Showing posts with label Grameenphone - গ্রামিণ ফোন. Show all posts
Showing posts with label Grameenphone - গ্রামিণ ফোন. Show all posts

Wednesday, July 12, 2017

মোবাইল অপারেটরদের সীমে নেট ওয়ার্ক অভিজ্ঞতা



মোবাইল অপারেটরদের সীমে নেট ওয়ার্ক অভিজ্ঞতা

১।বাংলা লিংক : কমলালেবুর মতো মজার ছিল যখন সকাল -১০ ফ্রি নেট চালানো যেতো অল্প টাকা রিচার্জে যথেষ্ট ইন্টারনেট জিবি পাওয়া যেতো। অল্প টাকা রিচার্জে মেয়াদ বাড়নো যেতোকিন্তু এখন কমলার বাকল তিতা , যখন বলে ,৫০ টাকা ইউজ করেন তারপর ১৯ টাকা রিচার্জে জিবি পাবেন কথা দিয়ে কথা রাখলা না !.. কমলা তুমি বাকলে তিতা !

২। গ্রামিণ ফোন : নীল আকাশের মুক্ত বিহঙ্গের মতো..চলো যাই বহু দূর.. এর মতো ভাল ছিল। যখন মেসেজ দিয়ে দিয়ে সামান্য টাকার বিনিময়ে আন লিমিটেড নেট ডাটা করা যেতো ..২০/৩০ জিবির চেয়েও বেশী ! আর ফ্লেক্সি প্ল্যানে ডাটা টকটাইমের মেয়াদ বাড়ানো যেতো সামান্য টাকায় তারপর গ্রামিণ ফোন কথা দিয়ে কথা রাখলো না মনে হলো বহু দূরের মুক্ত সুন্দর আকাশ শুধু নীল নয়, বেঈমানীর রংও নীল হয় মনে হতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নীল গ্রামীণ ফোনের নীল মিলেমিশে একাকার গরীব বাঙ্গালীর সেবা নয় ব্যবসায় শোষন করাই মুখ্য

৩।ইয়ারটেল : চমকপ্রদ অফার ১৮ জিবি ৩জি ডাটা ! আহা কি বলব !.. অফার নয় , যেন হাতে চাঁদ ধরার মতো হাতছানি। খুশী আর কারে কয়, নিলাম দুইখান। লেকিন দৈনিক ৩০০ এমবি ব্যবহার করার পর মনে হবে জীবন সুখবিহীন,অর্থহীন ,স্থবির.. যেনো হঠাৎ ভারতীয় কাঁটাতারের বেড়া দিয়েছে কেউ প্রবেশ নিষেধ এর সতর্কতার মেসেজ এই মর্মে প্রদর্শিত হবে যে , আপনার দৈনিক ৩০০ এমবি শেষ হয়েছে , ইন্টারনেট প্যাকেজ এই.. নিন ইত্যাদি ম্যাসেজ নয় যেনো ভারতীয় বি এস এফ এর গুলির মতো নির্দয় উপহাস , বিরক্তির অপেক্ষা আগামী দিনের সদয় দানের ৩০০ এমবি জন্য তখন মনে হতে পারে, ইহা এম বি নয় যেনো চুক্তির প্রার্থীত ফারাক্কা বাধের পানি ! মনে হতে পারে টাকাটা জলেই গেল , এর চেয়ে গরুরগাড়ী (২জি) উত্তম ছিল

৪।রবি : এই তিনে অতিষ্ট হয়ে রবি নিতে যাই !
রবির আলোতে নিশ্চই ফাঁকিবাজী চলে না, চলবে না। কিন্তু ২০ টি সীমে সংখ্যা পূরণ হওয়ায় আর কোন সীম নেয়া যায় না ! আরেক রাষ্ট্রীয় তামাশা ইন্টার নেটের দাম কমাবে না , সহজ লভ্যও হবে না। গুগল মামা না কি শিক্ষক। তবে শিক্ষকের সাথে দেখা বন্ধ কেন জনাব/জনাবা ? জাতিকে মুর্খ প্রতিবন্ধী রাখার একী চক্রান্ত ? নাহ,ঘোর অন্যায় এরুপ চলতে পারে না জাগো বীর বাঙ্গালী,আর শোষন বৈষম্য নয়। আন্দোলন,আন্দোলন তখন মনে পড়লো আন্দোলনের অপর নাম জঙ্গী দমন দশানন রাবন নই ,ধরে মাথা একটা। অতএব বুবু খুব ভাল ,দেশটা ভালই চালাচ্ছেন.. আসলেই বাংলাদেশে জঙ্গী ভরে গেছে । আঙ্গুলের ছাপ ডিজিটালে আর কাজে লাগে না .. !? অপর কোন মোবাইল কোম্পানীর সীমের অভিজ্ঞতা অর্জন সম্ভব হলো না
জয় বাংলা ।।
এবার আপনাদের অভিজ্ঞতা বলুন ...

Showing posts with label Grameenphone - গ্রামিণ ফোন. Show all posts
Showing posts with label Grameenphone - গ্রামিণ ফোন. Show all posts

Wednesday, July 12, 2017

মোবাইল অপারেটরদের সীমে নেট ওয়ার্ক অভিজ্ঞতা



মোবাইল অপারেটরদের সীমে নেট ওয়ার্ক অভিজ্ঞতা

১।বাংলা লিংক : কমলালেবুর মতো মজার ছিল যখন সকাল -১০ ফ্রি নেট চালানো যেতো অল্প টাকা রিচার্জে যথেষ্ট ইন্টারনেট জিবি পাওয়া যেতো। অল্প টাকা রিচার্জে মেয়াদ বাড়নো যেতোকিন্তু এখন কমলার বাকল তিতা , যখন বলে ,৫০ টাকা ইউজ করেন তারপর ১৯ টাকা রিচার্জে জিবি পাবেন কথা দিয়ে কথা রাখলা না !.. কমলা তুমি বাকলে তিতা !

২। গ্রামিণ ফোন : নীল আকাশের মুক্ত বিহঙ্গের মতো..চলো যাই বহু দূর.. এর মতো ভাল ছিল। যখন মেসেজ দিয়ে দিয়ে সামান্য টাকার বিনিময়ে আন লিমিটেড নেট ডাটা করা যেতো ..২০/৩০ জিবির চেয়েও বেশী ! আর ফ্লেক্সি প্ল্যানে ডাটা টকটাইমের মেয়াদ বাড়ানো যেতো সামান্য টাকায় তারপর গ্রামিণ ফোন কথা দিয়ে কথা রাখলো না মনে হলো বহু দূরের মুক্ত সুন্দর আকাশ শুধু নীল নয়, বেঈমানীর রংও নীল হয় মনে হতে পারে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর নীল গ্রামীণ ফোনের নীল মিলেমিশে একাকার গরীব বাঙ্গালীর সেবা নয় ব্যবসায় শোষন করাই মুখ্য

৩।ইয়ারটেল : চমকপ্রদ অফার ১৮ জিবি ৩জি ডাটা ! আহা কি বলব !.. অফার নয় , যেন হাতে চাঁদ ধরার মতো হাতছানি। খুশী আর কারে কয়, নিলাম দুইখান। লেকিন দৈনিক ৩০০ এমবি ব্যবহার করার পর মনে হবে জীবন সুখবিহীন,অর্থহীন ,স্থবির.. যেনো হঠাৎ ভারতীয় কাঁটাতারের বেড়া দিয়েছে কেউ প্রবেশ নিষেধ এর সতর্কতার মেসেজ এই মর্মে প্রদর্শিত হবে যে , আপনার দৈনিক ৩০০ এমবি শেষ হয়েছে , ইন্টারনেট প্যাকেজ এই.. নিন ইত্যাদি ম্যাসেজ নয় যেনো ভারতীয় বি এস এফ এর গুলির মতো নির্দয় উপহাস , বিরক্তির অপেক্ষা আগামী দিনের সদয় দানের ৩০০ এমবি জন্য তখন মনে হতে পারে, ইহা এম বি নয় যেনো চুক্তির প্রার্থীত ফারাক্কা বাধের পানি ! মনে হতে পারে টাকাটা জলেই গেল , এর চেয়ে গরুরগাড়ী (২জি) উত্তম ছিল

৪।রবি : এই তিনে অতিষ্ট হয়ে রবি নিতে যাই !
রবির আলোতে নিশ্চই ফাঁকিবাজী চলে না, চলবে না। কিন্তু ২০ টি সীমে সংখ্যা পূরণ হওয়ায় আর কোন সীম নেয়া যায় না ! আরেক রাষ্ট্রীয় তামাশা ইন্টার নেটের দাম কমাবে না , সহজ লভ্যও হবে না। গুগল মামা না কি শিক্ষক। তবে শিক্ষকের সাথে দেখা বন্ধ কেন জনাব/জনাবা ? জাতিকে মুর্খ প্রতিবন্ধী রাখার একী চক্রান্ত ? নাহ,ঘোর অন্যায় এরুপ চলতে পারে না জাগো বীর বাঙ্গালী,আর শোষন বৈষম্য নয়। আন্দোলন,আন্দোলন তখন মনে পড়লো আন্দোলনের অপর নাম জঙ্গী দমন দশানন রাবন নই ,ধরে মাথা একটা। অতএব বুবু খুব ভাল ,দেশটা ভালই চালাচ্ছেন.. আসলেই বাংলাদেশে জঙ্গী ভরে গেছে । আঙ্গুলের ছাপ ডিজিটালে আর কাজে লাগে না .. !? অপর কোন মোবাইল কোম্পানীর সীমের অভিজ্ঞতা অর্জন সম্ভব হলো না
জয় বাংলা ।।
এবার আপনাদের অভিজ্ঞতা বলুন ...