loudspeaker flowers-1 |
loudspeaker flowers-2 |
People there say that this flower jiul trees flowers.
Flowers are pink and purple wool to see.
See Flowers such as loudspeakers.
That is why I am call loudspeaker flowers.
Children with this flower s made a play loudspeaker or Mike does.
Children recite poetry and sing into the microphone on the game,
Sometimes call Halo Halo.
loudspeakers flower trees are thin and tall.
Trees can grow very quickly and are
Fast growth.
Mike flower stems into small pieces when it is grown up and buried.
Their own people from the flood of rain water of time to Home Soil protect the land of with the loudspeakers flowers trees planted.
During late autumn, cut because the RAM from the poisonous snakes living in mice.
Cut the dried plant is used as cooking fires.
loudspeakers flowers plant vegetables in the garden is fenced.
loudspeakers plant fence to plant the trees, he was born again.
People in low land areas, water flooded the plant to be quite beneficial in protecting the soil foundation.
The flower's very nice to see.
Bangla
ফুল দেখতে মাইকের মতো
আমি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় বসবাস করি।সেখানের লোকেরা এই ফুলকে জিউল গাছের ফুল বলে।
ফুল গুলো দেখতে বেগুনী ও গোলাপী রংয়ের।
ফুল দেখতে মাইকের মতো।
তাই আমি মাইক ফুল বলি।
শিশুরা এই ফুল গুলির সাথে লতা বেধে মাইক মাইক খেলে।
পাতা দিয়ে মাউথ পিস বানিয়ে গান গায় কবিতা আবৃত্তি করে,
কখনো হ্যালো হ্যালো বলে।
মাইক ফুলের গাছ গুলো হয় চিকন ও লম্বা।
গাছ গুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং
দ্রুত বংশ বৃদ্ধি করে।
মাইক ফুল গাছের কান্ড ছোট ছোট টুকরা করে মাটিতে পুঁতে দিলে গাছ হয়ে বেড়ে উঠে।
বাংলাদেশের নিম্নভূমি অঞ্চলের লোকজন বর্ষাকালের বন্যার পানি হতে নিজেদের ভিটে মাটি রক্ষা করার জন্য মাইক ফুলের গাছ রোপন করে।
হেমন্ত কালে কেটে ফেলে,কারণ মাইক গাছের ঝোপে সাপের বসবাস হয়ে যেতে পারে।
গাছ কেটে রোদে শুকিয়ে রান্নার জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়।
মাইক গাছ দিয়ে কখনো সখনো সবজি বাগানের বেড়া দেয়া হয়।
সে বেড়ার মাইক গাছ থেকে আবার গাছের জন্ম হয়।
মাইক গাছ ভাটী অঞ্চলের মানুষদের বন্যায় প্লাবিত পানি হতে ভিটা মাটি রক্ষায় বেশ উপকারী।
এর ফুল গুলি দেখতে খুব সুন্দর।
No comments:
Post a Comment