Sunday, September 6, 2015

আগের বাহাদুরী এখন গেল কৈ?

আগের বাহাদুরী এখন গেল কৈ?


আগের বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্‌ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।

শিল্পীঃ শাহ আব্দুল করিম ও কোরাস
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
While the previous Strength now?
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..

Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।


শিল্পীঃ ভূপেন হাজারিকা, রুনা লায়লা
  সুরকারঃ ভূপেন হাজারিকা
  গীতিকারঃ ভূপেন হাজারিকা
  বছরঃ ১৯৭১


My mother Ganges Padma my mother
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
The same sky, the same air
Breathing is one of the heart.
Wagtail bird quail same cadence lips.
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
Citizens do not know the other side of the bank
And I'm all khanete
Gangera water flooding dinga
And I am a waterman padmate
Chile swept wing sankha
And rivet the two rivers
Expect tears and smiles in the same language of love is the same.
Suffer the same pains in the chest happiness
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..

Singer. Bhupen Hazarika, Runa Laila

Tuner. Bhupen Hazarika

Song writer Bhupen Hazarika
  Year 1971


ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিজের বাড়ির দরজাটি শরণার্থীদের জন্য খুলে দিলেন


ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলা তার ব্যবহৃত ঘড়টি উদ্বাস্তুদের খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের বৃহত্তর নগর অউলুর নিকটে "কেমপেলে" তে প্রধানমন্ত্রীর এই বাড়িটি। তিনি অবকাশ যাপনকালে মাঝেমাঝে এ বাড়িটি ব্যবহার করে থাকেন।
ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলার বাড়ী
অউলু শহরে উদ্বাস্তুদের খোঁজখবর নিতে এসে স্থানীয় শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রের অভ্যর্থকদের নিকট শরণার্থীদের ব্যাবহারের জন্য প্রধানমন্ত্রী ইউহা সিপিলা এ বাড়িটি হস্তান্তর করেন। স্ত্রী মিন্না মারিয়া সিপিলার অভিপ্রায়ে ও পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইউহা সিপিলা ও তাঁর স্ত্রী
মিন্না মারিয়া সিপিলা
ফিনল্যান্ডে আগত কয়েক হাজার শরণার্থী ও অভিবাসীদের আবাসন সংকটের তীব্রতা ও মানুষের ভোগান্তির সমাধানে তার এই সিদ্ধান্ত ফিনিশদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী সিপিলা উল্লেখ করেন।
শরণার্থীরা সাগর দিয়ে আসছেন
অনেকে দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করছেন
অউলুর শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি দেশটির সকল গীর্জা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে শরণার্থীদের ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলায় এগিয়ে আসারও আহবান জানান।

Bangabandhu and Ziaur Rahman and Hossain Shahid saharaoyardi

Bangabandhu Sheikh Mujibur Rahman and Ziaur Rahman

Bangabandhu Sheikh Mujibur Rahman and Hossain Shahid saharaoyardi

Saturday, September 5, 2015

Love at first sight!


The first show will be the accumulation of thoughts, but otherwise do not look around. They do not have the words, " After seeing the times". The show is so overwhelmed at first glance. Think a little, but do not take place. Before you know it, what is the first thing to show a man to the woman .

1. look:
What's the look, the woman noticed that before. If he is not handsome man, the whole show is a flop. But do not feel it, Very good will be. Take care of yourself a little. The hair cut, mustache-beard trimmed. Read the rest of a good perfume mix. And yes, keep an eye on mast clothing.

2. Cute:
Although not good-looking eyes, laughter is the strength of the magnet, the girl will be more than that, but yeah. Look at the Personality. Speech, expression mobility classy up. Not GIRL behavior .

3. Smiles:
Despite the fact that the TRP is his smile, remember that women will have more than his side. In fact, look back again and again. The first show to captivate so sweet smile.

4. Done humor laugh completed:
The flash of joy on the faces of the men and the women are the first to use mixed humor keeps him in the head.

5. Confidence:
If you win the first women representatives will be able to show glimpses of Suffice to say confidence. So Awful coward behavior leave. Increase self-confidence.

6. Conversation:
Women fancy words to impress at first glance. Also abbreviations such as his, you do not need to do too much Smartness. Would the woman fall in love.

Flowers and butterflies

Flowers and butterflies - Jenn Iove

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



নীল সাগরের গোলাপদের গোলাপী সূর্যাস্ত


The blue sea of pink sunset rose coloured

৩০ বছর

হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি,
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া,
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী
স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী,
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশান শো
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদবালা,
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড
স্বাধীনতা কি পানির ট্যাংক গলিত লাশের গন্ধ

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ,
স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারণাস্ত্রের গর্জন
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন

আজ নেই বগী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার
আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার,
আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা

তদবির দুর্নীতির সুতিকাগার

তদবির অবৈধ সুবিধা প্রাপ্তিতে উতসাহিত করে ,
তদবিরে অপর জনের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করে ।
তদবিরে রাষ্ট্রযন্ত্রের সেবায় বৈষম্য সৃষ্টি হয়ে মানুষদের বৈষম্য বাড়ে ।
তদবিরে আইনের শাসনে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করার কারণ ।
তদবির দুর্নীতির সুতিকাগার।



Friday, September 4, 2015

বিশ্বাস ও মতবাদ

আপনি আপনার বিশ্বাস ও মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি,
অন্যের মত ও বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করেন ;
অথবা নিজস্ব বিশ্বাস ও মতকে প্রচলন করতে গিয়ে ভিন্ন মতকে স্তব্দ করে দিতে চান,
তবে অন্যদের মনে আপনার ও আপনার মতের বিরোদ্ধে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে,
এতে আপনার মতের স্বপক্ষে সত্যিকারের অর্জন গুলো ব্যর্থতায় পর্যবেশিত হতে পারে!
মানুষদের প্রতি ও তাদের মতের প্রতি আপনার এরূপ বিরোপ ধারণা আপনার মত গ্রহণে তাদের মন অস্বীকৃতি জানাবে।
কারণ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানানোতেই হলো সভ্যতা ।
আর অসভ্যতা হতে বিরত থাকা মানুষের সহজাত প্রবৃত্তি বা মানুষের পরিচয়।
আর আপনার মতবাদ যতো ভালই হোক জোর করে মানুষের উপর চাপিয়ে দেয়া যায় না।

Thursday, September 3, 2015

একটি পশ্চাদপদ জনপদের নাম শাল্লা !

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা একটি পশ্চাদপদ জনপদ
এখানে যেনো সকল উন্নয়ন মুখ থুবরে পড়ে আছে।
রাস্তা ব্রীজের কাজ বছরের পর বছর চলে যায়, শেষ হয় না।
যোগাযোগ ব্যবস্থায় জনগণের ভোগান্তি জীবনভর,যেনো কপালের লিখন।
শাল্লা হতে ২০/২২ কিলোমিটারকিলোমিটার দূরত্ব দিরাই উপজেলায় আসতে শুষ্ক মেশুমে খরচ হয় ২১০ হতে ২৫০ টাকা।সময় লাগে দুই ঘন্টা ।
শাল্লা হতে মিলন বাজার ১০/১১ কিলোমিটার মোটর সাইকেল ভাড়া জন প্রতি ১০০-১৫০ টাকা ।নৌকা ভাড়া ৬০ টাকা ।মিলন বাজার হতে দিরাই ১০/১২ কিলোমিটার বেবী ট্যাক্সি ভাড়া ৬০ টাকা।
আর বর্ষা মৌশুমে খরচ হয় ১২০ টাকা ।
অথচ দিরাই হতে জেলা সদর সুনামগঞ্জ দ্বিগুন দূরত্ব ৫০ কিলোমিটার  ৫০ টাকায় এক ঘন্টায় যাওয়া যায়।

এই উপজেলায় শুষ্ক মৌসুমে এক মাত্র বাহন মোটর সাইকেল ।
প্রত্যন্ত অঞ্চলে আরেকটি যানবাহন আছে, স্থানীয়রা যাকে বলে চ্যাঙগাড়ী ।
বর্ষাকালে শাল্লার সমস্ত রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়;
তখন জনগণের চলাচলের একমাত্র বাহন হয় নৌকা ।
চ্যাঙগাড়ী

নৌকা গুলোতে আবার আরাম দায়ক ভ্রমণের কোন ব্যবস্থা নেই ।
নৌকায় হাঁটুমুড়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
যাদের হাঁটুমুড়ে বসে থাকার অভ্যাস নাই ,দীর্ঘ সময় হাঁটুমুড়ে বসে থাকার কারণে প্রায় সময় তাদের পায়ের স্নায়ূ অবশ হয়ে যায়।
সে আরেক যন্ত্রনা দায়ক কষ্টকর অভিজ্ঞতা!
এ যেন টাকা দিয়ে যাতায়াত নয়,হাজতে বসে থাকা।
কোন কোন সময় বর্ষা ও শুক্ষ মৌশুমের সন্ধিক্ষনে খানিকটা পথ হেঁটে,খানিকটা পথ নৌকায় ও খানিকটা পথ মটর সাইকেলে যেতে হয় ।
বর্ষা ও শুক্ষ মৌশুমের সন্ধিক্ষনে খানিকটা পথ হেঁটে,খানিকটা পথ নৌকায় ও খানিকটা পথ মটর সাইকেলে যেতে হয়
এ যেন,আধুনিক যুগের এক প্রাগঐতিহাসিক যোগাযোগের মিশ্র ব্যবস্থা!দিন যায় ,মাস যায় ,বছর যায় জনগনের ভোগান্তির পালা শেষ হয় না।
শাল্লা উপজেলা পশ্চাদপদ ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সরকারী চাকুরেগণের মধ্যে দুই একজন বাদে অধিকাংশ সেখানে পোষ্টিং নিতে আগ্রহী নহেন।এ উপজেলা বাংলাদেশের চাকুরেদের জন্য শাস্তি মূলক বদলীর উপজেলা বলে পরিচিত।জনশ্রুতি রয়েছে এখানে যাদের চাকুরীর পদায়ন করা হয়, তাদের অধিকাংশদের শাস্তি মূলক হিসাবে পদায়ন করা হয়।
অসমাপ্ত ব্রীজের কারণে যাত্রী ও মটরসাইকেল একই নৌকায় করে পারপার হচ্ছেন
অতীতে এদেশে বৃটিশদের (১৭৫৭-১৯৪৭ সাল)কোন ব্যক্তির কারণে শাসন ও শোষণ কার্যে বাধা সৃষ্টি হলে সে ব্যক্তিকে আন্দামান দ্বীপপূঞ্জে দ্বীপান্তর করা হতো।
বর্তমানে বাংলাদেশের সরকারী চকুরেদের প্রতি কর্তৃপক্ষ অসন্তোষ্ট হলে শাল্লার মতো উপজেলায় অথবা অপর আরেকটি জেলা বান্দরবন বদলী করা হয়।বান্দরবন বাংলাদেশের একটি পার্বত্য জেলা।জেলাটি যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ী জঙ্গলময়।সেখানকার মশার কামড় যন্ত্রনাদায়ক এবং ম্যালেরিয়া রোগ হওয়ার সম্ভাবনা প্রবল ।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কল্যানে বা অবদানে বান্দরবন জেলায় অনেক রাস্তা হয়েছে।যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।বান্দরবনকে এখন প্রত্যন্ত অঞ্চল বলা যায় না।
শাল্লা উপজেলায় অতি প্রচীন কালের বাঁশের সাকো দেখতে পাবেন।সেই সাঁকো দিয়ে আপনাকে চলাচল করতে হবে।।
প্রাগঐতিহাসিক যুগের এই বাঁশের সাকো গুলি যেন পার্শ্বে নির্মানাধীন ব্রীজ গুলোকে উপহাস করে।প্রাত্যহিক দিনের
প্রয়োজনে বাঁশের তৈরী সাঁকো দিয়ে লোকজন প্রত্যন্ত গ্রাম হতে উপজেলা সদরে যাতায়াত করেন।



প্রাগঐতিহাসিক যুগের এই বাঁশের সাকো
যদিও শুস্ক মৌশুমে রাস্তা ও ব্রীজ বানানোর আয়োজন চলে।কিন্তু সেগুলো শুরু হলেও অনেক বছর সময় চলে যায়, কাজ আর শেষ হয় না ।
শাল্লা উপজেলায় বেলা দেড়টা দুইটার আগে খবরের কাগজ পাওয়া যায় না ।উপজেলা সদরে বিদ্যুত সবসময় থাকে না ।প্রায় সবগুলো গ্রামে বিদ্যুত সংযোগ নেই। গ্যাস! সেতো আকাশকুসুম কল্পনার বিষয়।

শাল্লায় দিগন্ত পর্যন্ত ফসলের মাঠ,নীল পানির বিশাল বিল ,ছবির মতো সুন্দর গ্রামগুলো দেখতে খুব সুন্দর।কিন্তু মানুষের দারিদ্রতা দেখলে মন খাড়াপ হয়ে যায়। 
শাল্লার অধিকাংশ মানুষ সহজ সরল প্রাণবন্ত মিশুক।মানুষজনের আন্তরিকতা মুগ্ধ করার মতো।কিছু মানুষ তাদের বৈষয়িক বিষয় নিয়ে অতিরিক্ত কর্ম তত্পরতায় থাকার কারণে বাংলাদেশের অন্যন্য এলাকার মতো জমির  বিরোধ দেখা দেয়,কিছু কিছু বিরোধ জনপ্রতিনিধির মধ্যস্থতায় সিষ্পত্তি হয়।
শাল্লা একটি পল্লী নীরব এলাকা ।যাদের  কোলাহল ভাল লাগে না।তাদের  শাল্লা ভাল লাগতে পারে।

Wednesday, September 2, 2015

ছুটি , রবীন্দ্র নাথ ঠাকুর Vacation Rabindranath Tagore

Vacation
Rabindranath Tagore

The clouds, the sun smiled on her lap,
Tuti Badal said.
Today our vacation and brother
Today our vacation ..

What I do not think today
Getting lost in the woods looking for a
Running in a field that asshole
Son duo of ..

Keya leaves boat building
We will arrange flowers
Taladighite going away
Schematically be schematically ..

Milch cow with a shepherd boy
Playing the flute feed
Pollen on makhaba
Champa luti forest ..

Sunday, September 6, 2015

আগের বাহাদুরী এখন গেল কৈ?

আগের বাহাদুরী এখন গেল কৈ?


আগের বাহাদুরী এখন গেল কৈ?
চলিতে চরণ চলেনা দিনে দিনে অবশ হই।
মাথায় চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে,
চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি চশমা লই,
মন চলেনা রঙ-তামাশায়, আলস্য এসেছে দেহায়,
কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই।।
কমিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে,
ভবের জনম গেল্‌ বিফলে, এখন সেই ভাবনায় রই,
আগের মত খাওয়া যায়না, বেশি খাইলে হজম হয়না,
আগের মত কথা কয়না, নাচেনা রঙের বারই।।
ছেলেবেলা ভাল ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম,
সময়ের মূল্য না দিলাম, তাইতো জবাবদিহি হই,
যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবিতেছে
এমন একদিন সামনে আছে, একেবারে করবে সই।।

শিল্পীঃ শাহ আব্দুল করিম ও কোরাস
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
While the previous Strength now?
You 'll be wandering along the day asleep.
White hair, teeth have been moved,
Reduced eyesight, glasses, let me think about that,
Zing is not good, the body is laziness,
The talk is wrong, to be held in ..
Life cycles incorrigible incorrigible boys to elders,
Vanity tomorrow gel in vain, now the thoughts Am,
You can eat as much as before, but one more does not digest,
Doest like the word, dancing brushed color...
Childhood was good, the liability of Interrupted,
Not worth the time, I, of course we are accountable,
Which has been done, Abdul Karim thought
One day before that, to the sign ..

Singer. Shah Abdul Karim and Chorus
Tuner. Shah Abdul Karim
Song writer. Shah Abdul Karim

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।


শিল্পীঃ ভূপেন হাজারিকা, রুনা লায়লা
  সুরকারঃ ভূপেন হাজারিকা
  গীতিকারঃ ভূপেন হাজারিকা
  বছরঃ ১৯৭১


My mother Ganges Padma my mother
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
The same sky, the same air
Breathing is one of the heart.
Wagtail bird quail same cadence lips.
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..
Citizens do not know the other side of the bank
And I'm all khanete
Gangera water flooding dinga
And I am a waterman padmate
Chile swept wing sankha
And rivet the two rivers
Expect tears and smiles in the same language of love is the same.
Suffer the same pains in the chest happiness
Meghna, Jamuna and her two eyes, two streams of water ..

Singer. Bhupen Hazarika, Runa Laila

Tuner. Bhupen Hazarika

Song writer Bhupen Hazarika
  Year 1971


ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিজের বাড়ির দরজাটি শরণার্থীদের জন্য খুলে দিলেন


ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলা তার ব্যবহৃত ঘড়টি উদ্বাস্তুদের খুলে দেওয়ার ঘোষনা দিয়েছেন। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের বৃহত্তর নগর অউলুর নিকটে "কেমপেলে" তে প্রধানমন্ত্রীর এই বাড়িটি। তিনি অবকাশ যাপনকালে মাঝেমাঝে এ বাড়িটি ব্যবহার করে থাকেন।
ফিনিশ প্রধানমন্ত্রী ইউহা সিপিলার বাড়ী
অউলু শহরে উদ্বাস্তুদের খোঁজখবর নিতে এসে স্থানীয় শরণার্থী অভ্যর্থনা কেন্দ্রের অভ্যর্থকদের নিকট শরণার্থীদের ব্যাবহারের জন্য প্রধানমন্ত্রী ইউহা সিপিলা এ বাড়িটি হস্তান্তর করেন। স্ত্রী মিন্না মারিয়া সিপিলার অভিপ্রায়ে ও পরামর্শেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন, জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ইউহা সিপিলা ও তাঁর স্ত্রী
মিন্না মারিয়া সিপিলা
ফিনল্যান্ডে আগত কয়েক হাজার শরণার্থী ও অভিবাসীদের আবাসন সংকটের তীব্রতা ও মানুষের ভোগান্তির সমাধানে তার এই সিদ্ধান্ত ফিনিশদের অনুপ্রাণিত করবে বলে প্রধানমন্ত্রী সিপিলা উল্লেখ করেন।
শরণার্থীরা সাগর দিয়ে আসছেন
অনেকে দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করছেন
অউলুর শরণার্থী অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শনকালে তিনি দেশটির সকল গীর্জা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে শরণার্থীদের ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবেলায় এগিয়ে আসারও আহবান জানান।

Bangabandhu and Ziaur Rahman and Hossain Shahid saharaoyardi

Bangabandhu Sheikh Mujibur Rahman and Ziaur Rahman

Bangabandhu Sheikh Mujibur Rahman and Hossain Shahid saharaoyardi

Saturday, September 5, 2015

Love at first sight!


The first show will be the accumulation of thoughts, but otherwise do not look around. They do not have the words, " After seeing the times". The show is so overwhelmed at first glance. Think a little, but do not take place. Before you know it, what is the first thing to show a man to the woman .

1. look:
What's the look, the woman noticed that before. If he is not handsome man, the whole show is a flop. But do not feel it, Very good will be. Take care of yourself a little. The hair cut, mustache-beard trimmed. Read the rest of a good perfume mix. And yes, keep an eye on mast clothing.

2. Cute:
Although not good-looking eyes, laughter is the strength of the magnet, the girl will be more than that, but yeah. Look at the Personality. Speech, expression mobility classy up. Not GIRL behavior .

3. Smiles:
Despite the fact that the TRP is his smile, remember that women will have more than his side. In fact, look back again and again. The first show to captivate so sweet smile.

4. Done humor laugh completed:
The flash of joy on the faces of the men and the women are the first to use mixed humor keeps him in the head.

5. Confidence:
If you win the first women representatives will be able to show glimpses of Suffice to say confidence. So Awful coward behavior leave. Increase self-confidence.

6. Conversation:
Women fancy words to impress at first glance. Also abbreviations such as his, you do not need to do too much Smartness. Would the woman fall in love.

Flowers and butterflies

Flowers and butterflies - Jenn Iove

বিশ্বের সবচেয়ে খাটো মানুষটি চলে গেলেন

গিনেস বুক স্বীকৃত বিশ্বের সবচেয়ে খর্বকায় লোকটি আমেরিকান সামোয়ায় মৃত্যুবরণ
করেছেন শুক্রবার ।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
তবে তার রোগ প্রকাশ করা হয়নি।
নেপালি নাগরিক চন্দ্র বাহাদুর ডাঙ্গি ছিলেন মাত্র ২১.৫ ইঞ্চি লম্বা।
বৃহস্পতিবার রাতে পাগো পাগোর লিন্ডন বি জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে তিনি মারা যান।
৭৫ বছর বয়সী চন্দ্র বাহাদুর নেপালের কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন।
চন্দ্র বাহাদুর ডাঙ্গি লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
তবে গিনেস বুক তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ানোর সুযোগ পান।
সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেনের সাথে
চন্দ্র বাহাদুর ডাঙ্গি
২০১৩ সালে লন্ডনে তিনি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ
ফুট ইঞ্চি উচ্চতার তুর্কি তরুণ সুলতান কোসেনের সাথে ছবি তুলেছিলেন।
সূত্র:ইন্টারনেট



নীল সাগরের গোলাপদের গোলাপী সূর্যাস্ত


The blue sea of pink sunset rose coloured

৩০ বছর

হায়দার হোসেন
কি দেখার কথা কি দেখছি
কি শোনার কথা কি শুনছি,
কি ভাবার কথা কি ভাবছি
কি বলার কথা কি বলছি,
৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুজছি

স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া
স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া,
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার
স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার

স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ী
স্বাধীনতা কি ফুটপাথে শোওয়া গৃহহীন নরনারী,
স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্রান্ড ফ্যাশান শো
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র

স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা
স্বাধীনতা কি অন্নের খোঁজে কিশোরী প্রমোদবালা,
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদন্ড
স্বাধীনতা কি পানির ট্যাংক গলিত লাশের গন্ধ

স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ
স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ,
স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারণাস্ত্রের গর্জন
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন

আজ নেই বগী, নেই ইংরেজ, নেই পাকিস্তানী হানাদার
আজ তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার,
আজ তবু কি লাখো শহীদেও রক্ত যাবে বৃথা
আজ তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা

তদবির দুর্নীতির সুতিকাগার

তদবির অবৈধ সুবিধা প্রাপ্তিতে উতসাহিত করে ,
তদবিরে অপর জনের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করে ।
তদবিরে রাষ্ট্রযন্ত্রের সেবায় বৈষম্য সৃষ্টি হয়ে মানুষদের বৈষম্য বাড়ে ।
তদবিরে আইনের শাসনে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করার কারণ ।
তদবির দুর্নীতির সুতিকাগার।



Friday, September 4, 2015

বিশ্বাস ও মতবাদ

আপনি আপনার বিশ্বাস ও মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি,
অন্যের মত ও বিশ্বাসকে হেয় প্রতিপন্ন করেন ;
অথবা নিজস্ব বিশ্বাস ও মতকে প্রচলন করতে গিয়ে ভিন্ন মতকে স্তব্দ করে দিতে চান,
তবে অন্যদের মনে আপনার ও আপনার মতের বিরোদ্ধে বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে,
এতে আপনার মতের স্বপক্ষে সত্যিকারের অর্জন গুলো ব্যর্থতায় পর্যবেশিত হতে পারে!
মানুষদের প্রতি ও তাদের মতের প্রতি আপনার এরূপ বিরোপ ধারণা আপনার মত গ্রহণে তাদের মন অস্বীকৃতি জানাবে।
কারণ ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানানোতেই হলো সভ্যতা ।
আর অসভ্যতা হতে বিরত থাকা মানুষের সহজাত প্রবৃত্তি বা মানুষের পরিচয়।
আর আপনার মতবাদ যতো ভালই হোক জোর করে মানুষের উপর চাপিয়ে দেয়া যায় না।

Thursday, September 3, 2015

একটি পশ্চাদপদ জনপদের নাম শাল্লা !

বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা একটি পশ্চাদপদ জনপদ
এখানে যেনো সকল উন্নয়ন মুখ থুবরে পড়ে আছে।
রাস্তা ব্রীজের কাজ বছরের পর বছর চলে যায়, শেষ হয় না।
যোগাযোগ ব্যবস্থায় জনগণের ভোগান্তি জীবনভর,যেনো কপালের লিখন।
শাল্লা হতে ২০/২২ কিলোমিটারকিলোমিটার দূরত্ব দিরাই উপজেলায় আসতে শুষ্ক মেশুমে খরচ হয় ২১০ হতে ২৫০ টাকা।সময় লাগে দুই ঘন্টা ।
শাল্লা হতে মিলন বাজার ১০/১১ কিলোমিটার মোটর সাইকেল ভাড়া জন প্রতি ১০০-১৫০ টাকা ।নৌকা ভাড়া ৬০ টাকা ।মিলন বাজার হতে দিরাই ১০/১২ কিলোমিটার বেবী ট্যাক্সি ভাড়া ৬০ টাকা।
আর বর্ষা মৌশুমে খরচ হয় ১২০ টাকা ।
অথচ দিরাই হতে জেলা সদর সুনামগঞ্জ দ্বিগুন দূরত্ব ৫০ কিলোমিটার  ৫০ টাকায় এক ঘন্টায় যাওয়া যায়।

এই উপজেলায় শুষ্ক মৌসুমে এক মাত্র বাহন মোটর সাইকেল ।
প্রত্যন্ত অঞ্চলে আরেকটি যানবাহন আছে, স্থানীয়রা যাকে বলে চ্যাঙগাড়ী ।
বর্ষাকালে শাল্লার সমস্ত রাস্তা ঘাট পানিতে তলিয়ে যায়;
তখন জনগণের চলাচলের একমাত্র বাহন হয় নৌকা ।
চ্যাঙগাড়ী

নৌকা গুলোতে আবার আরাম দায়ক ভ্রমণের কোন ব্যবস্থা নেই ।
নৌকায় হাঁটুমুড়ে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা।
যাদের হাঁটুমুড়ে বসে থাকার অভ্যাস নাই ,দীর্ঘ সময় হাঁটুমুড়ে বসে থাকার কারণে প্রায় সময় তাদের পায়ের স্নায়ূ অবশ হয়ে যায়।
সে আরেক যন্ত্রনা দায়ক কষ্টকর অভিজ্ঞতা!
এ যেন টাকা দিয়ে যাতায়াত নয়,হাজতে বসে থাকা।
কোন কোন সময় বর্ষা ও শুক্ষ মৌশুমের সন্ধিক্ষনে খানিকটা পথ হেঁটে,খানিকটা পথ নৌকায় ও খানিকটা পথ মটর সাইকেলে যেতে হয় ।
বর্ষা ও শুক্ষ মৌশুমের সন্ধিক্ষনে খানিকটা পথ হেঁটে,খানিকটা পথ নৌকায় ও খানিকটা পথ মটর সাইকেলে যেতে হয়
এ যেন,আধুনিক যুগের এক প্রাগঐতিহাসিক যোগাযোগের মিশ্র ব্যবস্থা!দিন যায় ,মাস যায় ,বছর যায় জনগনের ভোগান্তির পালা শেষ হয় না।
শাল্লা উপজেলা পশ্চাদপদ ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সরকারী চাকুরেগণের মধ্যে দুই একজন বাদে অধিকাংশ সেখানে পোষ্টিং নিতে আগ্রহী নহেন।এ উপজেলা বাংলাদেশের চাকুরেদের জন্য শাস্তি মূলক বদলীর উপজেলা বলে পরিচিত।জনশ্রুতি রয়েছে এখানে যাদের চাকুরীর পদায়ন করা হয়, তাদের অধিকাংশদের শাস্তি মূলক হিসাবে পদায়ন করা হয়।
অসমাপ্ত ব্রীজের কারণে যাত্রী ও মটরসাইকেল একই নৌকায় করে পারপার হচ্ছেন
অতীতে এদেশে বৃটিশদের (১৭৫৭-১৯৪৭ সাল)কোন ব্যক্তির কারণে শাসন ও শোষণ কার্যে বাধা সৃষ্টি হলে সে ব্যক্তিকে আন্দামান দ্বীপপূঞ্জে দ্বীপান্তর করা হতো।
বর্তমানে বাংলাদেশের সরকারী চকুরেদের প্রতি কর্তৃপক্ষ অসন্তোষ্ট হলে শাল্লার মতো উপজেলায় অথবা অপর আরেকটি জেলা বান্দরবন বদলী করা হয়।বান্দরবন বাংলাদেশের একটি পার্বত্য জেলা।জেলাটি যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ী জঙ্গলময়।সেখানকার মশার কামড় যন্ত্রনাদায়ক এবং ম্যালেরিয়া রোগ হওয়ার সম্ভাবনা প্রবল ।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কল্যানে বা অবদানে বান্দরবন জেলায় অনেক রাস্তা হয়েছে।যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।বান্দরবনকে এখন প্রত্যন্ত অঞ্চল বলা যায় না।
শাল্লা উপজেলায় অতি প্রচীন কালের বাঁশের সাকো দেখতে পাবেন।সেই সাঁকো দিয়ে আপনাকে চলাচল করতে হবে।।
প্রাগঐতিহাসিক যুগের এই বাঁশের সাকো গুলি যেন পার্শ্বে নির্মানাধীন ব্রীজ গুলোকে উপহাস করে।প্রাত্যহিক দিনের
প্রয়োজনে বাঁশের তৈরী সাঁকো দিয়ে লোকজন প্রত্যন্ত গ্রাম হতে উপজেলা সদরে যাতায়াত করেন।



প্রাগঐতিহাসিক যুগের এই বাঁশের সাকো
যদিও শুস্ক মৌশুমে রাস্তা ও ব্রীজ বানানোর আয়োজন চলে।কিন্তু সেগুলো শুরু হলেও অনেক বছর সময় চলে যায়, কাজ আর শেষ হয় না ।
শাল্লা উপজেলায় বেলা দেড়টা দুইটার আগে খবরের কাগজ পাওয়া যায় না ।উপজেলা সদরে বিদ্যুত সবসময় থাকে না ।প্রায় সবগুলো গ্রামে বিদ্যুত সংযোগ নেই। গ্যাস! সেতো আকাশকুসুম কল্পনার বিষয়।

শাল্লায় দিগন্ত পর্যন্ত ফসলের মাঠ,নীল পানির বিশাল বিল ,ছবির মতো সুন্দর গ্রামগুলো দেখতে খুব সুন্দর।কিন্তু মানুষের দারিদ্রতা দেখলে মন খাড়াপ হয়ে যায়। 
শাল্লার অধিকাংশ মানুষ সহজ সরল প্রাণবন্ত মিশুক।মানুষজনের আন্তরিকতা মুগ্ধ করার মতো।কিছু মানুষ তাদের বৈষয়িক বিষয় নিয়ে অতিরিক্ত কর্ম তত্পরতায় থাকার কারণে বাংলাদেশের অন্যন্য এলাকার মতো জমির  বিরোধ দেখা দেয়,কিছু কিছু বিরোধ জনপ্রতিনিধির মধ্যস্থতায় সিষ্পত্তি হয়।
শাল্লা একটি পল্লী নীরব এলাকা ।যাদের  কোলাহল ভাল লাগে না।তাদের  শাল্লা ভাল লাগতে পারে।

Wednesday, September 2, 2015

ছুটি , রবীন্দ্র নাথ ঠাকুর Vacation Rabindranath Tagore

Vacation
Rabindranath Tagore

The clouds, the sun smiled on her lap,
Tuti Badal said.
Today our vacation and brother
Today our vacation ..

What I do not think today
Getting lost in the woods looking for a
Running in a field that asshole
Son duo of ..

Keya leaves boat building
We will arrange flowers
Taladighite going away
Schematically be schematically ..

Milch cow with a shepherd boy
Playing the flute feed
Pollen on makhaba
Champa luti forest ..