Saturday, September 5, 2015

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



No comments:

Post a Comment

Saturday, September 5, 2015

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



No comments:

Post a Comment