Sunday, December 13, 2015

অন্তঃসত্ত্বা হতে সাহায্য করবে হেডফোন!

অন্তঃসত্ত্বা হতে সাহায্য করবে হেডফোন!

যারা সন্তান নিতে গিয়ে অনেক ডাক্তার কবিরাজ করেছেন।কিন্তু কোন সুফল পাননি ।অর্থাৎ সন্তানের দেকা পাননি ।তাদের জন্য সুখবর নিয়ে এসেছে এক প্রকার হেড ফোন।
সম্প্রতি এক্সপ্রেস ডট কোডট ইউকে জানিয়েছে, পরিধানযোগ্য এই হেড ফেনের যন্ত্রটি নারীর দেহের তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। এরপর তা ব্লুটুথের মাধ্যমে ইয়োনো অ্যাপে দেহের তথ্য পাঠিয়ে দেবে; জানিয়ে দেবে, কোন সময় স্বামীর সঙ্গে মিলিত হলে সন্তান আসবে; ট্র্যাক করবে মাসিকের সাইকেল।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ভ্যানেসা জি এই বিশেষ প্রযুক্তি নকশা করেছেন। জি নিজেও অন্তঃসত্ত্বা হওয়ার জন্য এই পদ্ধতির মাধ্যমে চেষ্টা করছিলেন। সফলতার মুখও দেখেছিলেন তিনি।

 এই হেড ফোন প্রযুক্তিটির দাম ধরা হয়েছে ৬৪ ব্রিটিশ পাউন্ড। কিংস্টার নামের একটি প্রযুক্তি কোস্পানি এই হেডফোনের বাণিজ্যিকীকরণে ক্যাম্পেইন চালাচ্ছে। ইতোমধ্যে তারা লক্ষ্য পূরণে সফলতার মুখ দেখেছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলে আশা করছে কোম্পানিটি।

ডেইলিমেইল জানিয়েছে, বিশেষ এই হেডফোন প্রতি রাতে ৭০ বার পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করবে। এরপর সকালে তা অ্যাপে পাঠাবে।প্রয়োজনীয় তথ্যের অ্যানালাইসিস করে অ্যাপ থেকে পরামর্শ চলে যাবে হেড ফোনে।

No comments:

Post a Comment

Sunday, December 13, 2015

অন্তঃসত্ত্বা হতে সাহায্য করবে হেডফোন!

অন্তঃসত্ত্বা হতে সাহায্য করবে হেডফোন!

যারা সন্তান নিতে গিয়ে অনেক ডাক্তার কবিরাজ করেছেন।কিন্তু কোন সুফল পাননি ।অর্থাৎ সন্তানের দেকা পাননি ।তাদের জন্য সুখবর নিয়ে এসেছে এক প্রকার হেড ফোন।
সম্প্রতি এক্সপ্রেস ডট কোডট ইউকে জানিয়েছে, পরিধানযোগ্য এই হেড ফেনের যন্ত্রটি নারীর দেহের তাপমাত্রা পর্যবেক্ষণ করবে। এরপর তা ব্লুটুথের মাধ্যমে ইয়োনো অ্যাপে দেহের তথ্য পাঠিয়ে দেবে; জানিয়ে দেবে, কোন সময় স্বামীর সঙ্গে মিলিত হলে সন্তান আসবে; ট্র্যাক করবে মাসিকের সাইকেল।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ভ্যানেসা জি এই বিশেষ প্রযুক্তি নকশা করেছেন। জি নিজেও অন্তঃসত্ত্বা হওয়ার জন্য এই পদ্ধতির মাধ্যমে চেষ্টা করছিলেন। সফলতার মুখও দেখেছিলেন তিনি।

 এই হেড ফোন প্রযুক্তিটির দাম ধরা হয়েছে ৬৪ ব্রিটিশ পাউন্ড। কিংস্টার নামের একটি প্রযুক্তি কোস্পানি এই হেডফোনের বাণিজ্যিকীকরণে ক্যাম্পেইন চালাচ্ছে। ইতোমধ্যে তারা লক্ষ্য পূরণে সফলতার মুখ দেখেছে। আগামী ডিসেম্বর মাস থেকে এই পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে বলে আশা করছে কোম্পানিটি।

ডেইলিমেইল জানিয়েছে, বিশেষ এই হেডফোন প্রতি রাতে ৭০ বার পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করবে। এরপর সকালে তা অ্যাপে পাঠাবে।প্রয়োজনীয় তথ্যের অ্যানালাইসিস করে অ্যাপ থেকে পরামর্শ চলে যাবে হেড ফোনে।

No comments:

Post a Comment