This machine is the only thing that this poor man. Which is then burned. |
India had entered the country in the foothills of megalaya dhopajana river.
The rainy season is a lot of water flowing through the river.
Water moves to the river, with plenty of sand and stone.
Sand and stone is deposited in the bottom of the river.
Sand mahals, the river sand is the lease of the district administration.
The use of the denomination in the country including the capital Dhaka sand.In this sand Mahal many people are employed.
Although rich and poor farmer workers.
Boma machine poor workers working under the machine owners.
In some parts of the boma machine, machine owners will decide the amount of money in exchange for permission boost sand stone from the leaseholders.
Machine owners lower financial bomb.
The bombing of a water pump machine to machine.
From the floor of the lift by which water is pumped.
Come up with water, sand and stones.
Steel sieve workers separate the stones from the water.
He is profiting from the stones of the machine or
Water pump machine.
Pump machines owners Boma machine.
Due to the constant sand stone quarries in the river is caused by a huge hole.
Failure to break down the river because of the huge hole Sand soil.
This village houses are broken.
The environment is crashing.
Department of Environment asked the district administration to protect the environment.
That case.
They set fire to the mobile court Boma machines.
Some are life-saving equipment or loss of life
Some wept Bomb machines due to burning.
Some become angry and the way of life was stunned.
Bomamesin been burned. Frustrated workers |
The question arises of the environment?
Or of humanity?
Once everything is made above the law!
Leads people wailing, crying, despair, harassment.
Solving the problem issues affecting poor people to pray representatives.
Public representatives are waiting for the time.
Office, law, politics, etc., crossover intervention Public representatives compromise.
To protect the interests of the rich, the poor and labor it takes.
Turn back the current of the river.
Sand stone is lifted.
This is Bangladesh.
It is not just
Of humanity?
Environment stars?
Large law?
Which one is bigger?
No one knows what the answer is?
What the right answer is not available at any time.
Bangla
ধোপাজান নদী বালু মহালে পরিবেশ ও মানবতার কাহিনী
বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি নদী ধোপাজান নদী বা চলতি নদী।ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশ হতে বাংলাদেশে প্রবেশ করেছে ধোপাজান নদী ।
বর্ষাকালে প্রচুর পানি প্রবাহিত হয় এই নদী দিয়ে ।
সে সময় প্রচুর বালি ও পাথর চলে আসে নদীর স্রোতের সাথে।
বালি ও পাথর গুলো জমা হতে থাকে নদীর তলদেশে ।
এই নদীটি বালু মহাল হিসাবে জেলা প্রশাসন হতে ইজারা দেয়া হয়।
এই নদীর বালু রাজধানী ঢাকা সহ সারাদেশে ব্যবহার করা হয়্।
এই বালু মহালে অনেক মানুষের কর্মসংস্থান হয়।
ইজারাদার ধনী হলেও শ্রমিকরা গরীব।
গরীব শ্রমিকরা কাজ করে বোমা মেশিন মালিকদের অধীনে।
বোমা মেশিন মালিকরা নিদৃষ্ট পরিমান টাকার বিনিময়ে নদীর কিছু অংশে বালু পাথর উত্তোলনের অনুমতি নেয় ইজারাদারের নিকট হতে।
বোমা মেশিন মালিকরা নিম্ন বিত্ত।
বোমা মেশিন হলো একটি পানি পাম্প করার মেশিন।
যার দ্বারা নদীর তল হতে পাম্প করে পানি উত্তোলন করা হয়।
পানির সাথে চলে আসে বালু ও পাথর।
ষ্টিলের ছাঁকুনি দিয়ে পানি হতে বালু পাথর আলাদা করে শ্রমিকরা।
সে পাথর বিক্রী করে লাভবান হয় বোমা মেশিন বা পাম্প মেশিন মালিকরা ।
শ্রমিকরা জীবন চালানোর পারিশমিক পায়।
অনবরত বালু পাথর উত্তোলন করার কারণে নদীতে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়।
বালুমাটি হওয়ায় বিশাল গর্তের কারণে নদীর পাড় ভেঙ্গে যায়্ ।
ফলে ভেংগে যায় জনপদ ঘর বাড়ী ।
পরিবেশের বিপর্যয় হয়।
পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ রক্ষার জন্য নির্দেশ দেয়া হয় জেলা প্রশাসনকে।
মামলাও হয়।
ভ্রাম্যমান আদালত পুড়িয়ে দেয় বোমা মেশিন ।
কেউ কেউ সারা জীবনের সঞ্চয় বা জীবন ধারনের অবলম্বন হাড়ায়।
বোমা মেশিন পুড়ানোর কারণে কেউ কেউ কাঁদেন।
কেউ কেউ জীবন ধারনের উপায় রুদ্ধ হয়ে যাওয়ায় হতবাক হয়ে পড়েন।
অমানবিক পরিবেশ সৃষ্টি হয় ধোপাজান নদীতে।
প্রশ্ন জাগে পরিবেশ বড়?
নাকি মানবতা বড় ?
একসময় সবকিছু ছাপিয়ে আইন বড় হয়ে যায় !
বাড়ে লোকজনের হাহাকার,কান্না,হতাশা,হয়রানী।
সমস্যা সামাধানে গরীব ক্ষতিগ্রস্থ লোকজন প্রার্থনা করেন জনপ্রতিনিধির কাছে।
জন প্রতিনিধি এমন সময়ের অপেক্ষায় থাকেন।
অফিস,আইন আদালত,রাজনীতি,জনপ্রনিধির হস্তক্ষেপে ইত্যাদির সমন্নয়ে আপোষ হয়।
ধনীর স্বার্থ রক্ষা করে,গরীবরা আবার শ্রমে লেগে যায়।
আবার চালু হয় চলতি নদী ।
বালু পাথর উত্তোলিত হতে থাকে।
এভাবেই চলতে থাকে গ্রাম, শহর্ ,উপজেলা, জেলা, বিভাগ ,রাজধানী, বাংলাদেশ।
শুধু জানা যায় না-
মানবাতা বড় ?
পরিবেশ বড় ?
আইন বড়?
আসলে কোনটি বড় ?
কেউ কি জানে তার উত্তর?
কোনটির কোন সত্য সঠিক উত্তর কোন সময় পাওয়া যায় না।
No comments:
Post a Comment