।।জাঁহাপনা ঈমানদার ।।
।।জাঁহাপনা ঈমানদার ।।
কৃষক আর্জি জানালেন,-
‘জাঁহাপনা ঈমানদার !
কাঁদে না আপনার পরাণ ?
ফসলের মাঠ আজ জলাশয়,
শক্ত
বাঁধ হলো না কেন মহাশয়?
জাঁহাপনা ঈমানদার !
কে জামিনদার ?’
জাঁহাপনা হুঙ্কার
দিলেন, –
‘জলের কাজ জলে করেছে
মাটির বাঁধের তাতে
দোষ কি রে ?
প্রশ্ন করিস আমার তরে
!
দুঃসাহস তোর,
সকলি ডরে !
আল্লাহর ধর্ম আল্লাহ
করেছে
তোর কি তাতে যায় আসে
!?’
কৃষক হাতজোড় করি
কহিলেন,-
‘মাফ করিবেন সমাজ পতি,
আপনার বিনা নেই যে
মোর গতি ।’
অতপর মহাশয় ছবক দিলেন,-
‘ফিরে যা !সদা জপা চাই মোর জয় গান,
তাতেই তোর বাঁচবে জীবন মান।’
অবশেষে কৃষক আসিলেন
ফিরে
মহাশয়ের মহা বানী
নিয়ে, ধীরে।
জাহাপনা ঈমানদার !
জয়ের মালা বারংবার !
।।জাঁহাপনা ঈমানদার ।।
।।জাঁহাপনা ঈমানদার ।।
কৃষক আর্জি জানালেন,-
‘জাঁহাপনা ঈমানদার !
কাঁদে না আপনার পরাণ ?
ফসলের মাঠ আজ জলাশয়,
শক্ত
বাঁধ হলো না কেন মহাশয়?
জাঁহাপনা ঈমানদার !
কে জামিনদার ?’
জাঁহাপনা হুঙ্কার
দিলেন, –
‘জলের কাজ জলে করেছে
মাটির বাঁধের তাতে
দোষ কি রে ?
প্রশ্ন করিস আমার তরে
!
দুঃসাহস তোর,
সকলি ডরে !
আল্লাহর ধর্ম আল্লাহ
করেছে
তোর কি তাতে যায় আসে
!?’
কৃষক হাতজোড় করি
কহিলেন,-
‘মাফ করিবেন সমাজ পতি,
আপনার বিনা নেই যে
মোর গতি ।’
অতপর মহাশয় ছবক দিলেন,-
‘ফিরে যা !সদা জপা চাই মোর জয় গান,
তাতেই তোর বাঁচবে জীবন মান।’
অবশেষে কৃষক আসিলেন
ফিরে
মহাশয়ের মহা বানী
নিয়ে, ধীরে।
জাহাপনা ঈমানদার !
জয়ের মালা বারংবার !
No comments:
Post a Comment