Monday, September 21, 2015

আমি লন্ডনী মাইয়া


আমি লন্ডনী মাইয়া



আমার কথায় ঠাট্টা মারলে উল্টা পাল্টা কথা কইলে
যাইমুগী তোমায় থুইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
লন্ডনে যাইবার লাগিয়া চাই তোমারে করতাম বিয়া
দুনিয়ার আধাখান চাইলে
দিমু দলিল করিয়া
আমি প্রেমের নাইয়া ও মাইয়া আমি প্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
আমার কথায় উঠতে হইব আমার কথায় বইতে হইব
এই শর্তে রাজী থাকলে
করমু তোমারে বিয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ইলান করি ও শর্বতি সুখী যদি হইগো সাথী
যেতা কইবা আমি রাজী লন্ডনের লাগিয়া
আমি প্রেমের নাইয়া ও মাইয়া আমি প্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
অন্য কোন মাইয়ার সংগে কইলে কথা রঙে ঢঙে
তোমারে ডিভোর্স করিমু
সাথে সাথে গিয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ও আমি প্রেমের নাইয়া ও আমি প্রেমের নাইয়া
তুমি আমার ময়না পাখি কিলা দিমু তোমারে ফাঁকি
সারা জীবন রাখমু তোমায় আমার বকুত ধরিয়া
ও আমি প্রেমের নাইয়া ও মাইয়াপ্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
চলো আমরা সংসার করি দুইজনে মিলিয়া
যাইমু দুইজন একি সাথে বাংলাদেশ ছাড়িয়া
লন্ডনের টাওয়ারে গিয়া বেরাইমু তোমারে লইয়া
লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ও আমি প্রেমের নাইয়া ও  আমি প্রেমের নাইয়া
ও আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া

No comments:

Post a Comment

Monday, September 21, 2015

আমি লন্ডনী মাইয়া


আমি লন্ডনী মাইয়া



আমার কথায় ঠাট্টা মারলে উল্টা পাল্টা কথা কইলে
যাইমুগী তোমায় থুইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
লন্ডনে যাইবার লাগিয়া চাই তোমারে করতাম বিয়া
দুনিয়ার আধাখান চাইলে
দিমু দলিল করিয়া
আমি প্রেমের নাইয়া ও মাইয়া আমি প্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
আমার কথায় উঠতে হইব আমার কথায় বইতে হইব
এই শর্তে রাজী থাকলে
করমু তোমারে বিয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ইলান করি ও শর্বতি সুখী যদি হইগো সাথী
যেতা কইবা আমি রাজী লন্ডনের লাগিয়া
আমি প্রেমের নাইয়া ও মাইয়া আমি প্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
অন্য কোন মাইয়ার সংগে কইলে কথা রঙে ঢঙে
তোমারে ডিভোর্স করিমু
সাথে সাথে গিয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ও আমি প্রেমের নাইয়া ও আমি প্রেমের নাইয়া
তুমি আমার ময়না পাখি কিলা দিমু তোমারে ফাঁকি
সারা জীবন রাখমু তোমায় আমার বকুত ধরিয়া
ও আমি প্রেমের নাইয়া ও মাইয়াপ্রেমের নাইয়া
আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
চলো আমরা সংসার করি দুইজনে মিলিয়া
যাইমু দুইজন একি সাথে বাংলাদেশ ছাড়িয়া
লন্ডনের টাওয়ারে গিয়া বেরাইমু তোমারে লইয়া
লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া
ও আমি প্রেমের নাইয়া ও  আমি প্রেমের নাইয়া
ও আমি লন্ডনী মাইয়া রে আমি লন্ডনী মাইয়া

No comments:

Post a Comment