The question of surprised
(1)birds do not lay eggs?(2)The mother of a small
(3)Old six nine ,Young Once ?
(4)Mama calls Mama says, mom says so?
The boy's Mama, father says so?
(5) Reduce drag as the closer
Can you tell what that?
In reply to: -
(1) Bats ( 2) parched rice(3) Taught yarn needle(4)chanda Mama(Moon). (5)Cigarette
কালিদাস পন্ডিতের ধাঁধাঁ
১।কোন পাখির ডিম নাই,বলেন দেখি ভাই ?২।দেখিতে আশ্চর্য বড়,মা ছোট ছেলে বড়?
৩।বুড়োদের নয়বার ছয়বার
ছোকড়াদের একবার ?
৪।মামা ডাকে মামা বলে ,মাও বলে তাই?
ছেলে মামা বলে,বাবাও বলে তাই ?
৫।যতোটা টানে ততোটা কমে
বলতে পার তার মানে ?
উত্তর মিলিয়ে নিন:-
১।বাদুর ২।মুড়ি ৩।সুই সুতা পরানো
৪।চাঁদ মামা।৫। সিগারেট
No comments:
Post a Comment