Showing posts with label বিশ্ব বিচিত্রা. Show all posts
Showing posts with label বিশ্ব বিচিত্রা. Show all posts

Monday, February 29, 2016

লিপ ইয়ারের মজার ইতিহাস জেনে নিন
























লিপ ইয়ারের মজার ইতিহাস জেনে নিন

গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একটি দিন যোগ করে আমরা তাকে অধিবর্ষ বা লিপইয়ার বলি। এর কারণ হিসেবে রয়েছে সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরার সময়কাল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক।

আমরা হিসাব করি ৩৬৫ দিনে এক বছর অর্থাৎ পৃথিবী সূর্যের চার দিকে একবার ঘুরে আসে ৩৬৫ দিনে। কিন্তু বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড, অর্থাৎ পৃথিবীর এই সময়টুকু লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে।

তাহলে দেখা যাচ্ছে প্রতি বছর আমরা ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় পিছিয়ে যাচ্ছি হিসেবে না ধরার দরুন। ফলে চার বছর পরে এই বাদ যাওয়া সময়টুকু প্রায় ২৪ ঘণ্টায় পরিণত হয় আর সেই ২৪ ঘণ্টাকে সমন্বয় করার জন্যই লিপইয়ারের আবিষ্কার।

বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু অতীতে এটি জানা ছিল না। এতে অতীতে ফসল তোলার সময়সহ নানা কার্যক্রম নির্ধারণে বছরের কোনো ধারাবাহিকতা থাকত না। এ সমস্যাটি প্রাচীন মিশরীয়রা ধরতে পারে। এ কারণে তারা বছরের শেষে কয়েকদিন উৎসব করা শুরু করে। যদিও এতে সমস্যা দূর হয়নি।

রোমানরা এ সমস্যা মোকাবেলায় প্রতি বছরেই অনিয়মিতভাবে দিন যোগ-বিয়োগ করতে থাকে। ফলে মূল বিষয়টি সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে।

খ্রিষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয়া ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই লিপ ইয়ার।
  সূত্র এ ওয়ান নিউজ

Thursday, October 1, 2015

Wife gift to a friend বন্ধুকে বউ উপহার

Wife gift to a friend
Farman Ali, the two wives of Maulvi kulaura prthimapasara.
Masuk dear friend Mia's wife left the house and gone Affair involved.
Farman Ali was a friend of trouble, trouble.
 So sorry to ease his friend's wife gave one to a friend.
 Farman Ali, a resident of a slum in the nursery owner manachara karmadha Union (52) and kulaura municipality of jayapasa Masuk Mia (37) days from the deep friendly relationship between.
Masuk Mia's wife, three daughters and a son a few days ago, the love affair with the drawn-in boyfriend fled.

Farman Ali, the wife of his friend struck a responsive chord, Friend grief sad Farman Ali. Farman Ali, the wife of the house. He was pleased with the wife is a gift to a friend. Such a desire, as he implemented.

Rabirabajarastha prthimapasa union office on Tuesday night, Dr. Farman Ali nuretuna his second wife, Begum (3) is not divorced. 0 of 4 witnesses after he and a friend set Masuk Kabir Mia nuretuna money to marry the queen.

Masuk with new wife Mia has jayapasastha home.
Masuk Mia manatalaya domicile in Habiganj. The rickshaw driver by profession.




বন্ধুকে বউ উপহার !
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ফরমান আলীর নিজের ঘরে রয়েছে  দুজন স্ত্রী। আর প্রিয়তম বন্ধু মাসুক মিয়ার  স্ত্রী পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়েছে।
বন্ধুর কষ্টে সহমর্মিত ফরমান আলী । তাই বন্ধুর দুঃখ লাঘবে নিজের এক বউকে তুলে দিলেন বন্ধুর হাতে।

 কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তির বাসিন্দা নার্সারি মালিক ফরমান আলী ওরফে বৈজ্ঞানিক (৫২) ও কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মাসুক মিয়া (৩৭)-এর মধ্যে দীর্ঘদিন থেকে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
কিছুদিন আগে মাসুক মিয়ার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রেখে পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।

আর বন্ধুর বউয়ের এ বিষয়টি ফরমান আলীর মনে দাগ কাটে,বন্ধুর দু:খিত হয় ফরমান আলী। ফরমান আলীর ঘরে দুই বউ । তিনি মনস্থ করলেন এক বউকে উপহারস্বরূপ বন্ধুকে দিয়ে দেবেন। যেমন ইচ্ছা, তেমনি বাস্তবায়নও করলেন তিনি।

গত মঙ্গলবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ কাজী অফিসে গিয়ে ফরমান আলী তার ২য় স্ত্রী নূরেতুন বেগম (৩২) কে তালাক দেন। পরে তিনিসহ ৪ জন সাক্ষীর উপস্থিতিতে ২০ হাজার টাকা কাবিন ধার্য করে বন্ধু মাসুক মিয়ার সঙ্গে নূরেতুন বেগমের বিয়ে দিয়ে দেন।

নতুন বউকে নিয়ে মাসুক মিয়া তার জয়পাশাস্থ বাড়িতে উঠেছেন। মাসুক মিয়ার স্থায়ী নিবাস হবিগঞ্জের মনতলায়। পেশায় তিনি রিকশাচালক।



Tuesday, September 29, 2015

ইরানের দুই বছরের বিস্ময় বালক

ইরানের দুই বছরের  বিস্ময় বালক

ইরানের বাবল শহরের আরাত হোসেনের বয়স মাত্র দুই বছর। এই বয়সে শিশুরা  ঠিকমতো কথাই বলতে পারে না।সেখানে আরাত শারীরিক অসম্ভব কসরত দেখিয়ে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছেন।
বয়সের তুলনায় তার শারিরীক কসরত অবাক করার মতো । ইরানের মাজানদারান প্রদেশের বাবল শহরে বাস করেন আরাতের পরিবার। ডিগবাজি, ইটের দেয়াল বেয়ে ওপরে ওঠা কিংবা দুই হাত মাটিতে ভর দিয়ে শরীর শূন্যে ভাসিয়ে রাখা সহ নানা কসরত দেখাতে বেশ পারদর্শী আরাত। কঠিন সব ব্যায়ামের কৌশল দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই শিশু। ইতোমধ্যে দেশটির টেলিভিশন চ্যানেলগুলো থেকেও ডাক এসেছে। এরইমধ্যে বেশ কয়েকটি চ্যানেলে দেখিয়েছেন তার শারীরিক কসরত।পেয়ে গেছে তারকা খ্যাতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুই বছরের আরাতের ফলোয়াড় সংখ্যা ১৯ হাজারের কোটায়। ছেলের এই বিস্ময়জনক কর্মকাণ্ডে রীতিমতো অবাক বাবা মোহাম্মদ ও মা ফাতেমা। ছেলেকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে তারা জানান। বলেন, খেলার ছলেই নয় মাস বয়সে আরাতের মধ্যে ব্যায়ামের আগ্রহ তৈরি হয়। এর পর প্রতিদিন প্রায় ২০ মিনিট ব্যায়াম করতে শুরু করে সে।

বাবা মোহাম্মদ বলেন, একদিন কাজ শেষ করে বাসায় ফেরার পর ছেলে তার দুই হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে ধরে এবং পা মাটি থেকে ওপরে ভাসিয়ে রাখে। সেদিন প্রথম আমি আরাতের শক্তি ও সক্ষমতা বুঝতে পারি।
শিশু আরাতের প্রিয় খেলাতে পরিণত হয়েছে শরীরচর্চা। সে সাধারণত একটানা ১০ মিনিটের মতো ব্যায়াম করতে পারে। তার প্রিয় খেলা হলো পেছন দিক থেকে ডিগবাজি দেওয়া।
বাসার সব জায়গায়ই শরীরচর্চা করছে আরাত। খাট, চেয়ার, টেবিলে বসে কিংবা টেলিভিশন ও বাসার চৌকাঠে উঠে দেখাতে থাকে ছোট্ট শরীরের কসরত। বাবার আসা খেলাধুলায় একদিন অপ্রতিরোধ্য হবে আরাত।

Sunday, September 27, 2015

২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদ

২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদ
আজ ২৭ সেপ্টেম্বর আশ্বিন মাসের পূর্ণিমা।যাকে বলে  সুপারমুন।আজকে দেখা দিয়েছে  অতিকায় চাঁদের। 
পৃথিবীতে ৩০ বছর পর  বিরল এই ঘটনা ঘটে। সে চাঁদের একটা ছবি রাত ৯.৩০ মিনিটে তোললাম।
২৭ সেপ্টেম্বর ২০১৫৯.৩০ মিনিটেতোলা
এর রং হবে রক্তলাল।চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে সুপারমুন দেখা যায়।
 এই  চাঁদ স্বাভাবিকের চেয়ে ১৪%বেশি উজ্জ্বল ও বড় । ত
আজ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৪১ থেকে রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত  এই চাঁদ স্থায়ী ছিল ।
আজকে চন্দ্র গ্রহণও !
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্য থেকে
এই উত্তেজনাকর চন্দ্রগ্রহণ অবলোকন করা যাবে।
পৃথিবীর সব জায়গা থেকে এই ঘটনা দেখা যাবে না।
বাংলাদেশসহ এশিয়ার দর্শকরা চাঁদের এ দুর্লভ দৃশ্য দেখতে বঞ্চিত হবেন।
এসময় পূর্ণ চন্দ্র গ্রহণ ঢেকে দেবে চাঁদের আকাশকে।
প্রাকৃতিক বিস্ময়কর ও বিরল ৭২ মিনিটের এই ঘটনা উপভোগ করতে যারা ব্যর্থ হবেন,
তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।


২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদের এই অনন্য ঘটনা আবার দেখতে পাবেন ২০৩৩ সালে ।
 এর আগে এরকম দৈত্যাকায় রক্তিম পূর্ণ-চন্দ্রগ্রহণের ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে।
গত একশো বছরে মাত্র পাঁচ বার এই সুযোগ পাওয়া গিয়েছিলো ।
 নাসার ওয়বসাইটে এ সংক্রান্ত বিস্তারিত খবর প্রকাশ হয়েছে।
 এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে নাসার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে ।
 নাসা টিভি লাইভ সম্প্রচার করবে।
প্রতি মাসেই চাঁদ তাঁর উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর কাছাকাছি চলে আসে।
 কিন্ত, পূর্ণ-চাঁদ হয়ে পৃথিবীর কাছে আসা নি:সন্দেহে বিরল ঘটনা।

Friday, September 25, 2015

Rare total eclipse lunar eclipse on September 27

Rare total eclipse lunar eclipse on September 27

The more light, the moon, the greater will dive in the dark! The full moon happens.
In the last 30 years, the moon, and the earth did not come to much.
 The moon on September 27, so we'll see as much swagger,
So bright it could be seen in the last three decades.
Lunar eclipse will be that day.
Picture by-Rosana Oviedo ROS

Total eclipse lunar eclipse on September 27.
 Moon-Sun 'overwhelms' taking is done on a regular basis.
According to NASA, but the 1-day moon in the sky, we see that,
 The 'Super Moon', we get a chance to see very low.
The same day, the "Super Moon" will be the "total eclipse, lunar,
Of rare events.
Which happened in the last 30 years.
After the eclipse shadow 'hide' the brightness of the moon will come out pretty remarkable.
 A 30 percent increase in the brightness of the moon.
The moon will be almost 14 percent larger.

Only five times in the past ten years, we got the chance.
 1910, 1928, 1946, and 198 in 1964.
 This opportunity will be again in 2033 after 18 years.

Why does the moon come to us all the time, so much swagger?

Because its satellites circling the earth like an egg on Murray.
The moon goes around-comes around to us.
Never goes away.
Most of us will be on September 23.

The only regret,
 Bangladesh will not be able to see this rare event!
 Can be seen in North America, Europe, Africa, West Asia.

Thursday, September 24, 2015

২১ মাইল হেঁটে অফিস করেন তিনি!

২১ মাইল হেঁটে অফিস করেন তিনি!
সেদিন যুক্ত রাষ্ট্রের ডেট্রয়েটের তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে।
গাড়ীতে হিটার চালিয়ে গাড়ি চেপে বরফ ভেঙে বাড়ি থেকে অফিস যাওয়ার পথে
 লোকজন দেখতে পায় মোটা জ্যাকেট আর কান ঢাকা টুপিতে নিজেকে মুড়ে
 হনহনিয়ে হেঁটে চলেছেনএক প্রৌঢ়। রোজই তিনি এপথে হাঁটেন তিনি।
তবে সেটা স্বাস্থ রক্ষার হাঁটা নয়।  শীত,
গ্রীষ্ম বা বর্ষা সব ঋতুতেই তাকে হাঁটতে দেখা যায়।
উনার নাম হলো জেমর্স রবার্টসন।
রবার্টসনের এই হাঁটার পেছনে একটা কাহিনী আছে ।
 কিাহিনীটা জেনে সবাই চমকে উঠেছেন।
তিনি প্রতিদিন হাঁটেন এক বা দু’মাইল নয়,
 জীবনধারণের নিমিত্ত প্রতিদিন  তাঁকে গড়ে ২১ মাইল পথ হেঁটে অফিস অফিস করতে হয়।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বাসিন্দা জেমস রবার্টসনের  একমাত্র মন্ত্র জীবনে এগিয়ে চলা।
তাঁর বয়স ৫৪ বছরের চেয়ে বেশী ।
 মধ্যবয়সী এই লোককে সপ্তাহে পাঁচ দিনে প্রতিদিন  ২১ মাইল (৩৩ কিলোমিটার )
পথ হেঁটে অফিস করতে হয়।। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনও কিছুই তাঁ অফিস করার
অদম্য মানসিকতাকে বিঘ্ন করতে বা দমাতে পারেনি ।
২০০৫ সালে তার গাড়িটা নষ্ট হয়ে যায়।
নতুন গাড়ি কিনার  টাকা ছিল না তাঁ কাছে।
 কিন্তু পেটের দায় যে অস্বীকার করা যায় না।
তাই পায়ের ভরসাতেই হেঁটে অফিস করেন জেমস।
ডেট্রয়েট থেকে রচেস্টার হিলসের  এলাকায় তাঁর অফিস,
 সেখানে  কোন বাস বা ট্রেন যায় না।
অফিস যাবার  শেষ সাত মাইল
 (১১ কিলোমিটার ) হেঁটেই পার করতে হয় তাঁকে।
 ফেরার সময় পুরো ১৩ মাইল (২০ কিলোমিটার) পথ হেঁটে ফিরেন।
অফিস কামাই করার স্বভাব  নেই তাঁর।
 তুষারঝড়ে আমেরিকার উত্তর-পূর্বাংশ বরফে ঢেকে যায়
 তখনও পায়ে স্নো বুট পরে নির্দিষ্ট সময়েই অফিসে করেছেন তিনি।

তিনি বলেন ,সেই ছোটবেলায় বাবার কাছে শিখেছিলেন,
 কঠিন সময় চিরকাল থাকে না
কিন্তু চিরকাল রয়ে যান কঠিন ধাতের মানুষরা।
 জেমসের কথা জানাজানি হওয়ার পর
 সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।
জেমস যাতে একটা গাড়ি চেপে একটু ভালোভাবে অফিস যাতায়াত করতে পারেন
 তার জন্য শুরু হয়েছে চাদা তোলা।
 এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ডলার চাঁদা উঠেছে।
জেমসের কর্তব্যপরায়ণতাকে সম্মান জানাতে যারা চাদা দিয়েছেন তাদের বক্তব্য
‘এই অর্থ দিয়ে তিনি গাড়ি কিনুন।’
অবশ্য যাকে নিয়ে এত কিছু হচ্ছে সেই জেমস এসব শুনে হতবাক হয়েছেন।
 সূত্র: ইন্টারনেট



Saturday, September 5, 2015

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



Sunday, August 16, 2015

৫০০ বছরের পূরানো মোঘল সম্রাট আকবরের আমলের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার !



প্রায় ৫০০ বছর আগের স্বর্ণখচিত কোরআন পাওয়া গেছে করেছে ভারতের মহীশুরে। এই খণ্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। যার সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। ধারণা করা হচ্ছে, পবিত্র কোরআনের খণ্ডটি মোঘল সম্রাট আকবরের আমলের। সে হিসেবে প্রায় ৫০০ বছর বয়স হবে এই গ্রন্থের। 
     ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ আলী বলেন, পবিত্র কোরআনের কপিটি তুর্কি জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চেয়েও পুরোনো। তাঁর মতে, ১০৫০ সাল থেকে ১৬০৫ সালের মধ্যে এটি লেখা হয়েছিল। গ্রন্থটি সম্ভবত তুরস্ক কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মহীশূরের পুলিশ কর্মকর্তা অভিনব খারে জানান, ‘চোরাকারবারিদের একটি দল প্রাচীন এই গ্রন্থটি পাঁচ কোটি রুপির বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। তারা দাবি করছিল, কোরআনটি সম্রাট আকবরের। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে।ওই চক্রটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে।

Showing posts with label বিশ্ব বিচিত্রা. Show all posts
Showing posts with label বিশ্ব বিচিত্রা. Show all posts

Monday, February 29, 2016

লিপ ইয়ারের মজার ইতিহাস জেনে নিন
























লিপ ইয়ারের মজার ইতিহাস জেনে নিন

গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একটি দিন যোগ করে আমরা তাকে অধিবর্ষ বা লিপইয়ার বলি। এর কারণ হিসেবে রয়েছে সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরার সময়কাল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক।

আমরা হিসাব করি ৩৬৫ দিনে এক বছর অর্থাৎ পৃথিবী সূর্যের চার দিকে একবার ঘুরে আসে ৩৬৫ দিনে। কিন্তু বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড, অর্থাৎ পৃথিবীর এই সময়টুকু লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে।

তাহলে দেখা যাচ্ছে প্রতি বছর আমরা ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় পিছিয়ে যাচ্ছি হিসেবে না ধরার দরুন। ফলে চার বছর পরে এই বাদ যাওয়া সময়টুকু প্রায় ২৪ ঘণ্টায় পরিণত হয় আর সেই ২৪ ঘণ্টাকে সমন্বয় করার জন্যই লিপইয়ারের আবিষ্কার।

বছরের প্রকৃত দৈর্ঘ্য হলো ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। কিন্তু অতীতে এটি জানা ছিল না। এতে অতীতে ফসল তোলার সময়সহ নানা কার্যক্রম নির্ধারণে বছরের কোনো ধারাবাহিকতা থাকত না। এ সমস্যাটি প্রাচীন মিশরীয়রা ধরতে পারে। এ কারণে তারা বছরের শেষে কয়েকদিন উৎসব করা শুরু করে। যদিও এতে সমস্যা দূর হয়নি।

রোমানরা এ সমস্যা মোকাবেলায় প্রতি বছরেই অনিয়মিতভাবে দিন যোগ-বিয়োগ করতে থাকে। ফলে মূল বিষয়টি সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে।

খ্রিষ্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এবং তার সহকারী জ্যোতির্বিদ সোসিজেনিস ৩৬৫ দিনে এক বছর হবে বলে নতুন গণনা পদ্ধতি শুরু করেন। ৩৬৫দিনে বছর গণনা করার ফলে বাদ যাওয়া ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময়কে হিসেবে ধরার জন্য ৪ বছর পর পর ৩৬৬ দিনে একটি বছর গণনা করা হবে বলে ঠিক করলেন, সেটাই আজকের এই লিপ ইয়ার।
  সূত্র এ ওয়ান নিউজ

Thursday, October 1, 2015

Wife gift to a friend বন্ধুকে বউ উপহার

Wife gift to a friend
Farman Ali, the two wives of Maulvi kulaura prthimapasara.
Masuk dear friend Mia's wife left the house and gone Affair involved.
Farman Ali was a friend of trouble, trouble.
 So sorry to ease his friend's wife gave one to a friend.
 Farman Ali, a resident of a slum in the nursery owner manachara karmadha Union (52) and kulaura municipality of jayapasa Masuk Mia (37) days from the deep friendly relationship between.
Masuk Mia's wife, three daughters and a son a few days ago, the love affair with the drawn-in boyfriend fled.

Farman Ali, the wife of his friend struck a responsive chord, Friend grief sad Farman Ali. Farman Ali, the wife of the house. He was pleased with the wife is a gift to a friend. Such a desire, as he implemented.

Rabirabajarastha prthimapasa union office on Tuesday night, Dr. Farman Ali nuretuna his second wife, Begum (3) is not divorced. 0 of 4 witnesses after he and a friend set Masuk Kabir Mia nuretuna money to marry the queen.

Masuk with new wife Mia has jayapasastha home.
Masuk Mia manatalaya domicile in Habiganj. The rickshaw driver by profession.




বন্ধুকে বউ উপহার !
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ফরমান আলীর নিজের ঘরে রয়েছে  দুজন স্ত্রী। আর প্রিয়তম বন্ধু মাসুক মিয়ার  স্ত্রী পরকীয়ায় জড়িয়ে ঘর ছেড়েছে।
বন্ধুর কষ্টে সহমর্মিত ফরমান আলী । তাই বন্ধুর দুঃখ লাঘবে নিজের এক বউকে তুলে দিলেন বন্ধুর হাতে।

 কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তির বাসিন্দা নার্সারি মালিক ফরমান আলী ওরফে বৈজ্ঞানিক (৫২) ও কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার মাসুক মিয়া (৩৭)-এর মধ্যে দীর্ঘদিন থেকে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
কিছুদিন আগে মাসুক মিয়ার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রেখে পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।

আর বন্ধুর বউয়ের এ বিষয়টি ফরমান আলীর মনে দাগ কাটে,বন্ধুর দু:খিত হয় ফরমান আলী। ফরমান আলীর ঘরে দুই বউ । তিনি মনস্থ করলেন এক বউকে উপহারস্বরূপ বন্ধুকে দিয়ে দেবেন। যেমন ইচ্ছা, তেমনি বাস্তবায়নও করলেন তিনি।

গত মঙ্গলবার রাতে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারস্থ কাজী অফিসে গিয়ে ফরমান আলী তার ২য় স্ত্রী নূরেতুন বেগম (৩২) কে তালাক দেন। পরে তিনিসহ ৪ জন সাক্ষীর উপস্থিতিতে ২০ হাজার টাকা কাবিন ধার্য করে বন্ধু মাসুক মিয়ার সঙ্গে নূরেতুন বেগমের বিয়ে দিয়ে দেন।

নতুন বউকে নিয়ে মাসুক মিয়া তার জয়পাশাস্থ বাড়িতে উঠেছেন। মাসুক মিয়ার স্থায়ী নিবাস হবিগঞ্জের মনতলায়। পেশায় তিনি রিকশাচালক।



Tuesday, September 29, 2015

ইরানের দুই বছরের বিস্ময় বালক

ইরানের দুই বছরের  বিস্ময় বালক

ইরানের বাবল শহরের আরাত হোসেনের বয়স মাত্র দুই বছর। এই বয়সে শিশুরা  ঠিকমতো কথাই বলতে পারে না।সেখানে আরাত শারীরিক অসম্ভব কসরত দেখিয়ে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছেন।
বয়সের তুলনায় তার শারিরীক কসরত অবাক করার মতো । ইরানের মাজানদারান প্রদেশের বাবল শহরে বাস করেন আরাতের পরিবার। ডিগবাজি, ইটের দেয়াল বেয়ে ওপরে ওঠা কিংবা দুই হাত মাটিতে ভর দিয়ে শরীর শূন্যে ভাসিয়ে রাখা সহ নানা কসরত দেখাতে বেশ পারদর্শী আরাত। কঠিন সব ব্যায়ামের কৌশল দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই শিশু। ইতোমধ্যে দেশটির টেলিভিশন চ্যানেলগুলো থেকেও ডাক এসেছে। এরইমধ্যে বেশ কয়েকটি চ্যানেলে দেখিয়েছেন তার শারীরিক কসরত।পেয়ে গেছে তারকা খ্যাতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুই বছরের আরাতের ফলোয়াড় সংখ্যা ১৯ হাজারের কোটায়। ছেলের এই বিস্ময়জনক কর্মকাণ্ডে রীতিমতো অবাক বাবা মোহাম্মদ ও মা ফাতেমা। ছেলেকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে তারা জানান। বলেন, খেলার ছলেই নয় মাস বয়সে আরাতের মধ্যে ব্যায়ামের আগ্রহ তৈরি হয়। এর পর প্রতিদিন প্রায় ২০ মিনিট ব্যায়াম করতে শুরু করে সে।

বাবা মোহাম্মদ বলেন, একদিন কাজ শেষ করে বাসায় ফেরার পর ছেলে তার দুই হাতের আঙুল মুষ্টিবদ্ধ করে ধরে এবং পা মাটি থেকে ওপরে ভাসিয়ে রাখে। সেদিন প্রথম আমি আরাতের শক্তি ও সক্ষমতা বুঝতে পারি।
শিশু আরাতের প্রিয় খেলাতে পরিণত হয়েছে শরীরচর্চা। সে সাধারণত একটানা ১০ মিনিটের মতো ব্যায়াম করতে পারে। তার প্রিয় খেলা হলো পেছন দিক থেকে ডিগবাজি দেওয়া।
বাসার সব জায়গায়ই শরীরচর্চা করছে আরাত। খাট, চেয়ার, টেবিলে বসে কিংবা টেলিভিশন ও বাসার চৌকাঠে উঠে দেখাতে থাকে ছোট্ট শরীরের কসরত। বাবার আসা খেলাধুলায় একদিন অপ্রতিরোধ্য হবে আরাত।

Sunday, September 27, 2015

২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদ

২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদ
আজ ২৭ সেপ্টেম্বর আশ্বিন মাসের পূর্ণিমা।যাকে বলে  সুপারমুন।আজকে দেখা দিয়েছে  অতিকায় চাঁদের। 
পৃথিবীতে ৩০ বছর পর  বিরল এই ঘটনা ঘটে। সে চাঁদের একটা ছবি রাত ৯.৩০ মিনিটে তোললাম।
২৭ সেপ্টেম্বর ২০১৫৯.৩০ মিনিটেতোলা
এর রং হবে রক্তলাল।চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে সুপারমুন দেখা যায়।
 এই  চাঁদ স্বাভাবিকের চেয়ে ১৪%বেশি উজ্জ্বল ও বড় । ত
আজ ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টা ৪১ থেকে রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত  এই চাঁদ স্থায়ী ছিল ।
আজকে চন্দ্র গ্রহণও !
উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, গ্রিনল্যান্ড, ইউরোপ, আফ্রিকা, ও মধ্যপ্রাচ্য থেকে
এই উত্তেজনাকর চন্দ্রগ্রহণ অবলোকন করা যাবে।
পৃথিবীর সব জায়গা থেকে এই ঘটনা দেখা যাবে না।
বাংলাদেশসহ এশিয়ার দর্শকরা চাঁদের এ দুর্লভ দৃশ্য দেখতে বঞ্চিত হবেন।
এসময় পূর্ণ চন্দ্র গ্রহণ ঢেকে দেবে চাঁদের আকাশকে।
প্রাকৃতিক বিস্ময়কর ও বিরল ৭২ মিনিটের এই ঘটনা উপভোগ করতে যারা ব্যর্থ হবেন,
তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।


২৭ সেপ্টেম্বর ২০১৫ এর চাঁদের এই অনন্য ঘটনা আবার দেখতে পাবেন ২০৩৩ সালে ।
 এর আগে এরকম দৈত্যাকায় রক্তিম পূর্ণ-চন্দ্রগ্রহণের ঘটনা ঘটেছিল ১৯৮২ সালে।
গত একশো বছরে মাত্র পাঁচ বার এই সুযোগ পাওয়া গিয়েছিলো ।
 নাসার ওয়বসাইটে এ সংক্রান্ত বিস্তারিত খবর প্রকাশ হয়েছে।
 এই বিরল ঘটনাকে স্মরণীয় করে রাখতে নাসার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে ।
 নাসা টিভি লাইভ সম্প্রচার করবে।
প্রতি মাসেই চাঁদ তাঁর উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর কাছাকাছি চলে আসে।
 কিন্ত, পূর্ণ-চাঁদ হয়ে পৃথিবীর কাছে আসা নি:সন্দেহে বিরল ঘটনা।

Friday, September 25, 2015

Rare total eclipse lunar eclipse on September 27

Rare total eclipse lunar eclipse on September 27

The more light, the moon, the greater will dive in the dark! The full moon happens.
In the last 30 years, the moon, and the earth did not come to much.
 The moon on September 27, so we'll see as much swagger,
So bright it could be seen in the last three decades.
Lunar eclipse will be that day.
Picture by-Rosana Oviedo ROS

Total eclipse lunar eclipse on September 27.
 Moon-Sun 'overwhelms' taking is done on a regular basis.
According to NASA, but the 1-day moon in the sky, we see that,
 The 'Super Moon', we get a chance to see very low.
The same day, the "Super Moon" will be the "total eclipse, lunar,
Of rare events.
Which happened in the last 30 years.
After the eclipse shadow 'hide' the brightness of the moon will come out pretty remarkable.
 A 30 percent increase in the brightness of the moon.
The moon will be almost 14 percent larger.

Only five times in the past ten years, we got the chance.
 1910, 1928, 1946, and 198 in 1964.
 This opportunity will be again in 2033 after 18 years.

Why does the moon come to us all the time, so much swagger?

Because its satellites circling the earth like an egg on Murray.
The moon goes around-comes around to us.
Never goes away.
Most of us will be on September 23.

The only regret,
 Bangladesh will not be able to see this rare event!
 Can be seen in North America, Europe, Africa, West Asia.

Thursday, September 24, 2015

২১ মাইল হেঁটে অফিস করেন তিনি!

২১ মাইল হেঁটে অফিস করেন তিনি!
সেদিন যুক্ত রাষ্ট্রের ডেট্রয়েটের তাপমাত্রা ছিল হিমাঙ্কের ১২ ডিগ্রি সেলসিয়াস নিচে।
গাড়ীতে হিটার চালিয়ে গাড়ি চেপে বরফ ভেঙে বাড়ি থেকে অফিস যাওয়ার পথে
 লোকজন দেখতে পায় মোটা জ্যাকেট আর কান ঢাকা টুপিতে নিজেকে মুড়ে
 হনহনিয়ে হেঁটে চলেছেনএক প্রৌঢ়। রোজই তিনি এপথে হাঁটেন তিনি।
তবে সেটা স্বাস্থ রক্ষার হাঁটা নয়।  শীত,
গ্রীষ্ম বা বর্ষা সব ঋতুতেই তাকে হাঁটতে দেখা যায়।
উনার নাম হলো জেমর্স রবার্টসন।
রবার্টসনের এই হাঁটার পেছনে একটা কাহিনী আছে ।
 কিাহিনীটা জেনে সবাই চমকে উঠেছেন।
তিনি প্রতিদিন হাঁটেন এক বা দু’মাইল নয়,
 জীবনধারণের নিমিত্ত প্রতিদিন  তাঁকে গড়ে ২১ মাইল পথ হেঁটে অফিস অফিস করতে হয়।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বাসিন্দা জেমস রবার্টসনের  একমাত্র মন্ত্র জীবনে এগিয়ে চলা।
তাঁর বয়স ৫৪ বছরের চেয়ে বেশী ।
 মধ্যবয়সী এই লোককে সপ্তাহে পাঁচ দিনে প্রতিদিন  ২১ মাইল (৩৩ কিলোমিটার )
পথ হেঁটে অফিস করতে হয়।। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনও কিছুই তাঁ অফিস করার
অদম্য মানসিকতাকে বিঘ্ন করতে বা দমাতে পারেনি ।
২০০৫ সালে তার গাড়িটা নষ্ট হয়ে যায়।
নতুন গাড়ি কিনার  টাকা ছিল না তাঁ কাছে।
 কিন্তু পেটের দায় যে অস্বীকার করা যায় না।
তাই পায়ের ভরসাতেই হেঁটে অফিস করেন জেমস।
ডেট্রয়েট থেকে রচেস্টার হিলসের  এলাকায় তাঁর অফিস,
 সেখানে  কোন বাস বা ট্রেন যায় না।
অফিস যাবার  শেষ সাত মাইল
 (১১ কিলোমিটার ) হেঁটেই পার করতে হয় তাঁকে।
 ফেরার সময় পুরো ১৩ মাইল (২০ কিলোমিটার) পথ হেঁটে ফিরেন।
অফিস কামাই করার স্বভাব  নেই তাঁর।
 তুষারঝড়ে আমেরিকার উত্তর-পূর্বাংশ বরফে ঢেকে যায়
 তখনও পায়ে স্নো বুট পরে নির্দিষ্ট সময়েই অফিসে করেছেন তিনি।

তিনি বলেন ,সেই ছোটবেলায় বাবার কাছে শিখেছিলেন,
 কঠিন সময় চিরকাল থাকে না
কিন্তু চিরকাল রয়ে যান কঠিন ধাতের মানুষরা।
 জেমসের কথা জানাজানি হওয়ার পর
 সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।
জেমস যাতে একটা গাড়ি চেপে একটু ভালোভাবে অফিস যাতায়াত করতে পারেন
 তার জন্য শুরু হয়েছে চাদা তোলা।
 এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ডলার চাঁদা উঠেছে।
জেমসের কর্তব্যপরায়ণতাকে সম্মান জানাতে যারা চাদা দিয়েছেন তাদের বক্তব্য
‘এই অর্থ দিয়ে তিনি গাড়ি কিনুন।’
অবশ্য যাকে নিয়ে এত কিছু হচ্ছে সেই জেমস এসব শুনে হতবাক হয়েছেন।
 সূত্র: ইন্টারনেট



Saturday, September 5, 2015

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



Sunday, August 16, 2015

৫০০ বছরের পূরানো মোঘল সম্রাট আকবরের আমলের স্বর্ণখচিত আল কোরআন উদ্ধার !



প্রায় ৫০০ বছর আগের স্বর্ণখচিত কোরআন পাওয়া গেছে করেছে ভারতের মহীশুরে। এই খণ্ডটিতে মোট ৬০৪টি পৃষ্ঠা রয়েছে। যার সবগুলো পৃষ্ঠাই স্বর্ণখচিত। ধারণা করা হচ্ছে, পবিত্র কোরআনের খণ্ডটি মোঘল সম্রাট আকবরের আমলের। সে হিসেবে প্রায় ৫০০ বছর বয়স হবে এই গ্রন্থের। 
     ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ আলী বলেন, পবিত্র কোরআনের কপিটি তুর্কি জাদুঘরে সংরক্ষিত কোরআনের প্রাচীন কপিটির চেয়েও পুরোনো। তাঁর মতে, ১০৫০ সাল থেকে ১৬০৫ সালের মধ্যে এটি লেখা হয়েছিল। গ্রন্থটি সম্ভবত তুরস্ক কিংবা আফগানিস্তান থেকে ভারতে এসেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মহীশূরের পুলিশ কর্মকর্তা অভিনব খারে জানান, ‘চোরাকারবারিদের একটি দল প্রাচীন এই গ্রন্থটি পাঁচ কোটি রুপির বেশি দামে বিক্রির চেষ্টা করছিল। তারা দাবি করছিল, কোরআনটি সম্রাট আকবরের। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে।ওই চক্রটির মূল হোতার নাম সনাথ। তার কাছেই কোরআনের স্বর্ণখচিত কপিটি ছিল। তার নেতৃত্বে দুর্বৃত্ত দলটি সম্ভাব্য ক্রেতাদের মোবাইলে এই গ্রন্থের ছবি দেখিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা বিষয়টির সত্যতা স্বীকার করে।