Saturday, January 13, 2018

উন্নয়ন মেলা


উন্নয়ন মেলা

সম্প্রতি অনুষ্ঠিত  হলো সরকারের উন্নয়ন মেলা ।
আমার মতে, উন্নয়ন মেলা হলো দৃশ্যমান রঙচঙ্গার গানা বাজনার অস্থায়ী অবকাঠামোর সরকারের প্রসংশার স্তুতির প্রচারণা ।
এই মেলায় কিছু সংখ্যক মানুষের মনকে আকর্ষিত করতে পারে ,কাউকে চেতনায় গর্বিত করতে পারে ,কিন্তু চলমান দুর্নীতি ,লুটপাট বন্ধে প্রকৃত উন্নয়নের নিমিত্ত চেতনাবান হওয়ার উপকরণের অভাবের বিপরীতে চেতনার রাজনীতি বহমানের উপকরণ দৃশ্যমান হয় , এ অবস্থায় জনগণের উপকারার্থে অংশগ্রহণ লক্ষনীয় ভাবে অনুপস্থিত ।
উপরুন্তু  সরকার তথা জনগণের বিদ্যুৎ ,অর্থ ও শ্রমঘন্টা অপচয় এমনভাবে লক্ষনীয় যে,উন্নয়ন মেলা চলাকালীন সেবা প্রত্যাশী জনগণ সংশ্লিষ্ট অফিসে কর্মচারীকে অফিসে না পাওয়ায় প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হতে  হয় ।
তবুও এই অভাগা বৈষম্যের  বঙ্গদেশে জনগণের সমস্যার চেয়ে সরকারের চটকদার প্রচারণাই সকল সময় মহান থেকেছে।

সুনামগঞ্জ জেলার দিরাই পৌর শহরস্থিত শুকুরনগর গ্রামের ছবির দৃশ্যটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে,
উন্নয়ন মেলার সারবাণী হলো ছবির বাঁশের সাঁকোর মতো । চমৎকার ভাবে দৃশ্যমান আছে , কিন্তু জনগণের উপকার নির্ণয়ের উপায় নাই ।
তবুও বলা যায় এই বাঁশের সাঁকোতে জনগণের প্রচেষ্ঠা আছে ,অংশ গ্রহণ আছে। উন্নয়ন মেলায় তাও নেই ।
কারণ জনগণের উপকার বা সুবিধা ভোগ করা হলো প্রকৃত উন্নয়ন এবং সেখানেই জনগণের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ নিশ্চিত হয় । নতুবা তা হতে পারে চলমান দলীয় দুর্নীতি.লুটপাটের জন ভোগান্তির বিপরীতে সরকারী ব্যায়ের রঙচঙ্গা সরকারী স্তুতির অনুষ্ঠান অনুশীলনের নতুন মাত্রার প্রথার শুরু ।

জয় বাংলা,
অভাগা বাংলা ।

No comments:

Post a Comment

Saturday, January 13, 2018

উন্নয়ন মেলা


উন্নয়ন মেলা

সম্প্রতি অনুষ্ঠিত  হলো সরকারের উন্নয়ন মেলা ।
আমার মতে, উন্নয়ন মেলা হলো দৃশ্যমান রঙচঙ্গার গানা বাজনার অস্থায়ী অবকাঠামোর সরকারের প্রসংশার স্তুতির প্রচারণা ।
এই মেলায় কিছু সংখ্যক মানুষের মনকে আকর্ষিত করতে পারে ,কাউকে চেতনায় গর্বিত করতে পারে ,কিন্তু চলমান দুর্নীতি ,লুটপাট বন্ধে প্রকৃত উন্নয়নের নিমিত্ত চেতনাবান হওয়ার উপকরণের অভাবের বিপরীতে চেতনার রাজনীতি বহমানের উপকরণ দৃশ্যমান হয় , এ অবস্থায় জনগণের উপকারার্থে অংশগ্রহণ লক্ষনীয় ভাবে অনুপস্থিত ।
উপরুন্তু  সরকার তথা জনগণের বিদ্যুৎ ,অর্থ ও শ্রমঘন্টা অপচয় এমনভাবে লক্ষনীয় যে,উন্নয়ন মেলা চলাকালীন সেবা প্রত্যাশী জনগণ সংশ্লিষ্ট অফিসে কর্মচারীকে অফিসে না পাওয়ায় প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হতে  হয় ।
তবুও এই অভাগা বৈষম্যের  বঙ্গদেশে জনগণের সমস্যার চেয়ে সরকারের চটকদার প্রচারণাই সকল সময় মহান থেকেছে।

সুনামগঞ্জ জেলার দিরাই পৌর শহরস্থিত শুকুরনগর গ্রামের ছবির দৃশ্যটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে,
উন্নয়ন মেলার সারবাণী হলো ছবির বাঁশের সাঁকোর মতো । চমৎকার ভাবে দৃশ্যমান আছে , কিন্তু জনগণের উপকার নির্ণয়ের উপায় নাই ।
তবুও বলা যায় এই বাঁশের সাঁকোতে জনগণের প্রচেষ্ঠা আছে ,অংশ গ্রহণ আছে। উন্নয়ন মেলায় তাও নেই ।
কারণ জনগণের উপকার বা সুবিধা ভোগ করা হলো প্রকৃত উন্নয়ন এবং সেখানেই জনগণের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ নিশ্চিত হয় । নতুবা তা হতে পারে চলমান দলীয় দুর্নীতি.লুটপাটের জন ভোগান্তির বিপরীতে সরকারী ব্যায়ের রঙচঙ্গা সরকারী স্তুতির অনুষ্ঠান অনুশীলনের নতুন মাত্রার প্রথার শুরু ।

জয় বাংলা,
অভাগা বাংলা ।

No comments:

Post a Comment