Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

No comments:

Post a Comment

Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

No comments:

Post a Comment