কনকচাঁপা
সাবিনা ইয়াসমিন (ছায়াছবি -ছন্দ হাড়িয়ে গেল)
গীতিময় এইদিন সেইদিন চীরদিন রবে কি (ছায়াছবি -ছন্দ হাড়িয়ে গেল)
গীতি ময় সেই দিন চীর দিন বুঝি
আর হলো না
মরমে রাঙা পাখি ,উড়ে সে গেল নাকি
সে কথা জানা হলো না
গীতি ময় সেই দিন চীর দিন বুঝি
আর হলো না..
দিন যায় কথা জেগে থাকে,মন তারে
কাছে ধরে রাখে
কখনো বসন্ত কখনো শ্রাবণ
কেন যে এতো ছলনা
গীতি ময় সেই দিন চীর দিন বুঝি
আর হলো না ..
যতো তুমি হও অভিমানী,ভিতরে দুয়ার
খোলা জানি
চোখের ভাষাতে আজকে না হয়
মনেরই কথা বল না
গীতি ময় সেই দিন চীর দিন বুঝি
আর হলো না ।।
শিল্পী-সাবিনা
ইয়াসমিন ও কনক চাঁপা
গীতিকার-গাজী
মাজহারুল ইসলাম
সূরকার-আনোয়ার
পারভেজ
No comments:
Post a Comment