Wednesday, December 16, 2015

I do not sing for freedom

I do not sing for freedom

I feel emptiness in the chest,
When I lie hidden under the cover of the shell
You have the freedom song, greet Victory Day,
I see myself feel very helpless
One freedom fighter Tea seller  or sells newspapers for livelihood
The brazen martyr of you to ride on the chest expensive
The brazen expensive car hit on the chest of the martyr.
And I can not sing like the color of the cane antics of victory,
I mean the 30 martyred sigh of December 16,
Dec 16 million meant for me to honor the loss of the mother sows,
To me, freedom means freedom allowance of 600 taka, the heroine disappointment Sakhina,
And
Sidewalks, channeled, canal, pond, bill, cleared from the body on the ground covered with bruises.
They are more terrible than war criminals
Look Hyena , I know you.


****আমি স্বাধীনতার গান গাই না ***

শাখাওয়াত বাবন

বুকের ভেতর শূন্যতা অনুভব করি,
যখন দেখি মিথ্যা খোলসের আবরণে নিজেকে লুকিয়ে
তুমি স্বাধীনতার গান গাও, বিজয় দিবসের শুভেচ্ছা বিলাও,
নিজেকে খুব অসহায় মনে হয় যখন দেখি
কোন মুক্তিযোদ্ধা চা কিংবা পেপার বিক্রি করে
ক্ষুধার তাড়নায়,অথচ নির্লজ্জ তুমি শহীদের বুকের উপর দিয়ে দামি গাড়ি হাকাও ।
তখন আমি তোমাদের মতো রং চঙে সং সেজে বিজয়ের গান গাইতে পারি না,
১৬ ডিসেম্বর মানেই আমার কাছে ৩০ শহীদ পরিবারের দীর্ঘশ্বাস,
১৬ ডিসেম্বর মানেই আমার কাছে ২ লাখ মা বোনে সম্ভ্রম হারানোর কষ্ট,
স্বাধীনতা মানেই আমার কাছে ৬০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা, বীরাঙ্গনা সখিনার হায় হুতাস আর
ফুটপাত, নর্দমায়,খালে, পুকুরে,বিলে, উজাড় হয়ে যাওয়া ভিটায় ক্ষত বিক্ষত লাশ।
সাইদী,মুজাহিদ,গোলাম আযমদের চেয়েও ভয়ানক
হায়নাদের দল আমি চিনি তোমাদের !

No comments:

Post a Comment

Wednesday, December 16, 2015

I do not sing for freedom

I do not sing for freedom

I feel emptiness in the chest,
When I lie hidden under the cover of the shell
You have the freedom song, greet Victory Day,
I see myself feel very helpless
One freedom fighter Tea seller  or sells newspapers for livelihood
The brazen martyr of you to ride on the chest expensive
The brazen expensive car hit on the chest of the martyr.
And I can not sing like the color of the cane antics of victory,
I mean the 30 martyred sigh of December 16,
Dec 16 million meant for me to honor the loss of the mother sows,
To me, freedom means freedom allowance of 600 taka, the heroine disappointment Sakhina,
And
Sidewalks, channeled, canal, pond, bill, cleared from the body on the ground covered with bruises.
They are more terrible than war criminals
Look Hyena , I know you.


****আমি স্বাধীনতার গান গাই না ***

শাখাওয়াত বাবন

বুকের ভেতর শূন্যতা অনুভব করি,
যখন দেখি মিথ্যা খোলসের আবরণে নিজেকে লুকিয়ে
তুমি স্বাধীনতার গান গাও, বিজয় দিবসের শুভেচ্ছা বিলাও,
নিজেকে খুব অসহায় মনে হয় যখন দেখি
কোন মুক্তিযোদ্ধা চা কিংবা পেপার বিক্রি করে
ক্ষুধার তাড়নায়,অথচ নির্লজ্জ তুমি শহীদের বুকের উপর দিয়ে দামি গাড়ি হাকাও ।
তখন আমি তোমাদের মতো রং চঙে সং সেজে বিজয়ের গান গাইতে পারি না,
১৬ ডিসেম্বর মানেই আমার কাছে ৩০ শহীদ পরিবারের দীর্ঘশ্বাস,
১৬ ডিসেম্বর মানেই আমার কাছে ২ লাখ মা বোনে সম্ভ্রম হারানোর কষ্ট,
স্বাধীনতা মানেই আমার কাছে ৬০০ টাকা মুক্তিযোদ্ধা ভাতা, বীরাঙ্গনা সখিনার হায় হুতাস আর
ফুটপাত, নর্দমায়,খালে, পুকুরে,বিলে, উজাড় হয়ে যাওয়া ভিটায় ক্ষত বিক্ষত লাশ।
সাইদী,মুজাহিদ,গোলাম আযমদের চেয়েও ভয়ানক
হায়নাদের দল আমি চিনি তোমাদের !

No comments:

Post a Comment