আগের
বাহাদুরী এখন গেল কৈ?
আগের
বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায়
চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি
তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ভবের জনম গেল্ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা
ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।
শিল্পীঃ শাহ আব্দুল করিম
ও কোরাস
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
While the previous Strength now?
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..
Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..
Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim
No comments:
Post a Comment