Tuesday, September 13, 2016

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

কারো ঈদের চাঁদ হাসে 
পাশে গাছের মরা ডাল
কারো বাড়ি জলে ভাসে
গঙ্গার জল হলো যে কাল ।
কারো ঈদের চাঁদ হাসে 
জিলহজ্জ্ব মাসের দশ তারিখে
গরীবের ঈদ আনন্দ মাংসেরতালাসে
কারো ঈদ আনন্দের বৈষম্যের আবেশে ।
ঈদের আনন্দ আর কি রয় ?
বয়লারে পুড়ে প্রিয়জন কয়লা হয় ?
যাত্রা বিড়ম্ভনায় মরে কেউ ট্রেনের ছাদে,
দায়ি জন ব্যস্ত থাকেন কথার অবকাশে।
ঈদের আনন্দ তার কি হয় ?
যানজটে ষাড় মরে হায়
লোকসানী যাতনা কেমনে সয় ?
দু:খী হৃদয় স্তব্দ হয়!
গরু কিনা লক্ষ টাকায়
বড় লোকির দম্ভ বেজায়
কারো ঈদ মাংস খাওয়ায়
কোরবানি হয় ঘুষের টাকায়

ঈদের দিনে ভিক্ষাবৃত্তি
বড় জনের সৌজন্য প্রীতি
এতেই বাড়ে তার খ্যাতি ?
ইহাই কি ধনী গরীবের সম্প্রীতি ?

কারো ঈদ বোনাসে হয়
কোটি টাকার পার্সেন্টিজ
ঈদের খরচ লক্ষ টাকায়
নইলে থাকে কি প্রেষ্টিজ ?

কারো ফাইল লটকে রাখে
তেল চোরার খোয়াড়ে !
দূর্বিসহ জীবন নষ্ট
লাভের কসরত হয় পাপিষ্ঠ !

অতপরেও আনন্দ মোদের কাম্য !
কথার মালায় হয় শান্তির সাম্য ?
জীবন প্রাণ সুন্দর হোক
ঈদ মোবারক, ঈদ মোবারক !!



No comments:

Post a Comment

Tuesday, September 13, 2016

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

কারো ঈদের চাঁদ হাসে 
পাশে গাছের মরা ডাল
কারো বাড়ি জলে ভাসে
গঙ্গার জল হলো যে কাল ।
কারো ঈদের চাঁদ হাসে 
জিলহজ্জ্ব মাসের দশ তারিখে
গরীবের ঈদ আনন্দ মাংসেরতালাসে
কারো ঈদ আনন্দের বৈষম্যের আবেশে ।
ঈদের আনন্দ আর কি রয় ?
বয়লারে পুড়ে প্রিয়জন কয়লা হয় ?
যাত্রা বিড়ম্ভনায় মরে কেউ ট্রেনের ছাদে,
দায়ি জন ব্যস্ত থাকেন কথার অবকাশে।
ঈদের আনন্দ তার কি হয় ?
যানজটে ষাড় মরে হায়
লোকসানী যাতনা কেমনে সয় ?
দু:খী হৃদয় স্তব্দ হয়!
গরু কিনা লক্ষ টাকায়
বড় লোকির দম্ভ বেজায়
কারো ঈদ মাংস খাওয়ায়
কোরবানি হয় ঘুষের টাকায়

ঈদের দিনে ভিক্ষাবৃত্তি
বড় জনের সৌজন্য প্রীতি
এতেই বাড়ে তার খ্যাতি ?
ইহাই কি ধনী গরীবের সম্প্রীতি ?

কারো ঈদ বোনাসে হয়
কোটি টাকার পার্সেন্টিজ
ঈদের খরচ লক্ষ টাকায়
নইলে থাকে কি প্রেষ্টিজ ?

কারো ফাইল লটকে রাখে
তেল চোরার খোয়াড়ে !
দূর্বিসহ জীবন নষ্ট
লাভের কসরত হয় পাপিষ্ঠ !

অতপরেও আনন্দ মোদের কাম্য !
কথার মালায় হয় শান্তির সাম্য ?
জীবন প্রাণ সুন্দর হোক
ঈদ মোবারক, ঈদ মোবারক !!



No comments:

Post a Comment