মানবতাহীন ভাটীর টানে
Khaja Ali Amjad Mahbubমোহগ্রস্থ্য জীবন মানবতা পতিত অতল
চেপে বসানো পাপ কলংক দুষিত পূণ্য সকল
নীতিহীন দেশ ত্যাজ্যবিত্তের দেমাগী রসাতল
সুবিধার প্রচারিত নীতি হতাশা জনগণের গরল ।
স্বজনপ্রীতি ,দুর্নীতি ,লুটপাটের নিত্য পসার
ছিল এক অতি মহান সকল অধমের বসবাস ?
অভিশপ্ত দেশ বাড়ে সুবিধাবাদ জনগনের দীর্ঘশ্বাস
লুটপাটে পুষ্টি বাড়ে চেতনার ভাষণে আশ্বাস !
স্বার্থের বর্মে জোর করে দখল করা গদীতে দিল
নির্লজ্জ্ব দাবী এ পিতার অর্জন অন্যেরা জাহিল
সুবিধাবাদী চেতনায় মৃত জনসেবা জনগণ কাহিল
নিজদেশে অত্যাচারে বিভক্তি সুবিধাবাদী ঝিলমিল।
নোবেল আজ মানবতার দোষণ রাক্ষুসীর অস্র নাঙ্গা
পদ্মা মেঘনার ভাটী আছে,ভাটীর টানে কি রক্ত গঙ্গা !
মানবতাহীন দেশে ভাটীর টানে আসছে যেনো রোহিঙ্গা ?
বাঙালির কেনো মুক্তি নাই আজন্ম পাপী কেন বাংলা ?
No comments:
Post a Comment