Saturday, October 17, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ -বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, প্যান্ট খোলার পর চোখে পানি ঝড়ে।


কালিদাস পন্ডিতের ধাঁধাঁ

১।বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে,
প্যান্ট খোলার পর চোখে পানি ঝড়ে।

২।যৌবনে যুবতি বুড়া কালে লাল
নেংটা হয়ে বাজারে যায়, জিবে আসে জল!

৩।এক গাছে বহু ফল গা কাঁটা কাঁটা
পাকিলে ছাড়াও যদি,হাতে লাগে আঠা!

৪।উপরে চুনকাম করা ভিতরে লাল ঝোল
না বলতে পারলে তোমার মাথায় গন্ডগোল!

৫।বাকলে আনে দড়ি,পাতায় তরকারী
খড়িতে লা কড়ীর যোগান এটা খুব দরকারী

উত্তর মিলিয়ে দেখুন হয় কি না:-
১।পিঁয়াজ ২।তেঁতুল ৩।কাঁঠাল ৪।ডিম
৫।পাটগাছ

No comments:

Post a Comment

Saturday, October 17, 2015

কালিদাস পন্ডিতের ধাঁধাঁ -বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, প্যান্ট খোলার পর চোখে পানি ঝড়ে।


কালিদাস পন্ডিতের ধাঁধাঁ

১।বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে,
প্যান্ট খোলার পর চোখে পানি ঝড়ে।

২।যৌবনে যুবতি বুড়া কালে লাল
নেংটা হয়ে বাজারে যায়, জিবে আসে জল!

৩।এক গাছে বহু ফল গা কাঁটা কাঁটা
পাকিলে ছাড়াও যদি,হাতে লাগে আঠা!

৪।উপরে চুনকাম করা ভিতরে লাল ঝোল
না বলতে পারলে তোমার মাথায় গন্ডগোল!

৫।বাকলে আনে দড়ি,পাতায় তরকারী
খড়িতে লা কড়ীর যোগান এটা খুব দরকারী

উত্তর মিলিয়ে দেখুন হয় কি না:-
১।পিঁয়াজ ২।তেঁতুল ৩।কাঁঠাল ৪।ডিম
৫।পাটগাছ

No comments:

Post a Comment