Sunday, August 16, 2015

৫০০ বছরের পূরানো মোঘল সম্রাট আকবরের আমলের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার !



প্রায় ৫০০ বছর আগের স্বর্ণখচিত কোরআন পাওয়া গেছে করেছে ভারতের মহীশুরে। এই খণ্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। যার সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। ধারণা করা হচ্ছে, পবিত্র কোরআনের খণ্ডটি মোঘল সম্রাট আকবরের আমলের। সে হিসেবে প্রায় ৫০০ বছর বয়স হবে এই গ্রন্থের। 
     ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ আলী বলেন, পবিত্র কোরআনের কপিটি তুর্কি জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চেয়েও পুরোনো। তাঁর মতে, ১০৫০ সাল থেকে ১৬০৫ সালের মধ্যে এটি লেখা হয়েছিল। গ্রন্থটি সম্ভবত তুরস্ক কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মহীশূরের পুলিশ কর্মকর্তা অভিনব খারে জানান, ‘চোরাকারবারিদের একটি দল প্রাচীন এই গ্রন্থটি পাঁচ কোটি রুপির বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। তারা দাবি করছিল, কোরআনটি সম্রাট আকবরের। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে।ওই চক্রটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে।

No comments:

Post a Comment

Sunday, August 16, 2015

৫০০ বছরের পূরানো মোঘল সম্রাট আকবরের আমলের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার !



প্রায় ৫০০ বছর আগের স্বর্ণখচিত কোরআন পাওয়া গেছে করেছে ভারতের মহীশুরে। এই খণ্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। যার সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। ধারণা করা হচ্ছে, পবিত্র কোরআনের খণ্ডটি মোঘল সম্রাট আকবরের আমলের। সে হিসেবে প্রায় ৫০০ বছর বয়স হবে এই গ্রন্থের। 
     ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ আলী বলেন, পবিত্র কোরআনের কপিটি তুর্কি জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চেয়েও পুরোনো। তাঁর মতে, ১০৫০ সাল থেকে ১৬০৫ সালের মধ্যে এটি লেখা হয়েছিল। গ্রন্থটি সম্ভবত তুরস্ক কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মহীশূরের পুলিশ কর্মকর্তা অভিনব খারে জানান, ‘চোরাকারবারিদের একটি দল প্রাচীন এই গ্রন্থটি পাঁচ কোটি রুপির বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। তারা দাবি করছিল, কোরআনটি সম্রাট আকবরের। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে।ওই চক্রটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে।

No comments:

Post a Comment