Wednesday, September 16, 2015

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা




 কনকচাঁপা

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
    শিল্পীঃ অনুপ ঘোষাল
অ্যালবামঃ পাওয়া যায় নি
গীতিকারঃ মোহিনী চৌধুরী
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক

No comments:

Post a Comment

Wednesday, September 16, 2015

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা




 কনকচাঁপা

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
    শিল্পীঃ অনুপ ঘোষাল
অ্যালবামঃ পাওয়া যায় নি
গীতিকারঃ মোহিনী চৌধুরী
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক

No comments:

Post a Comment