Saturday, September 19, 2015

Jar Chhaya Porechhe Moner Ayna-te


নিশীতা 
  
ছায়াছবি
ফেরদৌসী রহমান
 যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ
ছড়িয়ে দিলে গো।।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।

 শিল্পীঃ ফেরদৌসী রহমান ও নিশীতা    

  সুরকারঃ সত্যসাহা
 গীতিকারঃ    আব্বাস উদ্দিন আহমদ
 বছরঃ  ‍১৯৭৬

No comments:

Post a Comment

Saturday, September 19, 2015

Jar Chhaya Porechhe Moner Ayna-te


নিশীতা 
  
ছায়াছবি
ফেরদৌসী রহমান
 যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ
ছড়িয়ে দিলে গো।।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।

 শিল্পীঃ ফেরদৌসী রহমান ও নিশীতা    

  সুরকারঃ সত্যসাহা
 গীতিকারঃ    আব্বাস উদ্দিন আহমদ
 বছরঃ  ‍১৯৭৬

No comments:

Post a Comment