Monday, November 2, 2015

Green fields of improvised hut

 Green fields of improvised hut

Side of the road to go to the fields,
Cloudy sky on canvas.
Green fields of improvised hut.
Green field and cloudy sky on the ground is very beautiful painting house sluggish.
No one has been made by hobby everywhere in the middle of the field ,this is the hut.
Was made out of necessity to live.
Bangladesh's population is constantly growing.
Children do not live at home before going to rise.
Like the rest of the land is rural house.
It's part of living in the agricultural lands of the hut.
Bangladesh has always housed a kennel or town of residence.
As a result of reduced crop land is missing.
Food production continues to decline.
Being of people living crisis.
The development of a population of more than one cause of disability.
Everywhere in the middle of the field for the life of this kennel was nice to see.
This is the struggle of life and the suffering of those who lived in the house sluggish.
Bangla

সবুজ ফসলের মাঠে সহসা এক কুঁড়ে ঘর

ফসলের মাঠের দিকে চলে যাওয়া রাস্তার পাশে
মেঘলা আকাশের পটে।
সবুজ ফসলের মাঠে সহসা এক কঁড়ে ঘর।
সবুজ মাঠ ও মেঘলা আকাশের পট ভূমিতে  খুব সুন্দর দেখাচ্ছিল কুঁড়ে ঘরটি।
মাঠের মাঝ খানে এই কুঁড়ে ঘরটি কেউ শখ করে বানায়নি।
প্রয়োজনের তাগিদে বসবাসের জন্য বানানো হয়েছে।
প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের জনসংখ্যা।
আগের বাড়ীতে ঠাঁই হচ্ছে না বেড়ে যাওয়া বংশধরদের।
গ্রামেও নেই বাড়ী করার মতো অবশিষ্ট ভূমি।
তাই বসবাসের জন্য নিজের ভাগে পাওয়া ফসলের জমিতে এই কঁড়ে ঘর তৈরী করা ।
এমন কুঁড়ে ঘর বা বসবাসের জনপদ প্রতিনিয়ত ঘড়ে উঠছে বাংলাদেশে।
ফলে কমে যচ্ছে ফসলের জমি।
কমে যাচ্ছে খাদ্য উতপাদন।
তৈরী হচ্ছে মানুষদের জীবন যাত্রার সংকট।
অধিক জনসংখ্যা বাংলাদেশের উন্নয়নের প্রতিবন্ধকতার অন্যতম কারণ।
জীবন ধারণের জন্য মাঠের মাঝ খানে তৈরী এই কুঁড়ে ঘর দেখতে সুন্দর হলেও।
এই কুঁড়ে ঘরে বসবাস কারীদের জীবন হয় সংগ্রামের ও কষ্টের।

No comments:

Post a Comment

Monday, November 2, 2015

Green fields of improvised hut

 Green fields of improvised hut

Side of the road to go to the fields,
Cloudy sky on canvas.
Green fields of improvised hut.
Green field and cloudy sky on the ground is very beautiful painting house sluggish.
No one has been made by hobby everywhere in the middle of the field ,this is the hut.
Was made out of necessity to live.
Bangladesh's population is constantly growing.
Children do not live at home before going to rise.
Like the rest of the land is rural house.
It's part of living in the agricultural lands of the hut.
Bangladesh has always housed a kennel or town of residence.
As a result of reduced crop land is missing.
Food production continues to decline.
Being of people living crisis.
The development of a population of more than one cause of disability.
Everywhere in the middle of the field for the life of this kennel was nice to see.
This is the struggle of life and the suffering of those who lived in the house sluggish.
Bangla

সবুজ ফসলের মাঠে সহসা এক কুঁড়ে ঘর

ফসলের মাঠের দিকে চলে যাওয়া রাস্তার পাশে
মেঘলা আকাশের পটে।
সবুজ ফসলের মাঠে সহসা এক কঁড়ে ঘর।
সবুজ মাঠ ও মেঘলা আকাশের পট ভূমিতে  খুব সুন্দর দেখাচ্ছিল কুঁড়ে ঘরটি।
মাঠের মাঝ খানে এই কুঁড়ে ঘরটি কেউ শখ করে বানায়নি।
প্রয়োজনের তাগিদে বসবাসের জন্য বানানো হয়েছে।
প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের জনসংখ্যা।
আগের বাড়ীতে ঠাঁই হচ্ছে না বেড়ে যাওয়া বংশধরদের।
গ্রামেও নেই বাড়ী করার মতো অবশিষ্ট ভূমি।
তাই বসবাসের জন্য নিজের ভাগে পাওয়া ফসলের জমিতে এই কঁড়ে ঘর তৈরী করা ।
এমন কুঁড়ে ঘর বা বসবাসের জনপদ প্রতিনিয়ত ঘড়ে উঠছে বাংলাদেশে।
ফলে কমে যচ্ছে ফসলের জমি।
কমে যাচ্ছে খাদ্য উতপাদন।
তৈরী হচ্ছে মানুষদের জীবন যাত্রার সংকট।
অধিক জনসংখ্যা বাংলাদেশের উন্নয়নের প্রতিবন্ধকতার অন্যতম কারণ।
জীবন ধারণের জন্য মাঠের মাঝ খানে তৈরী এই কুঁড়ে ঘর দেখতে সুন্দর হলেও।
এই কুঁড়ে ঘরে বসবাস কারীদের জীবন হয় সংগ্রামের ও কষ্টের।

No comments:

Post a Comment