Wednesday, December 2, 2015

Grass Flower Poetry ঘাসফুলের কবিতা

 Grass Flowers Poetry

Grass Flowers

Grass flowers are in
Everyone goes to the tread,
There is joy in the mind's eye sees the flower of grass,
They do so by the day, having acquired a sigh of relief
Inebriate sense of combinations of green grass flowers across the horizon in mind.
Bright flowers on the lawn of her pure beauty
There was no time to grow into the house,
Its existence is eternal happy with what he took.
Rose flowers on the lawn of one's Hole,
The temptation is to think that her boyfriend saw the roses,
His voice rose thorns do not know.
One day, the rose was the flower of grass appear,
What is beautiful in its color and
Yes eager to flavor,
He rose from his own side stands
What is messing with him, rose lovers!
What about the anxiety that rose lovers!
Oh, the tears produced in the eyes of the rose on intoxication,
Roses could not keep himself up,
No points rose to life again -
Roses come beloved, I am your -
Take me to the edge of the desert.
On that day, the separation of the boiling peas rose,
The air around zero reflective,
Heaven knows there are such; He did not say anything.
Rose was in the hands of lover,
I thought he looked a little shifting,
And so what ; It is not the dazzling water lily?
Then go on the tear threw rose petals
Flowers on the grass.

ঘাসফুলের কবিতা

ঘাসফুল
 ঘাসফুলের অভিযোগ থাকে না
সবাই তাকে মাড়িয়ে চলে গেলেও ,
সবার চোখে ঘাস ফুল দিয়েই মনের মধ্যে সুবাতাস বয়ে যায় ,
তারা তাই  দিনের কাজগুলো করে স্বস্থির নিঃশ্বাস নিয়ে-
দিগন্ত জুড়ে মন মাতানো অবুঝসবুজ  সমাহারের ঘাস ফুল তাদের ।
ঘাস ফুল আলোকিত করে তার নির্মল সৌন্দর্যকে-
বাড়াবাড়ির রূপ তার কোনকালেই ছিল না ,
নিজস্ব অস্থিত্ব যা শাশ্বতের তাতেই সে ধন্য মনে গ্রহণের করে ।
ঘাস ফুলের একদিন গোলাপ হবার বাসনাই হোল ,
গোলাপ প্রেমিকদের দেখে লোভ জাগলো তার মনে ,
গোলাপ কাঁটার  কথা ঘুণাক্ষরেও তার জানার কথা ছিলো  না ।
ঘাস ফুল একদিন গোলাপ হয়ে ফুঁটলো ,
কি রাঙ্গানো তার রঙ আর
কি মাদকতা গন্ধ আকুলের ,
গোলাপ তার নিজের দিকেই যেন চেয়ে থাকে ;
গোলাপ প্রেমিকদের কি টানাটানি যে তাকে নিয়ে !
আহা, কে যেন এসে মাদকতা চোখের কান্না জড়ালো গোলাপের বুকে ,
তার দলগুলোর পরতে পরতে গহীন গাঙের জোয়ার আছড়ে পরে ,
পারে না গোলাপ আর নিজেকে ধরে রাখতে ,
উন্মাদিনী গোলাপের প্রাণ বার বার বলে –
এসো গোলাপ প্রিয় ;আমি যে তোমার -
নিয়ে যাও আমারে  এ’মরু প্রান্তর থেকে ।
সেদিনই ডাল থেকে বিচ্ছেদ হলো ফুটন্ত গোলাপ ,
দিগবিদিক শূন্য হয়ে বাতাসরা কাঁদলো ,
আকাশ জানে এমনি হয়ে থাকে ; কিছু বললো না সে ।
গোলাপটি প্রেমিকের হাতেই ছিলো ,
সে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলো আর ভাবলো ,
এ আর এমন কি ;  চোখ ধাঁধানো জলপদ্ম তো এ’নয় ?
একসময় হেঁটে যেতে যেতে গোলাপ পাপড়িদের ছিঁড়ে ফেলে দিল
ঘাস ফুলের উপরে  ।

— ঝিলি মিলি  অকল্যান্ড, নিউজল্যান্ড

No comments:

Post a Comment

Wednesday, December 2, 2015

Grass Flower Poetry ঘাসফুলের কবিতা

 Grass Flowers Poetry

Grass Flowers

Grass flowers are in
Everyone goes to the tread,
There is joy in the mind's eye sees the flower of grass,
They do so by the day, having acquired a sigh of relief
Inebriate sense of combinations of green grass flowers across the horizon in mind.
Bright flowers on the lawn of her pure beauty
There was no time to grow into the house,
Its existence is eternal happy with what he took.
Rose flowers on the lawn of one's Hole,
The temptation is to think that her boyfriend saw the roses,
His voice rose thorns do not know.
One day, the rose was the flower of grass appear,
What is beautiful in its color and
Yes eager to flavor,
He rose from his own side stands
What is messing with him, rose lovers!
What about the anxiety that rose lovers!
Oh, the tears produced in the eyes of the rose on intoxication,
Roses could not keep himself up,
No points rose to life again -
Roses come beloved, I am your -
Take me to the edge of the desert.
On that day, the separation of the boiling peas rose,
The air around zero reflective,
Heaven knows there are such; He did not say anything.
Rose was in the hands of lover,
I thought he looked a little shifting,
And so what ; It is not the dazzling water lily?
Then go on the tear threw rose petals
Flowers on the grass.

ঘাসফুলের কবিতা

ঘাসফুল
 ঘাসফুলের অভিযোগ থাকে না
সবাই তাকে মাড়িয়ে চলে গেলেও ,
সবার চোখে ঘাস ফুল দিয়েই মনের মধ্যে সুবাতাস বয়ে যায় ,
তারা তাই  দিনের কাজগুলো করে স্বস্থির নিঃশ্বাস নিয়ে-
দিগন্ত জুড়ে মন মাতানো অবুঝসবুজ  সমাহারের ঘাস ফুল তাদের ।
ঘাস ফুল আলোকিত করে তার নির্মল সৌন্দর্যকে-
বাড়াবাড়ির রূপ তার কোনকালেই ছিল না ,
নিজস্ব অস্থিত্ব যা শাশ্বতের তাতেই সে ধন্য মনে গ্রহণের করে ।
ঘাস ফুলের একদিন গোলাপ হবার বাসনাই হোল ,
গোলাপ প্রেমিকদের দেখে লোভ জাগলো তার মনে ,
গোলাপ কাঁটার  কথা ঘুণাক্ষরেও তার জানার কথা ছিলো  না ।
ঘাস ফুল একদিন গোলাপ হয়ে ফুঁটলো ,
কি রাঙ্গানো তার রঙ আর
কি মাদকতা গন্ধ আকুলের ,
গোলাপ তার নিজের দিকেই যেন চেয়ে থাকে ;
গোলাপ প্রেমিকদের কি টানাটানি যে তাকে নিয়ে !
আহা, কে যেন এসে মাদকতা চোখের কান্না জড়ালো গোলাপের বুকে ,
তার দলগুলোর পরতে পরতে গহীন গাঙের জোয়ার আছড়ে পরে ,
পারে না গোলাপ আর নিজেকে ধরে রাখতে ,
উন্মাদিনী গোলাপের প্রাণ বার বার বলে –
এসো গোলাপ প্রিয় ;আমি যে তোমার -
নিয়ে যাও আমারে  এ’মরু প্রান্তর থেকে ।
সেদিনই ডাল থেকে বিচ্ছেদ হলো ফুটন্ত গোলাপ ,
দিগবিদিক শূন্য হয়ে বাতাসরা কাঁদলো ,
আকাশ জানে এমনি হয়ে থাকে ; কিছু বললো না সে ।
গোলাপটি প্রেমিকের হাতেই ছিলো ,
সে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলো আর ভাবলো ,
এ আর এমন কি ;  চোখ ধাঁধানো জলপদ্ম তো এ’নয় ?
একসময় হেঁটে যেতে যেতে গোলাপ পাপড়িদের ছিঁড়ে ফেলে দিল
ঘাস ফুলের উপরে  ।

— ঝিলি মিলি  অকল্যান্ড, নিউজল্যান্ড

No comments:

Post a Comment