মদ এবং নিষিদ্ধ মাদক একটি আসক্তি ।তেমনি অতিরিক্ত যৌন অভ্যাসও
একই ভাবে আসক্তির পর্যায়ে চলে যেতে পারে। যৌনক্রিয়ার সময় আমাদের শরীর অনেকগুলো রাসায়নিক
পদার্থের নি:সরণ করে যা একপ্রকার প্রবল সুখবোধ
জন্ম দেয়। কিছু মানুষ সেই সকল রাসায়নিক পদার্থের আসক্তিতে মজে যান এবং মোহিত হয়ে
একের পর এক যৌন অনুভুতির জন্য উমত্ত হয়ে উঠেন!
অন্যন্য আসক্তির মত শরীর যৌনক্রিয়াকালীন নিঃস্বরিত রাসায়নিক
পদার্থের ব্যপারেও অভ্যস্ত হয়ে যায়, তাই ভুক্তভুগি অতিরিক্ত অনুভুতি অর্জনের লক্ষ্যে
যৌনমিলনের মাত্রা ক্রমশঃ বাড়াতে থাকেন।
যৌন আসক্তি হল একপ্রকার যৌন কর্মকান্ড যা মনে হয় নিয়ন্ত্রন করা
কঠিন। একজন যৌন আসক্ত ব্যক্তি সবসময় যৌন কর্মে লিপ্ত হবার জন্য জোর প্রয়োগ করে। যৌন
আক্রোশের ফলশ্রুতিতে আসক্ত ব্যক্তি তার ব্যক্তিগত এবং কর্মজীবনে এমনকি সামাজিক জীবনেও
সমস্যার সৃষ্টি করেন। যৌন আসক্ত ব্যক্তি অনেক সময় যৌনতাকে পরিবার, বন্ধুবান্ধব এবং
কাজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
অনেক যৌন আসক্ত ব্যক্তি বলেন তাদের অস্বাস্থ্যকর যৌন অভ্যাস ক্রমশ
আসক্তিতে রূপ নিয়েছে। তাদের যৌন আসক্তি হয়তো শুরু হয়েছে হস্তমৈথুনে আসক্তি, পর্নো
ছবি দেখে কিংবা কোন অবৈধ শাররীক সম্পর্ক থেকে যা পরবর্তীতে পর্যাক্রমিক ভয়াবহ আচরনে
পরিবর্তিত হয়েছে।
যৌন পিপাসা কম থাকাকালীন যৌন আসক্ত ব্যক্তি লজ্জিত বোধ করেন, পাপের
জন্য অনুতপ্ত হন, তীব্র অনুশোচনা বোধ করেন এবং উদ্ভিগ্ন হন। যৌন আসক্তরা অনেক সময়
একা, নিঃসঙ্গ এবং শক্তিহীনতায় ভোগেন এবং অভ্যাস পরিবর্তন করতে চান। আবার তারা প্রায়শঃ
এসকল কঠিন চিন্তা থেকে মুক্ত হবার উদ্দেশ্যে পুনরায় যৌনাচারে লিপ্ত হয়ে পড়েন। বিষয়টি
অনেকটা জালের মত তাদের পেচিয়েঁ ধরার মতো।
যৌন আসক্তির আচরণ সমূহ :
১।যৌন আসক্তির বিভিন্ন আচরন আছে। তার মধ্যে কিছু কমন আসক্তি হচ্ছে-
২।.অতিরিক্ত হারে পর্নো ভিডিও দেখা
৩।বাধ্যগত হস্তমৈথুন করা
৪।অকারণে অঙ্গের অশোভনীয় অনাবৃত অবস্থায় থাকা
৫।ঝুকিপুর্ন যৌনমিলন
৬।পতিতাবৃত্তি
৭।ফোন সেক্স
৮।নেট সেক্স
৯।একাধিক জনের সাথে সম্পর্ক করা
১০।সহসা সহজেই যৌন সম্মুখীন হত্তয়া
১১.খুব বেশী ব্যক্তিগত বিজ্ঞাপন মাধ্যমে ডেটিং করা।
১২।কাউকে যৌন হয়রানী করা
যৌন আসক্তির পরিসংখ্যানঃ
সেক্স হেল্প . কম দ্বারা যৌন আসক্তদের মাঝে পরিচালিত জরিপে প্রাপ্ত
তথ্য মতে তাদের আচরন গুলো হলো :
.৭০% আসক্ত ব্যক্তি কঠিন সাংসারিক সমস্যায় পতিত হন।
.৪০% তাদের সঙ্গীর সাথে সম্পর্কে বিচ্ছেদ ঘটান।
.২৭% তাদের চাকুরী হারিয়েছেন।
.৪০% অনাকাঙ্খিত গর্ভধারন/গর্ভপাতের অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছেন।
.৭২% আত্মহত্যার প্ররোচক মানসিক বিষন্নতায় ভুগছেন।
.১৭% একাধিক বার অত্মহননের চেষ্টা করেছেন।
.৬৮% কোন না কোন যৌনবাহীত রোগে আক্রান্ত হয়েছেন।
সুত্র-ওয়েবসাইড
No comments:
Post a Comment