধাণ বিবেচ্য বিষয় হলো- দলীয় পূজারী হওয়া, অর্থ বিত্ত ও পেশী শক্তিই রাজনীতিবিদ নেতা হওয়ার যোগ্যতা তথা এম পি মন্ত্রী হওয়ার প্রধাণ নিয়ামক ।
আর সরকারী কর্মচারীরা হলো বেতন বৈষম্য ,পদ বৈষম্য ,ক্ষমতা ও সুযোগ বৈষম্যে মধ্যে সুবিধা আদায়ের জন্য দুর্নীতি পরায়ণ এবং আরো সুবিধা ও দুর্নীতিকে নিশ্চিত করার সহজাত করার প্রবৃত্তির নিমিত্ত ঐ সমস্ত রাজনীতিবিদদের পূজারী হওয়া ।
আর জনগণ হলো রাজনীতিবিদ ও সরকারী কর্মচারীদের
ভার বহন করার জন্য চীরঅভিশপ্ত অসহায় ভারবাহী গাধা।
তাই কেন কামনা করা যায় না যে,-
বর্তমানের অভিশপ্ত নিয়মের অনুশীলন অবসানে জনগণ কর্তৃক তাদের নেতা সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হয়।
বৃটিশ-পকিস্তানের শাসন শোষনের বেতন বৈষম্যে তথা সকল বৈষম্য অবসানে প্রশাসন সংস্কার করে জনসেবা মূলক বেতন বৈষম্যহীন প্রশাসন হোক।

Tuesday, December 15, 2015

নয় ও ছয় নয়ছয়!

নয় ও ছয় নয়ছয়!

নয়ছয় একটি বিশেষ্য পদ
নয়ছয় এর অর্থ নষ্ট,অপচয় ,ক্ষতি,তছনছ;বিশৃঙ্খলতা।
এখানে আওয়ামীলীগ ঐতিহাসিক ৬ দফা দাবী মতো তাদের শাসন সঠিক দাবী করছেন ।
অপরদিকে বি এন পি দাবী করছে আওয়ামীলীগের দাবী সঠিক নয়।তারা নয় দাবী করছেন ।কারণ তারা নয় দেখতে পাচ্ছেন ।
কেউ কারো দাবী মানতে রাজী নয় ।নিজেদের অবস্থান, দৃষ্টিভংগী ও বিশ্বাসে অটল।
কেউ অপরের মতো করে দেখতে রাজী নয়।
এজন্য অনাকাংঙ্খিত কলহ বিবাদ চলছে।
এই বিতর্কে জনগণের কোন স্বার্থ নেই।
এই অনাকাঙ্খিত বিতর্ক জনগণের কোন উপকারেই লাগছে না!
ক্ষতি হচ্ছে দেশের।
তাহলে জনগণ কি বলতে পারে না দেশের এই পরিস্থিতির অপর নাম বি এন পি ও আওয়ামী লীগের নয়ছয়?