আপনি আপনার
বিশ্বাস ও মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি,
অন্যের মত ও
বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করেন ;
অথবা নিজস্ব
বিশ্বাস ও মতকে প্রচলন করতে গিয়ে ভিন্ন মতকে স্তব্দ করে দিতে চান,
তবে অন্যদের
মনে আপনার ও আপনার মতের বিরোদ্ধে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে,
এতে আপনার মতের
স্বপক্ষে সত্যিকারের অর্জন গুলো ব্যর্থতায় পর্যবেশিত হতে পারে!
মানুষদের প্রতি
ও তাদের মতের প্রতি আপনার এরূপ বিরোপ ধারণা আপনার মত গ্রহণে তাদের মন অস্বীকৃতি জানাবে।
কারণ ভিন্ন
মতের প্রতি শ্রদ্ধা জানানোতেই হলো সভ্যতা ।
আর অসভ্যতা
হতে বিরত থাকা মানুষের সহজাত প্রবৃত্তি বা মানুষের পরিচয়।
আর আপনার মতবাদ
যতো ভালই হোক জোর করে মানুষের উপর চাপিয়ে দেয়া যায় না।
No comments:
Post a Comment