Thursday, March 3, 2016

নারীদের যে ১০টি বিষয় পুরুষরা বুঝতে পারেন না!

নারীদের যে ১০টি বিষয় পুরুষরা বুঝতে পারেন না!

নারী-পুরুষের মধ্যে প্রেম চীরন্তন।তার পরেও নারী-পুরুষের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়। নানান কারণে নারী-পুরুষের মধ্যে সম্পর্ক ভালো যায় না।তবে একটা কথা প্রায় শোনা যায়, নারী নাকি রহস্যময়ী। কিন্তু কেন?

রহস্যময়ী মানে নারী সম্পর্কে বেশ কিছু দিক আছে যা পুরুষ বুঝতেও পারেন না। তাহলে সেগুলো কোন বিষয়? নারীর কি কি বুঝতে পারেন না পুরুষকুল? তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই গোপন কথা।
১। একটি জিন্‌স বা টপ কিনতে কেন সাড়ে ৩৩ ঘণ্টা লাগে?

২। এমনিই যদি সুন্দরী, তা হলে এত্তো মেক-আপ করার প্রয়োজন কী?

৩। থেকে থেকেই ‘‘আমাকে কি মোটা লাগছে’’ জানতে চাওয়ার কারণ কী?

৪। কাঁদলেই কেন নাক দিয়ে ফ্যাচ-ফ্যাচ করে জল বেরোয়?

৫। স্নান করতে কী লাগে? জল, সাবান, শ্যাম্পু, তোয়ালে। বাথরুমে তা হলে এত কিছু়র বোতল, প্যাকেট কীসের?

৬। ‘‘ছবি তুলব’’ বললেই কেন হাসি-হাসি মুখে পোজ দিতে হয়? স্বাভাবিক অবস্থায় তো ছবি আরও সুন্দর ও জীবন্ত হয় বলেই শোনা যায়।

৭। সুন্দরী হলে, তার উপরে সাজলে তো সকলেই তাকাবেন। বিশেষত পুরুষকুল। তা হলে পাল্টা কটাক্ষে ‘‘অসভ্য’’ বলা কেন?

৮। বিছানায় বালিশের ডাঁই। কিন্তু টিভি দেখার সময়ে সোফায় এত বালিশ কী করে?

৯। সব সাবান-শ্যাম্পুই নাকি এক !-এমন অভিযোগ করেন হামেশাই। তবু কেন এত ব্র্যান্ডের এত ভ্যারাইটি সাবান-শ্যাম্পু ব্যবহার করা?

১০। রাতে ঘুমনোর সময়ে এত ধরনের ক্রিম ইত্যাদি মাখার প্রয়োজন কী?

- এ ওয়ান নিউজ

No comments:

Post a Comment

Thursday, March 3, 2016

নারীদের যে ১০টি বিষয় পুরুষরা বুঝতে পারেন না!

নারীদের যে ১০টি বিষয় পুরুষরা বুঝতে পারেন না!

নারী-পুরুষের মধ্যে প্রেম চীরন্তন।তার পরেও নারী-পুরুষের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হয়। নানান কারণে নারী-পুরুষের মধ্যে সম্পর্ক ভালো যায় না।তবে একটা কথা প্রায় শোনা যায়, নারী নাকি রহস্যময়ী। কিন্তু কেন?

রহস্যময়ী মানে নারী সম্পর্কে বেশ কিছু দিক আছে যা পুরুষ বুঝতেও পারেন না। তাহলে সেগুলো কোন বিষয়? নারীর কি কি বুঝতে পারেন না পুরুষকুল? তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই গোপন কথা।
১। একটি জিন্‌স বা টপ কিনতে কেন সাড়ে ৩৩ ঘণ্টা লাগে?

২। এমনিই যদি সুন্দরী, তা হলে এত্তো মেক-আপ করার প্রয়োজন কী?

৩। থেকে থেকেই ‘‘আমাকে কি মোটা লাগছে’’ জানতে চাওয়ার কারণ কী?

৪। কাঁদলেই কেন নাক দিয়ে ফ্যাচ-ফ্যাচ করে জল বেরোয়?

৫। স্নান করতে কী লাগে? জল, সাবান, শ্যাম্পু, তোয়ালে। বাথরুমে তা হলে এত কিছু়র বোতল, প্যাকেট কীসের?

৬। ‘‘ছবি তুলব’’ বললেই কেন হাসি-হাসি মুখে পোজ দিতে হয়? স্বাভাবিক অবস্থায় তো ছবি আরও সুন্দর ও জীবন্ত হয় বলেই শোনা যায়।

৭। সুন্দরী হলে, তার উপরে সাজলে তো সকলেই তাকাবেন। বিশেষত পুরুষকুল। তা হলে পাল্টা কটাক্ষে ‘‘অসভ্য’’ বলা কেন?

৮। বিছানায় বালিশের ডাঁই। কিন্তু টিভি দেখার সময়ে সোফায় এত বালিশ কী করে?

৯। সব সাবান-শ্যাম্পুই নাকি এক !-এমন অভিযোগ করেন হামেশাই। তবু কেন এত ব্র্যান্ডের এত ভ্যারাইটি সাবান-শ্যাম্পু ব্যবহার করা?

১০। রাতে ঘুমনোর সময়ে এত ধরনের ক্রিম ইত্যাদি মাখার প্রয়োজন কী?

- এ ওয়ান নিউজ

No comments:

Post a Comment