Thursday, November 5, 2015

Debate and understanding!

 Debate and understanding!

The dispute,
Do not know which one to start,
And the end result is always zero.
Still, everyone fought debate,
He fought duet,
Western lively tale past.
There is no person in this pointless fight.
The beautiful mind of the wise,
Fall storm,
As the leaf storm,
Mixed with the soil,
If materials are fire related,
If cooking fuel poor.
The useful intelligence is lost
Is mixed away to infinite.
At one time the debate is over.
The new intelligence is stored for no debate.
Intelligence disappeared again,
Look, change is not wisdom,
There is no need for improving the understanding of,
Just give rise to debate?
Many people today are so wretched.

Photo-laboring women eating lunch in the shade of a sedentary retirement.
Bangla

বিতর্ক ও বুদ্ধি !

বিতর্ক শুরু হয়,
যার শুরু জানে না কেউ,
আর শেষের ফলাফল বরাবরের মতো শূন্য।
তবু বিতর্কে লড়ে সবাই,
যেন ডুয়েট লড়ছে,
কোন অতীত ওয়েষ্টার্ন জীবন্ত কাহিনী।
এই অর্থহীন লড়াইয়ে কারো কোন উপকার হয় না।
বরং জ্ঞানীদের সুন্দর বুদ্ধি গুলো,
ঝড়ে ঝরে যায়,
যেমন গাছের পাতা ঝড়ে যায়,
মিশে যায় মাটির সাথে,
হয়তো কখনো আগুনের উপকরণ হয়,
হয়তো গরীবের রান্নার জ্বালানী।
উপকারী বুদ্ধি গুলো হাড়িয়ে যায় বার বার।
বিলীন হয়ে মিশে যায় অনন্তের দিকে।
তারপর এক সময় বিতর্ক শেষ হয়।
নতুন বুদ্ধি সঞ্চিত হয় নতুন কোন  বিতর্কের জন্য।
আবার বুদ্ধি বিলীন হয়ে যায়,
হয়না বুদ্ধিতে ভাগ্যের পরিবর্তন,
কারণ ভাগ্য উন্নয়নের জন্য বুদ্ধির প্রয়োজন নেই,
প্রয়োজন শুধু বিতর্ক জন্ম দেয়া ?
তাই অনেকেই আজ হতভাগ্য।

ছবি-খেটে খাওয়া মহিলারা ঘরের ছায়ায় বসে কাজের অবসরে দুপুরের খাবার খাচ্ছেন।


No comments:

Post a Comment

Thursday, November 5, 2015

Debate and understanding!

 Debate and understanding!

The dispute,
Do not know which one to start,
And the end result is always zero.
Still, everyone fought debate,
He fought duet,
Western lively tale past.
There is no person in this pointless fight.
The beautiful mind of the wise,
Fall storm,
As the leaf storm,
Mixed with the soil,
If materials are fire related,
If cooking fuel poor.
The useful intelligence is lost
Is mixed away to infinite.
At one time the debate is over.
The new intelligence is stored for no debate.
Intelligence disappeared again,
Look, change is not wisdom,
There is no need for improving the understanding of,
Just give rise to debate?
Many people today are so wretched.

Photo-laboring women eating lunch in the shade of a sedentary retirement.
Bangla

বিতর্ক ও বুদ্ধি !

বিতর্ক শুরু হয়,
যার শুরু জানে না কেউ,
আর শেষের ফলাফল বরাবরের মতো শূন্য।
তবু বিতর্কে লড়ে সবাই,
যেন ডুয়েট লড়ছে,
কোন অতীত ওয়েষ্টার্ন জীবন্ত কাহিনী।
এই অর্থহীন লড়াইয়ে কারো কোন উপকার হয় না।
বরং জ্ঞানীদের সুন্দর বুদ্ধি গুলো,
ঝড়ে ঝরে যায়,
যেমন গাছের পাতা ঝড়ে যায়,
মিশে যায় মাটির সাথে,
হয়তো কখনো আগুনের উপকরণ হয়,
হয়তো গরীবের রান্নার জ্বালানী।
উপকারী বুদ্ধি গুলো হাড়িয়ে যায় বার বার।
বিলীন হয়ে মিশে যায় অনন্তের দিকে।
তারপর এক সময় বিতর্ক শেষ হয়।
নতুন বুদ্ধি সঞ্চিত হয় নতুন কোন  বিতর্কের জন্য।
আবার বুদ্ধি বিলীন হয়ে যায়,
হয়না বুদ্ধিতে ভাগ্যের পরিবর্তন,
কারণ ভাগ্য উন্নয়নের জন্য বুদ্ধির প্রয়োজন নেই,
প্রয়োজন শুধু বিতর্ক জন্ম দেয়া ?
তাই অনেকেই আজ হতভাগ্য।

ছবি-খেটে খাওয়া মহিলারা ঘরের ছায়ায় বসে কাজের অবসরে দুপুরের খাবার খাচ্ছেন।


No comments:

Post a Comment