আশার বাস্তবতা
আপনি কি ছুঁতে পেরেছেন ?স্বর্গ রাজ্যে তুলা মেঘের কোমলতায় পৌঁছেছেন ?
হাসলেন তিনি কোকিল কন্ঠী হাসি রিন ঝিন তানে!
গব্বরের মানব আবার জিজ্ঞাসিল আপনি কি কোন মানবী ?
নাহ্..
সুদর্শণ ছেলে ?
নাহ্..
কে তবে ?
আবার রিন ঝিন শব্দে হাসলেন,-
আমি আশার বাস্তবতা , জানালেন
অন্ধকার গব্বরে পরে থাকা অলীক মায়ায় আচ্ছন্ন মানবটিকে,
তিনি আন্তরিক আহ্বান জানালেন চলে আসুন না এই যে এখানে
সত্য সুন্দর বিশ্বাসের আনন্দলোকে
সত্যি বলছি খুবই সহজ পথ জানেন ,-
একটু বিশ্বাস রাখুন সংঙ্গে আশা যদি একটু মানেন !
গব্বরের মানব ভাবনায় এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন অনেক দিনের বাস
এর অলীক মায়ার টান শত শত বছর অমোঘ নিরুৎসাহী স্বপ্নের দীর্ঘশ্বাস ,
বিশ্বাস হীনতার দ্বন্দে শত সংশয়ের বেরী শ্বাপদের হিংস্রতার
ছিন্ন করার প্রত্যয় নাশ নিত্য সৃষ্ট জড়ায় আচ্ছন্ন কুসংস্কার
স্বার্থ এখনে তরবারির ক্ষুরধার নিষ্টুর আঘাত করে নিত্য মানবতা
নিয়তির ভাগ্য নির্ভর অসহায় জীবন অন্ধ বিশ্বাসের পূজারী মেলা
এক দল নর মানব মংস খায় অন্য দল করে রক্ত পানের উল্লাস
সত্য প্রতিষ্ঠা নয় প্রচারে চলতে থাকে মিথ্যার বেসাতির স্বার্থের কোরাস
এক পূজারী পূজার দুধ অভাবনীয় অপর পূজারীর মন্দিরে অনল সামাজিকতায়
এখানে বিষ মননের দম্ভ সে ভাল নেই আমি ভাল আছি রূপক অমানবিকতায়
বিদ্বেষে বেড়ে উঠা জীবনে স্বার্থের অশান্তির ভাবনায়
বৈষম্য এখানে অহংকারের স্বস্থি অভিশাপ দরিদ্রতায়
শান্তি এখানে হাসিলে স্বার্থ নামক ভোগবাদ তার কৃপা যেনো উপরিওলা
এই অভিশপ্ত নিয়ম ভাঙার নেইকো আশার সাহস সবি ভাগ্য বিধাতা
তাইতো চীরদিন এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন হতাশ বসবাস
অনিয়মই নিয়ম, অনিয়ম ভেংগে নিয়ম করার হয়না সাহস ।
গব্বরের মানব স্তবিরতায় অতিষ্ঠ সময়ে চকিতে দূরের আলোক প্রান্ত দেখে দেথে
শান্তনা খোঁজে অবুঝ মনে আশার বাস্তবতা হেসে ছিল চলে গিয়েছিল সে পথ দিয়ে !!