Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব

No comments:

Post a Comment

Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব

No comments:

Post a Comment