কনকচাঁপা
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি।
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
অ্যালবামঃ পাওয়া যায়
নি
সুরকারঃ শৈলেশ দত্তগুপ্ত
গীতিকারঃ মোহিনী চৌধুরী
বছরঃ পাওয়া যায়
নি
বিভাগঃ আধুনিক
No comments:
Post a Comment