Wednesday, December 16, 2015

The ideal boy

The ideal boy

When will be the boy of our country
Do not the words of the head of the stars?
Smile on the face of power, strong heart
"Will the big man '- This is his stake.
The danger will actually deal
What is the blood of thy body, the flesh, the soul?
Hands and feet are all people, why the fear around us?
There is consciousness, what is behind it?
Boy why he'd say, words
After the tears, his head would spin?
Sincerely labor, education grant,
The 'great mind' if the welfare of the country.
bangla

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
'মানুষ হইতে হবে'- এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।

No comments:

Post a Comment

Wednesday, December 16, 2015

The ideal boy

The ideal boy

When will be the boy of our country
Do not the words of the head of the stars?
Smile on the face of power, strong heart
"Will the big man '- This is his stake.
The danger will actually deal
What is the blood of thy body, the flesh, the soul?
Hands and feet are all people, why the fear around us?
There is consciousness, what is behind it?
Boy why he'd say, words
After the tears, his head would spin?
Sincerely labor, education grant,
The 'great mind' if the welfare of the country.
bangla

আদর্শ ছেলে

কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
'মানুষ হইতে হবে'- এই তার পণ।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বল, কথায় কথায়
আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়?
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।

No comments:

Post a Comment