Friday, August 7, 2015

The name of the white poison milk!

                  The name of the white poison milk! 

Three of our diet, "white poison 'there.
 These include:
Salt,
 Refined sugar
Flour.
The fourth is the name of the poison milk is very nutritious as well.
However, milk is not authentic,
This kind of material is mixed in the milk market,
Of course, the milk-white poison.
Knowing or not knowing a lot of adulterated milk harmful components are mixed.
Mixed with adulterated man have no idea about the loss of life.
 Initially, the buyer can not detect adulteration.
During the large-scale adulteration of milk containers are depicted in the commercial.
 This process reduces the amount of milk and cream are removed.
 The buyer may not understand it, for it is mixed with water.
 Taste, density and viscosity to maintain a more mixed
Formalin,

  Urea,

  Starch,

neutralizar

Chloride,

  skimmed milk powder,

  Sucrose, glucose / dextrose and

  hydrogen peroxide.
Milk producing country in the world is an Indian.
Most of the marketing of adulterated milk.
  Mix the milk detergent harmful to health.
  The market for detergents has been found in the milk of 8 percent.
  Other widely used in the adulteration of the material
Urea,
Starch,
  Glucose and
  Formalin.
All samples were collected in 1791 from the Indian market adulterated samples were found.
Such material can impair the body's various organs.
  Milk may be the cause of death from cancer.
Milk nutritious food.
  But if it is adulterated undoubtedly be characterized as a white poison.
 
-Internet

দুধ এখন সাদা বিষ হয়ে যাচ্ছে !

আমাদের খাদ্যতালিকায় তিনটি 'সাদা বিষ' রয়েছে।
 এগুলো হলো-
লবণ,
 পরিশোধিত চিনি এবং
ময়দা।
চতুর্থ বিষ হিসেবে অতি পুষ্টিকর দুধের নাম বলা যায় ।
তবে খাঁটি দুধ নয়,
এতে নানা ধরনের উপাদান মিশিয়ে যে দুধ বাজারে ছাড়া হয়,
সেই দুধটি নিঃসন্দেহে সাদা বিষ।
দুধে  জ্ঞাত বা অজ্ঞাতসারে নানা ক্ষতিকর ভেজাল উপাদান মিশানো হয়।
সে সম্পর্কে ভেজালকারীর কোনো ধারণা নেই।
 ক্রেতা প্রাথমিক অবস্থায় এই ভেজাল শনাক্ত করতে পারেন না।
বাণিজ্যিকভাবে দুধে ভেজালের সময় বড় আকারের পাত্রে তা ফোটানো হয়।
 এ প্রক্রিয়ায় দুধের ক্রিমের পরিমাণ কমিয়ে ফেলা হয়।
 ক্রেতা যেন বুঝতে না পারে সে জন্যে এতে পানি মেশানো হয়।
 এর স্বাদ, ঘনত্ব এবং সান্দ্রতা বজায় রাখতে আরো মেশানো হয়

ফরমালিন,

 ইউরিয়া,

 স্টার্চ,

 নিউট্রালাইজার

ক্লোরাইড,

 স্কিম মিল্ক পাউডার,

 সুক্রোজ, গ্লুকোজ/ডেক্সট্রোজ এবং

 হাইড্রোজেন পার অক্সাইড।

বিশ্বের সবচেয়ে দুধ উৎপাদনকারী দেশের একটি ভারত।
ভারতের  বাজারজাত অধিকাংশ দুধই ভেজাল ।
 ডিটারজেন্ট মিশ্রিত দুধ স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর।
 ভারতের  বাজারের ৮ শতাংশ দুধে ডিটারজেন্ট পাওয়া গেছে।
 অন্যান্য বহুল ব্যবহৃত ভেজাল করার উপাদান হলো
 ইউরিয়া,
স্টার্চ,
 গ্লুকোজ এবং
 ফর্মালিন।
ভারতের বাজার থেকে সংগ্রহ করা ১৭৯১টি নমুনার সকল নমুনায় ভেজাল পাওয়া যায় হয়।
এ ধরনের উপাদান দেহের বিভিন্ন প্রত্যঙ্গে ক্ষতিসাধন করতে পারে।
 ক্যান্সার থেকে শুরু করে মৃত্যুর কারণ হতে পারে দুধ।
দুধ পুষ্টিকর খাদ্য।
 কিন্তু এতে ভেজাল মিশ্রিত থাকলে তা নিঃসন্দেহে সাদা বিষ হিসেবে চিহ্নিত হতে পারে।
 
-সূত্র -ইন্টার নেট


No comments:

Post a Comment

Friday, August 7, 2015

The name of the white poison milk!

                  The name of the white poison milk! 

Three of our diet, "white poison 'there.
 These include:
Salt,
 Refined sugar
Flour.
The fourth is the name of the poison milk is very nutritious as well.
However, milk is not authentic,
This kind of material is mixed in the milk market,
Of course, the milk-white poison.
Knowing or not knowing a lot of adulterated milk harmful components are mixed.
Mixed with adulterated man have no idea about the loss of life.
 Initially, the buyer can not detect adulteration.
During the large-scale adulteration of milk containers are depicted in the commercial.
 This process reduces the amount of milk and cream are removed.
 The buyer may not understand it, for it is mixed with water.
 Taste, density and viscosity to maintain a more mixed
Formalin,

  Urea,

  Starch,

neutralizar

Chloride,

  skimmed milk powder,

  Sucrose, glucose / dextrose and

  hydrogen peroxide.
Milk producing country in the world is an Indian.
Most of the marketing of adulterated milk.
  Mix the milk detergent harmful to health.
  The market for detergents has been found in the milk of 8 percent.
  Other widely used in the adulteration of the material
Urea,
Starch,
  Glucose and
  Formalin.
All samples were collected in 1791 from the Indian market adulterated samples were found.
Such material can impair the body's various organs.
  Milk may be the cause of death from cancer.
Milk nutritious food.
  But if it is adulterated undoubtedly be characterized as a white poison.
 
-Internet

দুধ এখন সাদা বিষ হয়ে যাচ্ছে !

আমাদের খাদ্যতালিকায় তিনটি 'সাদা বিষ' রয়েছে।
 এগুলো হলো-
লবণ,
 পরিশোধিত চিনি এবং
ময়দা।
চতুর্থ বিষ হিসেবে অতি পুষ্টিকর দুধের নাম বলা যায় ।
তবে খাঁটি দুধ নয়,
এতে নানা ধরনের উপাদান মিশিয়ে যে দুধ বাজারে ছাড়া হয়,
সেই দুধটি নিঃসন্দেহে সাদা বিষ।
দুধে  জ্ঞাত বা অজ্ঞাতসারে নানা ক্ষতিকর ভেজাল উপাদান মিশানো হয়।
সে সম্পর্কে ভেজালকারীর কোনো ধারণা নেই।
 ক্রেতা প্রাথমিক অবস্থায় এই ভেজাল শনাক্ত করতে পারেন না।
বাণিজ্যিকভাবে দুধে ভেজালের সময় বড় আকারের পাত্রে তা ফোটানো হয়।
 এ প্রক্রিয়ায় দুধের ক্রিমের পরিমাণ কমিয়ে ফেলা হয়।
 ক্রেতা যেন বুঝতে না পারে সে জন্যে এতে পানি মেশানো হয়।
 এর স্বাদ, ঘনত্ব এবং সান্দ্রতা বজায় রাখতে আরো মেশানো হয়

ফরমালিন,

 ইউরিয়া,

 স্টার্চ,

 নিউট্রালাইজার

ক্লোরাইড,

 স্কিম মিল্ক পাউডার,

 সুক্রোজ, গ্লুকোজ/ডেক্সট্রোজ এবং

 হাইড্রোজেন পার অক্সাইড।

বিশ্বের সবচেয়ে দুধ উৎপাদনকারী দেশের একটি ভারত।
ভারতের  বাজারজাত অধিকাংশ দুধই ভেজাল ।
 ডিটারজেন্ট মিশ্রিত দুধ স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর।
 ভারতের  বাজারের ৮ শতাংশ দুধে ডিটারজেন্ট পাওয়া গেছে।
 অন্যান্য বহুল ব্যবহৃত ভেজাল করার উপাদান হলো
 ইউরিয়া,
স্টার্চ,
 গ্লুকোজ এবং
 ফর্মালিন।
ভারতের বাজার থেকে সংগ্রহ করা ১৭৯১টি নমুনার সকল নমুনায় ভেজাল পাওয়া যায় হয়।
এ ধরনের উপাদান দেহের বিভিন্ন প্রত্যঙ্গে ক্ষতিসাধন করতে পারে।
 ক্যান্সার থেকে শুরু করে মৃত্যুর কারণ হতে পারে দুধ।
দুধ পুষ্টিকর খাদ্য।
 কিন্তু এতে ভেজাল মিশ্রিত থাকলে তা নিঃসন্দেহে সাদা বিষ হিসেবে চিহ্নিত হতে পারে।
 
-সূত্র -ইন্টার নেট


No comments:

Post a Comment