Showing posts with label Facebook ফেসবুক. Show all posts
Showing posts with label Facebook ফেসবুক. Show all posts

Saturday, October 8, 2016

কীভাবে আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করবেন (সচিত্র)

আমার মত  ব্লগে হয়তো অনেকে নতুন।নতুন যারা তার অনেকে হয়ত জাননে না ব্লগে কীভাবে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে হয়। আমি এই সমস্যা নিয়ে বার বার চেষ্টা করে , গুগোল সার্চ করে পরে সফলতা পেয়েছি। প্রায় অধিকাংশ টেকনোলজি প্রিয় ব্যক্তিরা  জানন না কীভাবে  আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে হয়। আমার এই পোষ্টটি সে সমস্ত নতুনদের জন্য প্রয়োজন হতে পারে,যারা  নতুন ব্লগিং শুরু করছেনে ।
বিস্তারিতভাবে সহজে বুঝানোর সুবিধার্থে চিত্র সহ  দেখানো হয়েছে।
আশা করি সহজেই আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করুন   ।নিম্নের পেইজটি অপেন হবে ।
 এখান থেকে Page Plugin এ ক্লিক করুন।নিম্নের পেইজটি অপেন হবে ।
এখানে  Facebook Page URL বক্সে আপনার ব্লগের URL দিন।যেমন ধরুন আমার ফেসবুক Page এর URL দিলাম https://web.facebook.com/Bangladesh-Photography-4U-1600181930279396/।অন্যান্য অপশন Tabs , Width, Height ইত্যাদি ইচ্ছে মতো নির্ধারিত করে দেয়া যায় অথবা অপরিবর্তিত রাখা যাবে। এরপর Get Code  এ ক্লিক করুন।

নতুন একটা উইন্ডো অপেন হবে।
 IFRAME এ  ক্লিক করুন।যে কোডটা দেখাবে ঐটা কপি করুন।
এবার আপনার সাইটের Dashboard এ প্রবেশ করুন। Layout এ ক্লিক করুন। Add A Gazet এ ক্লিক করুন । নতুন একপি উইন্ডো ওপেন হবে। ওখানে অনক ফাংশন থাকবে। আপনি HTML/JavaScript টায় ক্লিক করবেন।

 Title ঘরে লিখুন Our facebook page বা ফাঁকা ও রাখতে পারেন। আর Content ঘরে ঐ কপি করা কোডটি পেষ্ট করুন।সংরক্ষণে ক্লিক করুণ ।ব্লগ দেখুন ।
 দেখবেন অটো রিলোড নিয়ে আপনার সাইটে আপনার সেটকৃত ফেসবুক ফ্যান পেজের লাইক বাটন যুক্ত হয়েছে।
একইভাবে আপনি ইচ্ছা করলে শেয়ার, সেন্ড  ইত্যাদি বাটন ও যুক্ত করতে পারবেন।

Tuesday, July 26, 2016

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়



ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার উপায়
ফেসবুককে যতটা পছন্দ করেন তার চেয়েও বেশি সময় কাটানো হয় এখানে কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরাই এর সেটিংস সম্পর্কে বেশি ধারণা রাখেন না ফলে তাদের প্রোফাইলগুলো অনিরাপদ থেকে যায় এখানে ফেসবুকে সর্বোচ্চ নিরাপদ করতে নিন বিশেষ কিছু পরামর্শ

. লগ ইন অ্যালার্ট ব্যবহার করুন : কেউ যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার চেষ্টা করেন, তবে আপনাকে জানান দেবে ফেসবুক। এর জন্য ফেসবুকে লগ ইন করে Settings মেনুতে যান। Security তে ক্লিক করে login Alerts এ গিয়ে এডিট করুন। Get notifications এবংText login alerts to  ইমেইল লগ ইন অ্যালার্ট চালু করুন। এটি সেভ করুন। কেউ আপনার অগোচরে অ্যাকাউন্টে ঢুকতে চাইলে তার তথ্য দেবে ফেসবুক। প্রতিবারই লগইন করলে অ্যালার্ট পাবেন। ছাড়া নির্দিষ্ট যন্ত্র থেকে লগইন করার বিষয়টিও ঠিক করে রাখতে পারবেন। নতুন কোনো ব্রাউজার থেকে নতুন যন্ত্রের লগইন করার সময় ফেসবুক এটাকে মনে রাখবে কিনা তা জানতে চাইবে। করতে চাইলে সেব ব্রাউজার করতে হবে

. রিকোয়েস্ট লগইন অ্যাপ্রোভালস : নিজের অ্যাকাউন্টে কিভাবে লগইন করবেন তাও নজরদারি করে ফেসবুক। কয়েকটি পদক্ষেপ নিলেই আগের অব্যবহৃত কোনো যন্ত্র থেকে কেউ আপনার অ্যাকাউন্টেল লগইন করলে তা দেখবে ফেসবুক। Security সেটিংস- গিয়েরিকোয়ার সিকিউরিটি কোড টু অ্যাকসেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজারসলেখা বক্সে ক্লিক করুন। একটি সিকিউরিটি কোড পাওয়ার জন্য লিখিত নির্দেশনা অনসরণ করুন এবং পাসওয়ার্ড পুনরায় দিন। রিকোয়েস্টটি নিশ্চিতকরণের পর একটি বক্স পপ আপ হবে যাতে প্রক্রিয়াটি সম্পন্নের বিষয়ে তথ্য দেওয়া থাকবে। এখানেনো থ্যাঙ্কস, রিকোয়ার কোড রাইট অ্যাওয়েলেখা বক্সে ক্লিক করতে হবে

. বাড়তি কোড হাতে রাখুন : লগইন অ্যাপ্রোভালস চালু করলে নতুন স্থান থেকে লগ করার সময় নিরাপত্তা কোড চাইবে। এটা টেক্সটের মাধ্যমে বা কোড ডেনারেটর শাখা থেকে তা উদ্ধার করতে হবে। যদি ফোন বা ট্যাবে প্রবেশ করতে না পারেন, তারপরও লগইন করতে কোড লাগবে আপনার। এর জন্য ফেসবুক ১০টি এলোমেলো কোড দেবে আপনাকে। এসব কোডের যে তালিকা দেখাবে তা প্রিন্ট করে রেখে দিন

. কোথায় লগইন এবং লগ আউট করেছিলেন তা খেয়াল রাখুন : যদি অন্য কোনো যন্ত্র থেকে ফেসবুকে প্রবেশ করেন এবং লগ আউট করতে ভুলে যান, তবে যে কেউ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারেন। নিজের ব্রাউজার থেকে ফেসবুক সিকিউরিটি সেটিংস-হোয়ার ইউ আর লগড ইন’- যান। আপনার সাম্প্রতিক লগইন তালিকাটি দেখুন
যদি কারো জন্য ফোন ইমেইলে অ্যাকসেস না পান তবে সিকিউরিটি কোডের দরকার নেই। ফেসবুকের কাছের বন্ধুদের কাছ থেকে লগইন কোড সংগ্রহ করতে পারবেন। যদি দুজন দুজনের বিশ্বস্ত হয়ে থাকেন, তবে দারুণ মিলবে। লিগেসি কন্ট্যাক্টস পৃথক বিষয়। কারো অবর্তমানে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখাশোনা করতে বৈধ অনুমতি লাগবে। লিগেসি কন্ট্যাক্টটি টাইমলাইনে পিন করে রাখা যাবে। এতে ফ্রেন্ড রিকোয়েস্ট বা প্রোফাইলের ছবি আপডেট হয়ে যাবে। এমনকি একটি সময়ের পর অ্যাকাউন্টটি মুছেও ফেলা যাবে। এসব কাজ সিকিউরিটি সেটিংস-এর ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যান্ড লিগেসি কন্ট্যাক্টস-এর অধীনে সম্পন্ন করা সম্ভব 
Showing posts with label Facebook ফেসবুক. Show all posts
Showing posts with label Facebook ফেসবুক. Show all posts

Saturday, October 8, 2016

কীভাবে আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করবেন (সচিত্র)

আমার মত  ব্লগে হয়তো অনেকে নতুন।নতুন যারা তার অনেকে হয়ত জাননে না ব্লগে কীভাবে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে হয়। আমি এই সমস্যা নিয়ে বার বার চেষ্টা করে , গুগোল সার্চ করে পরে সফলতা পেয়েছি। প্রায় অধিকাংশ টেকনোলজি প্রিয় ব্যক্তিরা  জানন না কীভাবে  আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে হয়। আমার এই পোষ্টটি সে সমস্ত নতুনদের জন্য প্রয়োজন হতে পারে,যারা  নতুন ব্লগিং শুরু করছেনে ।
বিস্তারিতভাবে সহজে বুঝানোর সুবিধার্থে চিত্র সহ  দেখানো হয়েছে।
আশা করি সহজেই আপনার ব্লগে ফেসবুক ফ্যানপেজ লাইক বাটন যুক্ত করতে পারবেন।
প্রথমে এখানে ক্লিক করুন   ।নিম্নের পেইজটি অপেন হবে ।
 এখান থেকে Page Plugin এ ক্লিক করুন।নিম্নের পেইজটি অপেন হবে ।
এখানে  Facebook Page URL বক্সে আপনার ব্লগের URL দিন।যেমন ধরুন আমার ফেসবুক Page এর URL দিলাম https://web.facebook.com/Bangladesh-Photography-4U-1600181930279396/।অন্যান্য অপশন Tabs , Width, Height ইত্যাদি ইচ্ছে মতো নির্ধারিত করে দেয়া যায় অথবা অপরিবর্তিত রাখা যাবে। এরপর Get Code  এ ক্লিক করুন।

নতুন একটা উইন্ডো অপেন হবে।
 IFRAME এ  ক্লিক করুন।যে কোডটা দেখাবে ঐটা কপি করুন।
এবার আপনার সাইটের Dashboard এ প্রবেশ করুন। Layout এ ক্লিক করুন। Add A Gazet এ ক্লিক করুন । নতুন একপি উইন্ডো ওপেন হবে। ওখানে অনক ফাংশন থাকবে। আপনি HTML/JavaScript টায় ক্লিক করবেন।

 Title ঘরে লিখুন Our facebook page বা ফাঁকা ও রাখতে পারেন। আর Content ঘরে ঐ কপি করা কোডটি পেষ্ট করুন।সংরক্ষণে ক্লিক করুণ ।ব্লগ দেখুন ।
 দেখবেন অটো রিলোড নিয়ে আপনার সাইটে আপনার সেটকৃত ফেসবুক ফ্যান পেজের লাইক বাটন যুক্ত হয়েছে।
একইভাবে আপনি ইচ্ছা করলে শেয়ার, সেন্ড  ইত্যাদি বাটন ও যুক্ত করতে পারবেন।

Tuesday, July 26, 2016

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়



ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার উপায়
ফেসবুককে যতটা পছন্দ করেন তার চেয়েও বেশি সময় কাটানো হয় এখানে কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরাই এর সেটিংস সম্পর্কে বেশি ধারণা রাখেন না ফলে তাদের প্রোফাইলগুলো অনিরাপদ থেকে যায় এখানে ফেসবুকে সর্বোচ্চ নিরাপদ করতে নিন বিশেষ কিছু পরামর্শ

. লগ ইন অ্যালার্ট ব্যবহার করুন : কেউ যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার চেষ্টা করেন, তবে আপনাকে জানান দেবে ফেসবুক। এর জন্য ফেসবুকে লগ ইন করে Settings মেনুতে যান। Security তে ক্লিক করে login Alerts এ গিয়ে এডিট করুন। Get notifications এবংText login alerts to  ইমেইল লগ ইন অ্যালার্ট চালু করুন। এটি সেভ করুন। কেউ আপনার অগোচরে অ্যাকাউন্টে ঢুকতে চাইলে তার তথ্য দেবে ফেসবুক। প্রতিবারই লগইন করলে অ্যালার্ট পাবেন। ছাড়া নির্দিষ্ট যন্ত্র থেকে লগইন করার বিষয়টিও ঠিক করে রাখতে পারবেন। নতুন কোনো ব্রাউজার থেকে নতুন যন্ত্রের লগইন করার সময় ফেসবুক এটাকে মনে রাখবে কিনা তা জানতে চাইবে। করতে চাইলে সেব ব্রাউজার করতে হবে

. রিকোয়েস্ট লগইন অ্যাপ্রোভালস : নিজের অ্যাকাউন্টে কিভাবে লগইন করবেন তাও নজরদারি করে ফেসবুক। কয়েকটি পদক্ষেপ নিলেই আগের অব্যবহৃত কোনো যন্ত্র থেকে কেউ আপনার অ্যাকাউন্টেল লগইন করলে তা দেখবে ফেসবুক। Security সেটিংস- গিয়েরিকোয়ার সিকিউরিটি কোড টু অ্যাকসেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজারসলেখা বক্সে ক্লিক করুন। একটি সিকিউরিটি কোড পাওয়ার জন্য লিখিত নির্দেশনা অনসরণ করুন এবং পাসওয়ার্ড পুনরায় দিন। রিকোয়েস্টটি নিশ্চিতকরণের পর একটি বক্স পপ আপ হবে যাতে প্রক্রিয়াটি সম্পন্নের বিষয়ে তথ্য দেওয়া থাকবে। এখানেনো থ্যাঙ্কস, রিকোয়ার কোড রাইট অ্যাওয়েলেখা বক্সে ক্লিক করতে হবে

. বাড়তি কোড হাতে রাখুন : লগইন অ্যাপ্রোভালস চালু করলে নতুন স্থান থেকে লগ করার সময় নিরাপত্তা কোড চাইবে। এটা টেক্সটের মাধ্যমে বা কোড ডেনারেটর শাখা থেকে তা উদ্ধার করতে হবে। যদি ফোন বা ট্যাবে প্রবেশ করতে না পারেন, তারপরও লগইন করতে কোড লাগবে আপনার। এর জন্য ফেসবুক ১০টি এলোমেলো কোড দেবে আপনাকে। এসব কোডের যে তালিকা দেখাবে তা প্রিন্ট করে রেখে দিন

. কোথায় লগইন এবং লগ আউট করেছিলেন তা খেয়াল রাখুন : যদি অন্য কোনো যন্ত্র থেকে ফেসবুকে প্রবেশ করেন এবং লগ আউট করতে ভুলে যান, তবে যে কেউ আপনার ব্যক্তিগত তথ্য দেখতে পারেন। নিজের ব্রাউজার থেকে ফেসবুক সিকিউরিটি সেটিংস-হোয়ার ইউ আর লগড ইন’- যান। আপনার সাম্প্রতিক লগইন তালিকাটি দেখুন
যদি কারো জন্য ফোন ইমেইলে অ্যাকসেস না পান তবে সিকিউরিটি কোডের দরকার নেই। ফেসবুকের কাছের বন্ধুদের কাছ থেকে লগইন কোড সংগ্রহ করতে পারবেন। যদি দুজন দুজনের বিশ্বস্ত হয়ে থাকেন, তবে দারুণ মিলবে। লিগেসি কন্ট্যাক্টস পৃথক বিষয়। কারো অবর্তমানে তার ফেসবুক অ্যাকাউন্ট দেখাশোনা করতে বৈধ অনুমতি লাগবে। লিগেসি কন্ট্যাক্টটি টাইমলাইনে পিন করে রাখা যাবে। এতে ফ্রেন্ড রিকোয়েস্ট বা প্রোফাইলের ছবি আপডেট হয়ে যাবে। এমনকি একটি সময়ের পর অ্যাকাউন্টটি মুছেও ফেলা যাবে। এসব কাজ সিকিউরিটি সেটিংস-এর ট্রাস্টেড কন্ট্যাক্টস অ্যান্ড লিগেসি কন্ট্যাক্টস-এর অধীনে সম্পন্ন করা সম্ভব