কনক চাঁপা
কন্ঠ শিল্পী-খন্দকার নূরুল আলম
ছায়া ছবি-১
ছায়াছবি-২
চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে।
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
অনুরাগের পত্র লেখে।
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে।
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।
অশ্রু জলে কখনও ভাসে।
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।
শিল্পীঃ খন্দকার নূরুল আলম ,কনক চাঁপা
অ্যালবামঃ যে আগুনে পুড়ি
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
No comments:
Post a Comment