ফেসবুক বন্ধ করে দিয়েছে তাতে কি হয়েছে?এবার কোন proxy,Vpn,Uc বা কোন এপস ছাড়াই সুপার স্পিডে ফেসবুক চালান।
মোবাইল ফোন সেটের জন্য।সরকার ফেসবুক সহ সকল যোগাযোগ এর এপস সকল কিছু বন্ধ করে দিয়েছেন।
তাতে কি হয়েছে Khaja Ali Amjad Mahbub আছে না,আপনাদের সাথে।
আমরা গত কয়েকদিন থেকে বিভিন্ন প্রক্সি Vpn ইত্যাদি ব্যবহার করছি ফেসবুকে ঢোকার জন্য।
কিন্তু এতে রয়েছে অনেক ঝামেলা আর স্পিডও কমে যায়।
আরেকটি অন্যতম সমাস্যা হলো বারবার Disconnect হয়ে যায়।
তাহলে কি করবেন?
ফেসবুকে যে বন্ধুদের খবর নিতেই হয়!
সেথায় যে আমার নানা মতের প্রিয় বন্ধুগণ!
উতলা হবেনা না ,উপায় বাতলে দিচ্ছি ।,বলছি একটু ধৈর্য ধরেন।
সরকার বন্ধ করে দিয়েছে ফেসবুক,কিন্তু তবুও আমরা তাদের চোখ ফাকি দিয়ে ফেসবুক চালাব,
কারন সরকার জানে না যে আমরা সরকারের চেয়ে ১ ধাপ এগিয়ে আছি।
এবার আর Proxy নয় Vpn নয়, Uc Browser নয়, আপনার ডিফল্ট Opera mini দিয়েই ফেসবুক চালাতে পারবেন।
কিভাবে Proxy,vpnছাড়া ফেসবুক চালাবেনঃ
আপনাকে কিছুই করতে হবে না শুধু একটা সাইট ব্যবহার করতে হবে।
প্রথমে এই সাইটে প্রবেশ করুন
এবার দেখুন একটা বক্স পাবেন,বক্সে লিখুন https://www.facebook.com/ অথবা facebook.com এবং Go দিন।
এবার ফেসবুকে প্রবেশ করবে..
এবার আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে Login করুন,
আর মেতে উঠুন facebook আড্ডার দুনিয়ায়।
দুই
মোবাইল ফোন ব্যবহারকারীরা বন্ধ ফেসবুক ব্যবহার করতে পারবেন UC Browser Mini দিয়ে।
এখান থেকে UC Browser Mini ইনষ্টল করুন।
ফেসবুক ব্রাউজ করুন আগের মতো ।
No comments:
Post a Comment