ফিনিশ প্রধানমন্ত্রী
ইউহা সিপিলা তার ব্যবহৃত ঘড়টি উদ্বাস্তুদের খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। ফিনল্যান্ডের
উত্তরাঞ্চলের বৃহত্তর নগর অউলুর নিকটে "কেমপেলে" তে প্রধানমন্ত্রীর এই বাড়িটি।
তিনি অবকাশ যাপনকালে মাঝেমাঝে এ বাড়িটি ব্যবহার করে থাকেন।
ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলার বাড়ী |
অউলু শহরে উদ্বাস্তুদের
খোঁজখবর নিতে এসে স্থানীয় শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রের অভ্যর্থকদের নিকট শরণার্থীদের
ব্যাবহারের জন্য প্রধানমন্ত্রী ইউহা সিপিলা এ বাড়িটি হস্তান্তর করেন। স্ত্রী মিন্না
মারিয়া সিপিলার অভিপ্রায়ে ও পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী
ইউহা সিপিলা ও তাঁর স্ত্রী মিন্না মারিয়া সিপিলা |
ফিনল্যান্ডে
আগত কয়েক হাজার শরণার্থী ও অভিবাসীদের আবাসন সংকটের তীব্রতা ও মানুষের ভোগান্তির সমাধানে
তার এই সিদ্ধান্ত ফিনিশদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী সিপিলা উল্লেখ করেন।
শরণার্থীরা সাগর দিয়ে আসছেন |
অনেকে দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করছেন |
অউলুর শরণার্থী
অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি দেশটির সকল গীর্জা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে
শরণার্থীদের ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলায় এগিয়ে আসারও আহবান জানান।
No comments:
Post a Comment