দিন যায় কথা থাকে
Din Jay Kotha Thake
দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
চলে যাবার আগে ভাবলো না
সেকথা লেখা আছে বুকে।
সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া “চোখ গেলো” বলে ডাকে
সে জ্বালা-যন্ত্রণা কাউকে বোলবো না,
বলবো আছি কী যে সুখে।।
মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।
কি আছে পাওনা, তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।।
শিল্পীঃ সুবীর নন্দী,কনকচাঁপা ও কিশোর
বছরঃ১৯৭৯
If the day of the
He's not that bad with words
No thought had gone before
The keeper's chest.
Tonight he draws fire-Alpana
In memory of the Nightingale "was eye" call
He is one of bolabo not irritated,
What I am happy to say that ..
You Thackeray manapakhi cage,
I've already come to terms with grief.
What owe a debt to him
He said he Chuke account ..
Singer- Subir Nandi, kanakacampa
and Kishor
No comments:
Post a Comment