Facebook frnd's ফেসবুক ফটো ভেরিফিকেশন চিন্তা এবার সারা জীবনের জন্য বিদায় করুন
ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন।আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেইফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে। এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে। যাইহোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে। তাহলে নিয়ে নিন সল্যুশন। পদ্ধতি- প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান। তারপর Security অপশনে প্রবেশ করুন। সেখান থেকে
Trusted Contacts এ যান। তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন। সেখানে আপনী আপনার তিন/ পাচঁজন জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন । (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে, যাদের কাছ থেকে তাদের ফোনে প্রেরিত কোডটি সহজেই সংগ্রহ করা যায়) তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verification করতে হবে। তারপর Confirm এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত। ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।
ফেসবুক ফটো ভেরিফাই খুলার সবচেয়ে সহজ উপায়
Facebook এখন আমাদের সবারই প্রিয়। আর এই প্রিয় জিনিসটা যদি কখনো লক মানে ফটো ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কষ্ট লাগে । তখন আমরা যে ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারে তার কাছে যাই। না হলে টাকা দিয়ে ঠিক করতে হয়। অনেকের প্রায়ই আইডি ফটো ভেরিফিকেশন হয়।যা একটি চরম বিরক্তিকর সিষ্টেম।
ফটো ভেরিফিকেশন সমাধান করার সহজ পদ্ধতি।
প্রয়োজনীয় উপকরণঃ (১)একটি সাদা খাতা (২)একটি কলম
প্রথমে আপনার আইডি লগইন করুন তারপর Continue ক্লিক করে Captcha দিলে এনট্রি করে Start এ ক্লিক করুন দেখবেন ফটোর সাথে কিছু নাম দেখাচ্ছে। ফটোটির নামটি সিলেক্ট করতে বলছে।আপনি কিছুই করবেন না।
যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। যেমন "যুক্তরাষ্ট্রের রাষ্টদূত বার্নিকাটের সাথে ছবি "।
এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম
পরিষ্কার করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায়
লিখে রাখুন ।
এভাবে Skip করে ফটোর প্রকৃত নাম গুলো বের করুন ।কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন ।
এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "যুক্তরাষ্ট্রের রাষ্টদূত বার্নিকাটের সাথে ছবির
নিচে যে নামগুলা ছিলো পরের বারের নাম গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি ।এভাবে ফটোর মালিকের নাম নিশ্চিত হন।
এখন ফটোর সঠিক মালিকের নাম সিলেক্ট করে আইডি খুলতে পারবেন।
পদ্ধতি ২
(ক)ফটো ভেরিফিকেশন খোলার গুগলে যান (অন্য আরেকটা মোবাইল বা পিসি দিয়ে।
(খ)এখন আপনার ফেসবুক ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে ৬ জন বন্ধুর নাম থাকবে ।
( গ) গুগল
ইমেজ সার্চে লিখুন facebook+ আপনার বন্ধুর নাম । যেমন:
আপনার বন্ধুর নাম Khaja Ali Amjad Mahbub হলে লিখবেন facebook+ Khaja Ali Amjad Mahbub
(ঘ). এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন। যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি । আর যদি না মিলে তাহলে বাকি ৫ জনের নাম দিয়ে একইভাবে ট্রাই
করতে থাকুন।
(ঙ)এভাবে প্রতিটা ফটোর নিচে যে নামগুলা থাকে একটা একটা করে আগ
পর্যন্ত)
(চ) এরপরেও ছবিগুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন। এছাড়াও সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ
করিয়ে দেওয়া হবে । প্রশ্নের উত্তর ঠিকভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট
করতে বলা হবে । নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট
ফিরে পেতে পারবেন ।
No comments:
Post a Comment