নিশীতা
ছায়াছবি
ফেরদৌসী রহমান
সে কি তুমি নও, ও গো তুমি নয়
হৃদয়ে আমার সুরের আবেশ।
ছড়িয়ে দিলে গো।।
ছড়িয়ে দিলে গো।।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে।
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
কখনও কী নাম ধরে ডাকবে।
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো।
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।
ভরা জলে ঢেউ কেন দাও গো।
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।
শিল্পীঃ ফেরদৌসী রহমান ও নিশীতা
সুরকারঃ সত্যসাহা
গীতিকারঃ আব্বাস উদ্দিন
আহমদ
বছরঃ ১৯৭৬
No comments:
Post a Comment