Friday, May 20, 2016

ট্রেনের নাম কালনী এক্সপ্রেস


।।ট্রেনের নাম কালনী এক্সপ্রেস ।।

ছন্দের তালে তালে চলে হেলে দোলে,
সাত সকালে না চড়লে যাবে সে চলে,
সকালের কোমল আবহাওয়ায় শোভনীয বেশ,
ইন্টার সিটি ট্রেন কালনী এক্সপ্রেস।
সিলেট হতে ঢাকা সদা চলাচল তার,
যেতে পারেন ইচ্ছে হলে,বন্ধ শুক্রবার।
আরামদায়ক ভ্রমণে ছন্দ আর গতির ,
কখনো আনন্দের কখনো বিরক্তির।
যেমন গায়ক বেহালা বাজায় গানে,
মন ভরে যায় তার সূরের তানে,
প্রতিবন্ধী মিশু ভিক্ষা চাহে গীতের ছলে,
কেহ দেন না তারে অবহেলায় ঠেলে,
অসহায় অক্ষম ভিক্ষা করে জীবনের কারণে,
ভিক্ষা দেন জগত পালকের স্মরণে
সক্ষম করেছেন যিনি সকলেরে।
যখন হয় পানির পিপাসা,
ঠান্ডা পানি নিয়ে হাজির ফেরিওয়ালা।
মাঝ পথে হয়ে যায় যাত্রীদের ভীর,
বিনা টিকেটের লোকজন ?
মনে বিদ্ধ হয় সন্দেহের তীর ?

হঠাত কি জানি কি কারণে বচসা হয় দুজনের,
বিরক্তির কারণ হয় সব সজ্জনের,
তখন পুলিশ টিটির দেখা যায় না ছায়া,
প্রতি ষ্টেশন অন্তর বাড়ে মানুষের কায়া।
অধিক জনসংখ্যার সমস্যা আর অভাবের দেশ বাংলাদেশ,
তারি মধ্যে চলচল করে কালনী এক্সপ্রেস।।


Sunday, May 8, 2016

কালনী নদীর আনাড়ি মাঝি

 কালনী নদীর আনাড়ি মাঝি

কালনী নদীর বৈশাখী পানি
ছোট্ট আমার ডিঙ্গি খানি
শখের বশে বৈঠা টানি
আনাড়ি এক মাঝি আমি !

Friday, May 20, 2016

ট্রেনের নাম কালনী এক্সপ্রেস


।।ট্রেনের নাম কালনী এক্সপ্রেস ।।

ছন্দের তালে তালে চলে হেলে দোলে,
সাত সকালে না চড়লে যাবে সে চলে,
সকালের কোমল আবহাওয়ায় শোভনীয বেশ,
ইন্টার সিটি ট্রেন কালনী এক্সপ্রেস।
সিলেট হতে ঢাকা সদা চলাচল তার,
যেতে পারেন ইচ্ছে হলে,বন্ধ শুক্রবার।
আরামদায়ক ভ্রমণে ছন্দ আর গতির ,
কখনো আনন্দের কখনো বিরক্তির।
যেমন গায়ক বেহালা বাজায় গানে,
মন ভরে যায় তার সূরের তানে,
প্রতিবন্ধী মিশু ভিক্ষা চাহে গীতের ছলে,
কেহ দেন না তারে অবহেলায় ঠেলে,
অসহায় অক্ষম ভিক্ষা করে জীবনের কারণে,
ভিক্ষা দেন জগত পালকের স্মরণে
সক্ষম করেছেন যিনি সকলেরে।
যখন হয় পানির পিপাসা,
ঠান্ডা পানি নিয়ে হাজির ফেরিওয়ালা।
মাঝ পথে হয়ে যায় যাত্রীদের ভীর,
বিনা টিকেটের লোকজন ?
মনে বিদ্ধ হয় সন্দেহের তীর ?

হঠাত কি জানি কি কারণে বচসা হয় দুজনের,
বিরক্তির কারণ হয় সব সজ্জনের,
তখন পুলিশ টিটির দেখা যায় না ছায়া,
প্রতি ষ্টেশন অন্তর বাড়ে মানুষের কায়া।
অধিক জনসংখ্যার সমস্যা আর অভাবের দেশ বাংলাদেশ,
তারি মধ্যে চলচল করে কালনী এক্সপ্রেস।।


Sunday, May 8, 2016

কালনী নদীর আনাড়ি মাঝি

 কালনী নদীর আনাড়ি মাঝি

কালনী নদীর বৈশাখী পানি
ছোট্ট আমার ডিঙ্গি খানি
শখের বশে বৈঠা টানি
আনাড়ি এক মাঝি আমি !