Saturday, December 5, 2015

The low land areas, plant trees Hijal

The low land areas, plant trees Hijal

The name of this plant tree Hijal.
Hijal (scientific name: Barringtonia acutangula) thick medium-sized long-lived tree. The bark is dark gray and thick. Hijal the fruit of the poisonous, deadly vomit in researcher.
Hijal plant originated in South Asia, Malaysia and Australia.
Hijal medium. Spread around the branches. Usually these aquatic plants are grown in water and mud. From seed to plant. 10 to 15 meters in height.
Hijal flowers are very beautiful. 10-1 cm long filament of the light pink flower blooms hanging. Flowers late at night, early fall. There is some kind of a sweet smell of flowers inebriate mind.
Hijal strong tree vigor. Flooding or severe drought is sustained. Submerged under water for several months, even though the trees have survived Hijal. The tree in the wetlands are used to make fish sanctuaries.
Hijal from the trees of the garden is very nice to see.
The real beauty is found in trees in the garden near the Hijal.
বাংলাদেশের ভাটী অঞ্চলের গাছ হিজল গাছ 

এই গাছ গুলোর নাম হিজল গাছ।
হিজল (বৈজ্ঞানিক নাম:Barringtonia acutangula) মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। বাকল ঘন ছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক।
হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।
হিজল মাঝারি ধরনের। ডালপালার বিস্তার চারদিকে। সাধারণত জলজ কাদা পানিতে এই গাছ জন্মে। বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার।
হিজল ফুল দেখতে খুবই সুন্দর। হালকা গোলাপি রঙের ১০-১২ সেমি লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।
হিজলগাছের প্রাণশক্তি প্রবল। বন্যার পানি কিংবা তীব্র খড়াতেও টিকে থাকে। এমনকি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহৃত হয়।
দূর থেকে হিজল গাছের  বাগান দেখতে খুব সুন্দর ।
আসল সৌন্দর্য পাওয়া যায় হিজল গাছের বাগানের নিকট গেলে।

No comments:

Post a Comment

Saturday, December 5, 2015

The low land areas, plant trees Hijal

The low land areas, plant trees Hijal

The name of this plant tree Hijal.
Hijal (scientific name: Barringtonia acutangula) thick medium-sized long-lived tree. The bark is dark gray and thick. Hijal the fruit of the poisonous, deadly vomit in researcher.
Hijal plant originated in South Asia, Malaysia and Australia.
Hijal medium. Spread around the branches. Usually these aquatic plants are grown in water and mud. From seed to plant. 10 to 15 meters in height.
Hijal flowers are very beautiful. 10-1 cm long filament of the light pink flower blooms hanging. Flowers late at night, early fall. There is some kind of a sweet smell of flowers inebriate mind.
Hijal strong tree vigor. Flooding or severe drought is sustained. Submerged under water for several months, even though the trees have survived Hijal. The tree in the wetlands are used to make fish sanctuaries.
Hijal from the trees of the garden is very nice to see.
The real beauty is found in trees in the garden near the Hijal.
বাংলাদেশের ভাটী অঞ্চলের গাছ হিজল গাছ 

এই গাছ গুলোর নাম হিজল গাছ।
হিজল (বৈজ্ঞানিক নাম:Barringtonia acutangula) মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবী গাছ। বাকল ঘন ছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক।
হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।
হিজল মাঝারি ধরনের। ডালপালার বিস্তার চারদিকে। সাধারণত জলজ কাদা পানিতে এই গাছ জন্মে। বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার।
হিজল ফুল দেখতে খুবই সুন্দর। হালকা গোলাপি রঙের ১০-১২ সেমি লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।
হিজলগাছের প্রাণশক্তি প্রবল। বন্যার পানি কিংবা তীব্র খড়াতেও টিকে থাকে। এমনকি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহৃত হয়।
দূর থেকে হিজল গাছের  বাগান দেখতে খুব সুন্দর ।
আসল সৌন্দর্য পাওয়া যায় হিজল গাছের বাগানের নিকট গেলে।

No comments:

Post a Comment