Showing posts with label বাংলা গানের Lyrics. Show all posts
Showing posts with label বাংলা গানের Lyrics. Show all posts

Wednesday, September 16, 2015

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা




 কনকচাঁপা

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
    শিল্পীঃ অনুপ ঘোষাল
অ্যালবামঃ পাওয়া যায় নি
গীতিকারঃ মোহিনী চৌধুরী
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক

Monday, September 14, 2015

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি


 
শিল্পীঃমোহিন 

কন্ঠ শিল্পীঃ মো: অব্দুল জব্বার

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
আরে!গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।।
সারি সারি জনতার এই যে ভীড়ে
কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে
তাইতো আমি ভাই এই হাত টাকে চালাই
এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে।।
ছোট ছোট মানুষের অন্ন কেড়ে
বড় বড় বাড়ীগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই আরে! নাই যে কোনো ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
শিল্পী-মোহিন
শিল্পীঃ মো: আব্দুল জব্বার   
 অ্যালবামঃ পিচ ঢালা পথ
সুরকারঃ রবিন ঘোষ
  গীতিকারঃ আহমদ জামান চৌধুরী

An asphalt loved this Road
We have tied up with him this Heart
As seen in this town filled with color
Hey! Riddle proximity read more ..
Among the crowds that lined
I do not want one on one at the back
As I am the brother of an eyeball on this hand
Only citizens of the website from the other side.
Thus the day is the night
Turn lanes highway ..
Young people away food
The big houses are becoming increasing
But where to go Hey! There is no place for that
Just want to let you walk away with some cash to survive.
Thus the day is the night
Turn lanes highway

Sunday, September 13, 2015

মনের রঙে রাঙাবো


রন্টি
   (ছায়াছবি)কন্ঠ- সেলিনা আজাদ

    মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

শিল্পীঃ   সেলিনা আজাদ  ও রন্টি
  সুরকারঃ আজাদ রহমান
 গীতিকারঃ আজাদ রহমান
  বছরঃ ১৯৭০

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে - চাটগাইয়া গান

সালমা

 
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে, চাটগাইয়া গান


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে !!

শিল্পী -সালমা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

ভূপের হাজারিকা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে ্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

শিল্পীঃ ভূপেন হাজারিকা

ভিডিও - https://youtu.be/t-Qlc9pp4Js

Saturday, September 12, 2015

গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

Friday, September 11, 2015

চোখ যে মনের কথা বলে

শিল্পীঃ খন্দকার নূরুল আলম

চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।


শিল্পীঃ খন্দকার নূরুল আলম 
অ্যালবামঃ যে আগুনে পুড়ি 
সুরকারঃ খন্দকার নূরুল আলম 
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বিভাগঃ ছায়াছবি



Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

Thursday, September 10, 2015

নাইয়া রে নায়ের বাদাম তুইলা


নাইয়া রে নায়ের বাদাম তুইলা  
          নাইয়া রে নায়ের বাদাম তুইলা            
কোন দূরে যাও চইলা।
অচিনা সায়রের মাঝি
সেই কথা যাও বইলা।।
নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে
হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দু:খে জ্বইলা
কোন দূরে যাও চইলা
নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে
বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

শিল্পীঃআবাদুল আলীম
                                       ভিডিও-

O boat sail sailor were otherwise
Any moves away.
undiscovered to talk to the sea Waterman ..
O sailor downstream countries
If you walk hijalatalira
If my Brother
Talk to me
Dying grief burns
Any moves away
How much heart, and reminded my sailor
Think fire
Forest fire that
Murray fires that burn.
I continue to trouble
Any moves away...

Singer. Abdul Alim

 

Wednesday, September 9, 2015

মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষপেতে পারে না
ভূপেন হাজারিকা

বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু……….


·  শিল্পীঃ ভূপেন হাজারিকা

man to man
Life for life
What people can not get a little sympathy
oh! friends ....

People in the product
The livelihood of people
What a shame not to be able to come back to the old history?
oh! friends ......... ..

Tell Your loss
Deep river of life
If you cross over the weak people
If he is not the man people
Sometimes people are not monsters
Sometimes the monsters that people will not be ashamed of what you have?
......... oh! friends.

Singer Bhupen Hazarika

Sunday, September 6, 2015

আগের বাহাদুরী এখন গেল কৈ?

আগের বাহাদুরী এখন গেল কৈ?


আগের বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্‌ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।

শিল্পীঃ শাহ আব্দুল করিম ও কোরাস
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
While the previous Strength now?
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..

Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।


শিল্পীঃ ভূপেন হাজারিকা, রুনা লায়লা
  সুরকারঃ ভূপেন হাজারিকা
  গীতিকারঃ ভূপেন হাজারিকা
  বছরঃ ১৯৭১


My mother Ganges Padma my mother
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
The same sky, the same air
Breathing is one of the heart.
Wagtail bird quail same cadence lips.
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
Citizens do not know the other side of the bank
And I'm all khanete
Gangera water flooding dinga
And I am a waterman padmate
Chile swept wing sankha
And rivet the two rivers
Expect tears and smiles in the same language of love is the same.
Suffer the same pains in the chest happiness
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..

Singer. Bhupen Hazarika, Runa Laila

Tuner. Bhupen Hazarika

Song writer Bhupen Hazarika
  Year 1971


Showing posts with label বাংলা গানের Lyrics. Show all posts
Showing posts with label বাংলা গানের Lyrics. Show all posts

Wednesday, September 16, 2015

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা




 কনকচাঁপা

এনেছি আমার শত জনমের প্রেম আঁখিজলে গাঁথা মালা ;
ওগো সুদূরিকা, আজো কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা।।
স্বপনে আমার সাথীহারা রাতে, পেয়েছি তোমায় পলকে হারাতে
তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায় বিফলে সে দীপ জ্বালা।।
মনে মনে তবু স্বপন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি
দূরে আছ তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ তো বিরহ
প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা।।
    শিল্পীঃ অনুপ ঘোষাল
অ্যালবামঃ পাওয়া যায় নি
গীতিকারঃ মোহিনী চৌধুরী
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ আধুনিক

Monday, September 14, 2015

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি


 
শিল্পীঃমোহিন 

কন্ঠ শিল্পীঃ মো: অব্দুল জব্বার

পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি
তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি
রঙ ভরা এই শহরে যতই দেখেছি
আরে!গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি।।
সারি সারি জনতার এই যে ভীড়ে
কেউ তো কারো পানে দেখো চায় না ফিরে
তাইতো আমি ভাই এই হাত টাকে চালাই
এপার ওপার করে শুধু পালিয়ে বেড়াই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে।।
ছোট ছোট মানুষের অন্ন কেড়ে
বড় বড় বাড়ীগুলো উঠছে বেড়ে
তবু যেথা যাই আরে! নাই যে কোনো ঠাঁই
বেঁচে থাকার তরে শুধু নগদ কিছু চাই।
দিন যায় রাত যায় এমনি করে
অলিগলি রাজপথ ঘুরে ঘুরে
শিল্পী-মোহিন
শিল্পীঃ মো: আব্দুল জব্বার   
 অ্যালবামঃ পিচ ঢালা পথ
সুরকারঃ রবিন ঘোষ
  গীতিকারঃ আহমদ জামান চৌধুরী

An asphalt loved this Road
We have tied up with him this Heart
As seen in this town filled with color
Hey! Riddle proximity read more ..
Among the crowds that lined
I do not want one on one at the back
As I am the brother of an eyeball on this hand
Only citizens of the website from the other side.
Thus the day is the night
Turn lanes highway ..
Young people away food
The big houses are becoming increasing
But where to go Hey! There is no place for that
Just want to let you walk away with some cash to survive.
Thus the day is the night
Turn lanes highway

Sunday, September 13, 2015

মনের রঙে রাঙাবো


রন্টি
   (ছায়াছবি)কন্ঠ- সেলিনা আজাদ

    মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

শিল্পীঃ   সেলিনা আজাদ  ও রন্টি
  সুরকারঃ আজাদ রহমান
 গীতিকারঃ আজাদ রহমান
  বছরঃ ১৯৭০

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে - চাটগাইয়া গান

সালমা

 
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে, চাটগাইয়া গান


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে !!

শিল্পী -সালমা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

ভূপের হাজারিকা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে ্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

শিল্পীঃ ভূপেন হাজারিকা

ভিডিও - https://youtu.be/t-Qlc9pp4Js

Saturday, September 12, 2015

গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

Friday, September 11, 2015

চোখ যে মনের কথা বলে

শিল্পীঃ খন্দকার নূরুল আলম

চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।


শিল্পীঃ খন্দকার নূরুল আলম 
অ্যালবামঃ যে আগুনে পুড়ি 
সুরকারঃ খন্দকার নূরুল আলম 
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বিভাগঃ ছায়াছবি



Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

Thursday, September 10, 2015

নাইয়া রে নায়ের বাদাম তুইলা


নাইয়া রে নায়ের বাদাম তুইলা  
          নাইয়া রে নায়ের বাদাম তুইলা            
কোন দূরে যাও চইলা।
অচিনা সায়রের মাঝি
সেই কথা যাও বইলা।।
নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে
হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দু:খে জ্বইলা
কোন দূরে যাও চইলা
নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে
বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

শিল্পীঃআবাদুল আলীম
                                       ভিডিও-

O boat sail sailor were otherwise
Any moves away.
undiscovered to talk to the sea Waterman ..
O sailor downstream countries
If you walk hijalatalira
If my Brother
Talk to me
Dying grief burns
Any moves away
How much heart, and reminded my sailor
Think fire
Forest fire that
Murray fires that burn.
I continue to trouble
Any moves away...

Singer. Abdul Alim

 

Wednesday, September 9, 2015

মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষপেতে পারে না
ভূপেন হাজারিকা

বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু……….


·  শিল্পীঃ ভূপেন হাজারিকা

man to man
Life for life
What people can not get a little sympathy
oh! friends ....

People in the product
The livelihood of people
What a shame not to be able to come back to the old history?
oh! friends ......... ..

Tell Your loss
Deep river of life
If you cross over the weak people
If he is not the man people
Sometimes people are not monsters
Sometimes the monsters that people will not be ashamed of what you have?
......... oh! friends.

Singer Bhupen Hazarika

Sunday, September 6, 2015

আগের বাহাদুরী এখন গেল কৈ?

আগের বাহাদুরী এখন গেল কৈ?


আগের বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্‌ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।

শিল্পীঃ শাহ আব্দুল করিম ও কোরাস
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
While the previous Strength now?
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..

Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।


শিল্পীঃ ভূপেন হাজারিকা, রুনা লায়লা
  সুরকারঃ ভূপেন হাজারিকা
  গীতিকারঃ ভূপেন হাজারিকা
  বছরঃ ১৯৭১


My mother Ganges Padma my mother
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
The same sky, the same air
Breathing is one of the heart.
Wagtail bird quail same cadence lips.
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
Citizens do not know the other side of the bank
And I'm all khanete
Gangera water flooding dinga
And I am a waterman padmate
Chile swept wing sankha
And rivet the two rivers
Expect tears and smiles in the same language of love is the same.
Suffer the same pains in the chest happiness
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..

Singer. Bhupen Hazarika, Runa Laila

Tuner. Bhupen Hazarika

Song writer Bhupen Hazarika
  Year 1971