Saturday, September 12, 2015

গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

No comments:

Post a Comment

Saturday, September 12, 2015

গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

No comments:

Post a Comment