Sunday, October 18, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ - ঘেউ ঘেউ করেনা - পাহাড়া দেয় বাড়ী

 কালিদাস পন্ডিতের ধাঁধাঁ


১।ঘেউ ঘেউ করেনা - পাহাড়া দেয় বাড়ী
ভাত জল খায় না - তবু দেহ শীতল ভারী।

২।বাবা নাহি জন্ম দিল জন্ম দিল পরে
ছেলে যখন জন্ম নিল মা ছিলনা ঘরে
কেবা সেই জন্ম দাতা-কে সেই জন
এমন আশ্চর্য কথা শুনিছো কখন?

৩।আশি টাকার খাসি,নব্বই টাকার বই
এক পিঠ দেখা যায় আরেক পিঠ কই ?

৪।আখেরি দুশমনের আপশ
ভিতরে চামড়া উপরে গোস!

৫।তেল চুক চুক পাতা,ফলের উপর কাঁটা
পাকলে হয় মধুর মতো,বিচি গোটা গোটা ।

উত্তর মিলিয়ে দেখুন হয় কি না :-১।তালা ২।রামের পুত্র ৩।আকাশ-মাটি ৪।মুরগীর গিলা ৫।কাঁঠাল ।

No comments:

Post a Comment

Sunday, October 18, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ - ঘেউ ঘেউ করেনা - পাহাড়া দেয় বাড়ী

 কালিদাস পন্ডিতের ধাঁধাঁ


১।ঘেউ ঘেউ করেনা - পাহাড়া দেয় বাড়ী
ভাত জল খায় না - তবু দেহ শীতল ভারী।

২।বাবা নাহি জন্ম দিল জন্ম দিল পরে
ছেলে যখন জন্ম নিল মা ছিলনা ঘরে
কেবা সেই জন্ম দাতা-কে সেই জন
এমন আশ্চর্য কথা শুনিছো কখন?

৩।আশি টাকার খাসি,নব্বই টাকার বই
এক পিঠ দেখা যায় আরেক পিঠ কই ?

৪।আখেরি দুশমনের আপশ
ভিতরে চামড়া উপরে গোস!

৫।তেল চুক চুক পাতা,ফলের উপর কাঁটা
পাকলে হয় মধুর মতো,বিচি গোটা গোটা ।

উত্তর মিলিয়ে দেখুন হয় কি না :-১।তালা ২।রামের পুত্র ৩।আকাশ-মাটি ৪।মুরগীর গিলা ৫।কাঁঠাল ।

No comments:

Post a Comment