Friday, September 11, 2015

Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

No comments:

Post a Comment

Friday, September 11, 2015

Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

No comments:

Post a Comment