অনেকেই জীবনে
অতীতের বাংলাদেশে ব্যবহৃত টাকার নোটগুলো দেখেননি
অনেকে হয়তো
কিছু দেখার সুযোগ পেয়েছেন এবং ব্যবহার করেছেনেও
সেগুলো আজ আমাদের
স্মৃতি হয়ে রয়েছে মনের পটে ।
সেই পূরানো
সুখ স্মৃতি রোমন্থনের জন্য
ছবি সহ বাংলাদেশের
টাকার ইতিহাস আপনাদের জন্য পেশ করা হলো।
আশা করি আপনাদের
ভাল লাগবে।
ধন্যবাদ।
এক টাকা।
বাংলাদেশ স্বাধীনতা লাভের
পর কিছু
দিন পাকিস্তানী
এই ১
রূপী প্রচলিত
ছিল ।
পরবর্তীতে ১৯৭২ সালের
৪ঠা মার্চ
বাংলাদেশী ১ টাকার নোট বাজারে ছাড়া
হয় ।
এরপর ১৯৭৩ সালের
১৮ই ডিসেম্বর
পুনরায় আরেকটি
১ টাকার
নোট ইস্যু
হয় ।
পরবর্তীতে ১৯৭৯ সালের
৩রা সেপ্টেম্বর
"রয়েল বেঙ্গল টাইগার"-এর জলছাপ
সম্বলিত ১
টাকার নোট
ইস্যু হয়।
১৯৭৫ সালে "নিকেল-কপার" দ্বারা
তৈরী ১
টাকার কয়েন
ইস্যু হয়েছিল
।
এরপর ১৯৯৩ সালের
৯ই মে
পুনরায় ১
টাকার কয়েন
ইস্যু হয়। পরবর্তীতে
এর আকৃতি
এবং রঙ
৩ বার
পরিবর্তন করা
হয় ।
দুই
টাকা
১৯৮৮ সালের ২৯ই
ডিসেম্বর এই
বাজারে ছাড়া হয় ।
এরপর ২০১১ সালের
৯ই আগস্ট
এই ২
টাকা ইস্যু
হয় ।
একপাশে শহীদ মিনার, অন্যপাশে গাছের ডালে বসে থাকা দোয়েল। খুব সাধারন এক দৃশ্য। কোথায় দেখছেন মনে করেন।মনে পরেছে? হ্যা আমি দুই টাকার বাংলাদেশি নোটের কথা বলছি।এক জরিপে সবেচেয়ে সুন্দর নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ২ টাকা।দ্বিতীয় স্থানে আছে সাও টোমের (São Tomé and Príncipe) ৫০ হাজার মূল্যমানের ডোবরা নোট। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে বাহামার ১ ডলারের নোট এবং বাহরাইনের ৫ দিনারের নোট। জরিপটি পরিচালনা করেছে রাশিয়ার একটি অনলাইন বিনোদন কেন্দ্র।
তালিকায় পঞ্চম স্থানে আছে জর্জিয়ার ১০ লরি নোট, ষষ্ঠ স্থানে ১০ হংকং ডলার, সপ্তম স্থানে ১০ কুক আইল্যান্ড ডলার, অষ্টম স্থানে ৫০ ইসরাইলি শেকেল, নবম স্থানে ২০ হাজার আইল্যান্ড ক্রোনা নোট এবং ও দশম স্থানে আছে ৫০ ফেরো আইল্যান্ড ক্রোনার্স নোট। এছাড়া এ তালিকায় একাদশ থেকে
বিংশ অবস্থানে আছে
নিউজিল্যান্ড, রোমানিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, কমোরোস,
ফ্রেঞ্চ পলিনেশিয়া,
সুইজারল্যান্ড, সুইডেন, জ্যামাইকা এবং জাপানের
নোট।
২০১৩ সালের ৩ এপ্রিল থেকে
বঙ্গবন্ধুর ছবি
সহ ২ টাকা ইস্যু হয় ।
২০০৪ সালে "স্টীল"-এর তৈরী
২ টাকার
কয়েন ইস্যু
হয় ।
পাঁচ টাকা
১৯৭২ সালের ৪ঠা
মার্চ প্রথম
৫ টাকার
নোট ইস্যু
হয় ।
পরবর্তীতে ১৯৭৩ সালের
১লা সেপ্টেম্বর
এবং ১৯৭৪
সালে "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান"
- এর ছবি
সম্বলিত আরো
দু'টি
নোট ইস্যু
হয় ।
১৯৭৬ সালের ১১ই
অক্টোবর "তারা মসজিদ"-এর ছবি
সম্বলিত নোট
ইস্যু হয় ।
১৯৭৮ সালের ২রা
মে "তারা
মসজিদ"-এর পরিবর্তে "কুসুম বাগ
মসজিদের মেহরাব"-এর ছবি
সম্বলিত নোট
ইস্যু পার্থক্য
হল নোটটিতে
৩মিমি চওড়া
নিরাপত্তা সূতা ব্যবহার করা হয় ।
২০০৬ সালের ৮ই
অক্টোবর এই নোটটি ইস্যু হয় ।
এরপর ২০১১ সালের
৯ই আগস্ট
এই নোটটি
ইস্যু হয়
।
১৯৯৩ সালের ১লা
অক্টোবর ৫
টাকার কয়েন
ইস্যু হয়
।
দশ টাকা
১৯৭২ সালের ৪ঠা
মার্চ প্রথম
১০ টাকার
নোট বাজারে
ছাড়া হয় ।
১৯৭২ সালের ২রা
জুন এবং
১৯৭৩ সালের
১৫ই অক্টোবর
নোটটি ইস্যু
হয়।
১৯৭৩ সালের ১৫ই
অক্টোবর নোটটি
ইস্যু হয়।
১৯৭৬ সালের ১১ই
অক্টোবর "তারা মসজিদ"-এর ছবি
সম্বলিত নোট
ইস্যু হয়।
পরবর্তীতে ১৯৭৮ সালের
৩রা আগস্ট
এবং ১৯৮২
সালের ৩রা
সেপ্টেম্বর "আতিয়া জামে
মসজিদ" -এর ছবি সম্বলিত নোট
ইস্যু হয়।
১৯৭৮ সালের ৩রা
আগস্ট এবং
১৯৮২ সালের
৩রা সেপ্টেম্বর
"আতিয়া জামে মসজিদ" -এর ছবি
সম্বলিত নোট ইস্যু হয়।
১৯৯৭ সালের ১১ই
ডিসেম্বর "লালবাগ কেল্লা মসজিদ"-এর
ছবি সম্বলিত
নোট ইস্যু
হয় ।
২০০০ সালের ১৪ই
ডিসেম্বর অস্ট্রেলিয়া
থেকে ১০
টাকার পলিমার
নোট তৈরী
করে আনা
হয় যা
বাংলাদেশের জন্য ব্যবহারের অনুপযোগী।
২০০২ সালের ৭ই
জানুয়ারী এই ১০ টাকার আরেকটি
নোট ইস্যু
হয়।