Monday, October 19, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ Pundits Keep Kalidasকালিদাস পন্ডিতের ধাঁধাঁ

১।আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ
যে কতি না পারে সে সোনা মুচির বৌ।

২।ময়ূরের পাখ হাতির দাঁত
যে কইতে না পারে সে গাধার জাত।

৩।হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে
রাত দিন জলে বাস করে।

৪।এক খানি পুকুরে কই গুর গুর করেেএমন বাপের পুত নাই নাইমা মাচ ধরে।

৫।আইছি কাজে কইনা লাজে
আছে দুই লরা তার মাঝে।

উত্তর মিলিয়ে নিন:-
১।আখগাছ ২।মুলা ৩।নৌকা ৪।হুক্কা ও ৫।গাভীর দুধ

Monday, October 19, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ Pundits Keep Kalidasকালিদাস পন্ডিতের ধাঁধাঁ

১।আগায় ঝুনঝুনি গোড়ায় মৌ
যে কতি না পারে সে সোনা মুচির বৌ।

২।ময়ূরের পাখ হাতির দাঁত
যে কইতে না পারে সে গাধার জাত।

৩।হাত নাই পা নাই পিঠ দিয়ে চলে
রাত দিন জলে বাস করে।

৪।এক খানি পুকুরে কই গুর গুর করেেএমন বাপের পুত নাই নাইমা মাচ ধরে।

৫।আইছি কাজে কইনা লাজে
আছে দুই লরা তার মাঝে।

উত্তর মিলিয়ে নিন:-
১।আখগাছ ২।মুলা ৩।নৌকা ৪।হুক্কা ও ৫।গাভীর দুধ